ETV Bharat / state

Intelligence Department Alerts: নবান্নে হতে পারে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, হাওড়া সিটি পুলিশকে সতর্ক করলেন গোয়েন্দারা - হাওড়া সিটি পুলিশকে সতর্ক গোয়েন্দাদের

কিছুদিন আগেই নবান্নে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রধান প্রশাসন ভবনের দরজায় প্রায় পৌঁছে গিয়েছিল আন্দোলনকারীরা । সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই কারণে হাওড়া সিটি পুলিশকে সতর্ক করল গোয়েন্দারা (Intelligence Department Alerted Howrah City Police) ৷

Intelligence Department Alerted
হাওড়া সিটি পুলিশকে সতর্ক গোয়েন্দাদের
author img

By

Published : Aug 1, 2022, 5:40 PM IST

হাওড়া, 1 অগস্ট: এই মুহূর্তে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ কর্মসূচি চলছে রানি রাসমণি রোডে । কিন্ত যেকোনও সময় তাঁরা পৌঁছে যেতে পারেন নবান্নের দরজায় । এই নিয়ে হাওড়া সিটি পুলিশকে গোয়েন্দারা (Intelligence Department Alerted Howrah City Police) সরকারের উপর চাপ তৈরি করতে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একটা অংশ পৌঁছে যেতে পারে নবান্নে ।

কিছুদিন আগেই নবান্নে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রধান প্রশাসন ভবনের দরজায় প্রায় পৌঁছে গিয়েছিল আন্দোলনকারীরা । এই ঘটনায় শেষ পর্যন্ত মুখ পুড়েছিল পুলিশ ও গোয়েন্দা বিভাগের । এবারও যাতে তেমন কোনও ঘটনা না ঘটে তাই আগেভাগে সতর্কতা গ্রহণ করল ।

আরও পড়ুন: বুধবার মমতার মন্ত্রিসভায় রদবদল, আসছে 5-6 নতুন মুখ

নিয়োগ দুর্নীতি মামলায় এমনিতেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সরকারের অস্বস্তির শেষ নেই । তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেও বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে । এই অবস্থায় চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে নতুন করে আর অস্বস্তির মুখে পড়তে চাইছে না রাজ্য সরকার । আর সে কারণেই নিশ্চিত নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে নবান্নকে । যদিও এক্ষেত্রে আন্দোলনকারীরা আসেও তাদের নবান্নের আগেই যাতে আটকে দেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে ।

হাওড়া, 1 অগস্ট: এই মুহূর্তে চাকরিপ্রার্থীদের প্রতিবাদ কর্মসূচি চলছে রানি রাসমণি রোডে । কিন্ত যেকোনও সময় তাঁরা পৌঁছে যেতে পারেন নবান্নের দরজায় । এই নিয়ে হাওড়া সিটি পুলিশকে গোয়েন্দারা (Intelligence Department Alerted Howrah City Police) সরকারের উপর চাপ তৈরি করতে আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একটা অংশ পৌঁছে যেতে পারে নবান্নে ।

কিছুদিন আগেই নবান্নে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রধান প্রশাসন ভবনের দরজায় প্রায় পৌঁছে গিয়েছিল আন্দোলনকারীরা । এই ঘটনায় শেষ পর্যন্ত মুখ পুড়েছিল পুলিশ ও গোয়েন্দা বিভাগের । এবারও যাতে তেমন কোনও ঘটনা না ঘটে তাই আগেভাগে সতর্কতা গ্রহণ করল ।

আরও পড়ুন: বুধবার মমতার মন্ত্রিসভায় রদবদল, আসছে 5-6 নতুন মুখ

নিয়োগ দুর্নীতি মামলায় এমনিতেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সরকারের অস্বস্তির শেষ নেই । তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেও বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে । এই অবস্থায় চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে নতুন করে আর অস্বস্তির মুখে পড়তে চাইছে না রাজ্য সরকার । আর সে কারণেই নিশ্চিত নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে নবান্নকে । যদিও এক্ষেত্রে আন্দোলনকারীরা আসেও তাদের নবান্নের আগেই যাতে আটকে দেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.