ETV Bharat / state

স্পেশাল ট্রেনের যাত্রীদের জন্য অপর্যাপ্ত বাস, মানা হল না সামাজিক দূরত্ব - migrant workers

হাওড়া স্টেশনে নামার পর যাত্রীরা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য বাসে চড়েন । প্রত্যেক বাসে প্রথমের দিকে নিয়মমতো 20 জন করে যাত্রী উঠলেও বেলা বাড়লে ছবিটা বদলাতে থাকে ।

lack of bus for people transportation in howrah station
নেই পর্যাপ্ত বাস, বিশেষ ট্রেন থেকে নেমে মুষ্টিমেয় বাসেই আতঙ্কের যাত্রা
author img

By

Published : May 15, 2020, 12:23 AM IST

হাওড়া, 14 মে : দিল্লি থেকে হাওড়ায় পৌঁছাল স্পেশাল ট্রেন ৷ আজ দুপুর 12 টা নাগাদ ট্রেনটি এসে পৌঁছায় হাওড়া স্টেশনে । ওই ট্রেনে যাত্রী ছিল 979 জন । লকডাউনের জন্য গাড়ি চলাচল বন্ধ থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে ওই যাত্রীদের সুবিধার্থে বাসের বন্দোবস্ত করা হয় । সকাল থেকে স্টেশনের বাইরে কয়েকটি সরকারি বাস অপেক্ষা করতেও দেখা যায় । তবে বাস কম থাকায় মানা হল না সামাজিক দূরত্ব ৷

হাওড়া স্টেশনে নামার পর যাত্রীরা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য বাসে চড়ে বসেন । প্রত্যেক বাসে প্রথমের দিকে নিয়মমতো 20 জন করে যাত্রী বসলেও বেলা বাড়লে ছবিটা বদলাতে থাকে । 4টে নাগাদ স্টেশনের বাইরে দেখা যায় যাত্রীদের ভিড় । দীর্ঘক্ষণ বাস না পেয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পরিবার নিয়ে ক্লান্ত হয়ে পড়েন অনেকে । পানীয় জল অথবা খাবারের কোনও বন্দোবস্ত ছিল না । একটা বাস চ্যানেলে ঢুকলে হুড়মুড়িয়ে যাত্রীরা বাসে ওঠেন । সামাজিক দূরত্ব কার্যত শিকেয় তুলে কোনও বাসে 40 জন আবার কোনও বাসে 50 জনকে উঠতে দেখা যায় । অধিকাংশ যাত্রী মনে করছে এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাসের বন্দোবস্ত করেছে পরিবহন দপ্তর । তবে দপ্তর থেকে বাস দেরিতে আসায় সমস্যা তৈরি হয়েছে ।

হাওড়া, 14 মে : দিল্লি থেকে হাওড়ায় পৌঁছাল স্পেশাল ট্রেন ৷ আজ দুপুর 12 টা নাগাদ ট্রেনটি এসে পৌঁছায় হাওড়া স্টেশনে । ওই ট্রেনে যাত্রী ছিল 979 জন । লকডাউনের জন্য গাড়ি চলাচল বন্ধ থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে ওই যাত্রীদের সুবিধার্থে বাসের বন্দোবস্ত করা হয় । সকাল থেকে স্টেশনের বাইরে কয়েকটি সরকারি বাস অপেক্ষা করতেও দেখা যায় । তবে বাস কম থাকায় মানা হল না সামাজিক দূরত্ব ৷

হাওড়া স্টেশনে নামার পর যাত্রীরা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য বাসে চড়ে বসেন । প্রত্যেক বাসে প্রথমের দিকে নিয়মমতো 20 জন করে যাত্রী বসলেও বেলা বাড়লে ছবিটা বদলাতে থাকে । 4টে নাগাদ স্টেশনের বাইরে দেখা যায় যাত্রীদের ভিড় । দীর্ঘক্ষণ বাস না পেয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পরিবার নিয়ে ক্লান্ত হয়ে পড়েন অনেকে । পানীয় জল অথবা খাবারের কোনও বন্দোবস্ত ছিল না । একটা বাস চ্যানেলে ঢুকলে হুড়মুড়িয়ে যাত্রীরা বাসে ওঠেন । সামাজিক দূরত্ব কার্যত শিকেয় তুলে কোনও বাসে 40 জন আবার কোনও বাসে 50 জনকে উঠতে দেখা যায় । অধিকাংশ যাত্রী মনে করছে এতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাসের বন্দোবস্ত করেছে পরিবহন দপ্তর । তবে দপ্তর থেকে বাস দেরিতে আসায় সমস্যা তৈরি হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.