হাওড়া, 7 মে: কোরোনায় সংক্রমিত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন লিলুয়ার আনন্দনগরের এক বাসিন্দা । সুস্থ হয়ে ওঠায় গতকাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে । আর বাড়ি ফেরার সময় রাস্তার দু'ধারে দাঁড়িয়ে তাঁর উপর পুষ্পবৃষ্টি করেন প্রতিবেশীরা । শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় ।
লিলুয়ার আনন্দনগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তির শরীরে কয়েকদিন ধরে কোরোনার উপসর্গ দেখা দিয়েছিল । জ্বর হওয়ায় 13 এপ্রিল হাওড়ার সত্যবালা ID হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে । সেখানে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরেই তাঁর পরিবারের 22জন সদস্যকে কোয়ারানটিনে পাঠানো হয় ।
এতদিন ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি । সুস্থ হয়ে ওঠায় গতকাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । বাড়ি ফেরার সময় তাঁকে স্বাগত জানান প্রতিবেশীরা । দেওয়া হয় শঙ্খধ্বনি ও উলুধ্বনি ।