ব্রিজের চর্চা বাড়াতে নিজেই অ্যাকাডেমি খুলছেন সোনাজয়ী কাচ্চু - kacchu
নিজের উদ্যোগে অ্যাকাডেমি খুলতে চলেছেন এশিয়াডে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু।
হাওড়া, ৯ মার্চ : ভারতে চাইলেই উজ্জ্বল হতে পারে ব্রিজের ভবিষ্যৎ। তাই নিজের উদ্যোগেই অ্যাকাডেমি খুলতে চলেছেন এশিয়াডে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ দে সরকার ওরফে কাচ্চু।
ETV ভারতকে তিনি জানান, এখনও যেহেতু জায়গা পাওয়া যায়নি, সেহেতু নিজের বাড়িতেই সেই অ্যাকাডেমি খুলবেন তিনি। তাই বলা যায়, প্রথম ব্রিজ অ্যাকাডেমি হতে চলেছে হাওড়া শহরেই। সেখানে অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে উৎসাহিতদের। অ্যাকাডেমিতে প্রশিক্ষক হিসেবে কেবল কাচ্চুই নয়, থাকবেন বিদেশের ব্রিজ খেলোয়াড়রাও।
তিনি জানান, খুব তাড়াতাড়িই সব পরিকল্পনা মাফিক শুরু হবে ব্রিজ অ্যাকাডেমি। এই খেলার চর্চা বাড়াতে এবার বাংলাদেশে পাড়ি দিচ্ছেন কাচ্চু। সেখান থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের উদ্যোগে দু'দিনের সেমিনারে যোগ দেবেন তিনি ও অন্যতম সোনাজয়ী সহ-খেলোয়াড় প্রণব বর্ধণ। এবিষয়ে তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সিনিয়র ব্রিজ খেলোয়াড়রা এই সেমিনারে অংশ নেবে।
শুধু বাংলাদেশ নয়, ভারতেও ব্রিজের ভবিষ্যৎ উজ্জ্বল। ব্রিজের মতো ইভেন্ট থেকে ভারতের ঝুলিতে বেশ কয়েকটি পদক আসবে বলে আশা সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় কাচ্চুর।
Body:আজকের এই বৈঠকের পর ফিরহাদ হাকিম সিদ্ধান্ত নেন, কলকাতা পুরসভার টেন্ডার প্রসেস পুরোনো নিয়ম কানুনের বশবর্তী হয়ে থাকার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু বেসরকারি সংস্থা টেন্ডারে অংশ নিচ্ছে না। তাই এদিনের এই বৈঠকের মধ্যে দিয়ে টেন্ডার প্রক্রিয়াকে আরও সময় উপযোগী করে তোলার জন্য নির্দ্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেন্ডার প্রক্রিয়া রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ কাজের অনুপাতে দরের সামঞ্জস্য রয়েছে কিনা তা দেখবে নবগঠিত ওই উচ্চ পর্যায়ের কমিটি। কমিটিতে রাখা হয়েছে, ডিজি সিভিল, ডিজি রোড, এডিশনাল কমিশনার। মূলত কলকাতা পুরসভার টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে প্রত্যেক কন্ট্রাক্টারকে কারেন্ট সিডিউল অনুযায়ী কাজ করতে হবে।
Conclusion: