ETV Bharat / state

ক্লাসে অসুস্থ ছাত্র, পরে মৃত্যু ; হাওড়ার স্কুলে বিক্ষোভ - Student died

শুক্রবার স্কুলে অসুস্থ বোধ করে ক্লাস থ্রি-র এক ছাত্র ৷ শনিবার হাসপাতালে তার মৃত্যু হয় ৷ প্রতিবাদে আজ বিক্ষোভ স্থানীয়দের ৷

মৃত ছাত্র
author img

By

Published : Aug 6, 2019, 1:23 PM IST

হাওড়া, 6 অগাস্ট : ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা আন্দুলে ৷ প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো অভিভাবকরা ৷ পরে নীলগঞ্জ আউটপোস্ট থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আন্দুলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস থ্রি-র ছাত্র সোহম মাইতি ৷ 2 অগাস্ট (শুক্রবার) স্কুলে অসুস্থ বোধ করে সে ৷ তৎক্ষণাৎ স্কুলের পাশের একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয় তাকে ৷ স্কুল ছুটির সময় সোহমের অভিভাবকরা জানতে পারেন, তাঁদের সন্তান নার্সিংহোমে ভরতি ৷ অসুস্থতার খবর কেন জানানো হয়নি তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন সোহমের মা-বাবা ৷ এরপর ওই নার্সিংহোম থেকে সোহমকে পার্কসার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন তাঁরা ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 অগাস্ট (শনিবার) সোহমের মৃত্যু হয় ৷

student died
ডেথ সার্টিফিকেট

আজ সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে সোহমের পরিবারসহ স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ৷ তাদের অভিযোগ, অসুস্থতার কথা না জানিয়ে কেন সোহমকে নার্সিংহোমে ভরতি করা হল ?

স্কুল কর্তৃপক্ষের পালটা উত্তর, ফোন করা হয়েছিল ৷ কিন্তু ফোনে পাওয়া যায়নি সোহমের অভিভাবকদের ৷

অন্যদিকে ডেথ সার্টিফিকেট অনুযায়ী এনসেফালাইটিসের কারণে মৃত্যু হয়েছে সোহমের ৷ সেই হিসেবে এই প্রথম রাজ্যে এনসেফালাইটিসে মৃত্যু হল ৷

হাওড়া, 6 অগাস্ট : ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা আন্দুলে ৷ প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো অভিভাবকরা ৷ পরে নীলগঞ্জ আউটপোস্ট থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আন্দুলের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস থ্রি-র ছাত্র সোহম মাইতি ৷ 2 অগাস্ট (শুক্রবার) স্কুলে অসুস্থ বোধ করে সে ৷ তৎক্ষণাৎ স্কুলের পাশের একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয় তাকে ৷ স্কুল ছুটির সময় সোহমের অভিভাবকরা জানতে পারেন, তাঁদের সন্তান নার্সিংহোমে ভরতি ৷ অসুস্থতার খবর কেন জানানো হয়নি তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন সোহমের মা-বাবা ৷ এরপর ওই নার্সিংহোম থেকে সোহমকে পার্কসার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন তাঁরা ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 অগাস্ট (শনিবার) সোহমের মৃত্যু হয় ৷

student died
ডেথ সার্টিফিকেট

আজ সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে সোহমের পরিবারসহ স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ৷ তাদের অভিযোগ, অসুস্থতার কথা না জানিয়ে কেন সোহমকে নার্সিংহোমে ভরতি করা হল ?

স্কুল কর্তৃপক্ষের পালটা উত্তর, ফোন করা হয়েছিল ৷ কিন্তু ফোনে পাওয়া যায়নি সোহমের অভিভাবকদের ৷

অন্যদিকে ডেথ সার্টিফিকেট অনুযায়ী এনসেফালাইটিসের কারণে মৃত্যু হয়েছে সোহমের ৷ সেই হিসেবে এই প্রথম রাজ্যে এনসেফালাইটিসে মৃত্যু হল ৷

Intro:তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল একটি ইংরেজি মাধ্যম স্কুলে।হাওড়া আন্দুল রোদে ওই স্কুলের সামনে বিক্ষোভ অভিবাবকদের।ঘটনাস্থলে পুলিশ।গত শুক্রবার স্কুলে এসে সোহম মাইতি নামে ওই ছাত্র অসুস্থ বোধ করে।এরপর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।পরিবারের লোকেদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ পুরো বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করে।সোহম অসুস্থ হলেও বাড়ির লোকজনকে তা জানানো হয়নি।স্কুল থেকে ছুটির সময় নিয়ে আসতে গেলে তখন বাড়ির লোকেরা ঘটনাটি জানতে পারেন।Body:VConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.