ETV Bharat / state

চালকদের কষ্ট লাঘবে বাতানুকূল করা হচ্ছে কেবিন, সিদ্ধান্ত রেলের - হাওড়া

প্রচন্ড গরমেও বাতানুকূল কেবিনের সুবিধা পাননি ট্রেন চালক তথা লোকো পাইলটরা ৷ ইঞ্জিনের গরমের জেরে বাইরের তাপমাত্রার থেকেও পাইলটদের কেবিনের তাপমাত্রা অনেক বেড়ে যায় ৷ শরীরে জলের ঘাটতি তৈরি হয় ৷ তাই বাতানুকূল করা হচ্ছে দূরপাল্লা ট্রেনের পাইলটদের কেবিন ।

ভারতীয় রেল
author img

By

Published : Sep 1, 2019, 2:57 PM IST

হাওড়া, 1 সেপ্টেম্বর : বাতানুকূল কামরায় যাতায়াত করেন যাত্রীরা ৷ কিন্তু ট্রেন চালকরা সেই সুবিধা পান না ৷ প্রচন্ড গরমেও তাঁদের জন্য বরাদ্দ ছিল সাধারণ কামরা । কিন্তু ট্রেন চালিয়ে নিয়ে যান তাঁরাই ৷ বাইরের তাপমাত্রার চেয়েও পাইলটের কেবিনের তাপমাত্রা থাকে আরও বেশি । এতে তাঁদের শরীরের উপর ধকল পড়ে । বিষয়টি মাথায় রেখে বাতানুকূল করা হচ্ছে দূরপাল্লা ট্রেনের সমস্ত লোকো পাইলটের কেবিন ৷


ইতিমধ্যে হাওড়া ডিভিশন সহ আরও কয়েকটি ডিভিশনের কিছু দূরপাল্লা ট্রেনের পাইলটদের কেবিন ইতিমধ্যেই বাতালুকূল করা হয়েছে ৷ বাতানুকূল করা হয়েছে কয়েকটি নতুন লোকাল ট্রেনের লোকো পাইলটের কেবিনও ৷ তবে সেগুলি সংখ্যায় কম ৷ নতুন লোকোমোটিভ ইঞ্জিনগুলির পাইলটদের কামরা বাতানুকূলই তৈরি হচ্ছে ৷ পুরানো ইঞ্জিনগুলির মধ্যে যেগুলি আরো বেশিদিন চলবে হবে সেগুলিও বাতানুকূল করা হবে, জানিয়েছে রেল কতৃপক্ষ ।

রেল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি চালকরা । তাঁরা জানান, শীতকাল ছাড়া অন্য সময়ে ট্রেন চালাতে সমস্যা হয় । ইঞ্জিনের গরমে বাইরের তাপমাত্রার থেকেও কেবিনের তাপমাত্রা অনেক বেড়ে যায় ৷ শরীরে জলের ঘাটতি হয় ৷ ক্লান্তি আসে ৷ দুর্ঘটনা ঘটতে পারে এভাবেই৷ হাওড়ার DRM ইশাক খান জানান, চালকদের অসুবিধার কথা আগেই ভাবা হয়েছিল ৷ লোকো পাইলটের কেবিন বাতানুকূল করার পরিকল্পনা হয়েছিল । এখন বাস্তবায়িত হচ্ছে । হাওড়া ডিভিশনে 54 টি লোকো ইঞ্জিনের মধ্যে 16 টি বাতানুকূল করা হয়েছে । বাকি 30 টির 'ওয়ার্ক অর্ডার' হয়ে গিয়েছে । DRM আরও জানান, ড্রাইভার কেবিন বাতানুকূল হলে চালকরা আরাম পাবেন এবং দুর্ঘটনাও কমবে ।

হাওড়া, 1 সেপ্টেম্বর : বাতানুকূল কামরায় যাতায়াত করেন যাত্রীরা ৷ কিন্তু ট্রেন চালকরা সেই সুবিধা পান না ৷ প্রচন্ড গরমেও তাঁদের জন্য বরাদ্দ ছিল সাধারণ কামরা । কিন্তু ট্রেন চালিয়ে নিয়ে যান তাঁরাই ৷ বাইরের তাপমাত্রার চেয়েও পাইলটের কেবিনের তাপমাত্রা থাকে আরও বেশি । এতে তাঁদের শরীরের উপর ধকল পড়ে । বিষয়টি মাথায় রেখে বাতানুকূল করা হচ্ছে দূরপাল্লা ট্রেনের সমস্ত লোকো পাইলটের কেবিন ৷


ইতিমধ্যে হাওড়া ডিভিশন সহ আরও কয়েকটি ডিভিশনের কিছু দূরপাল্লা ট্রেনের পাইলটদের কেবিন ইতিমধ্যেই বাতালুকূল করা হয়েছে ৷ বাতানুকূল করা হয়েছে কয়েকটি নতুন লোকাল ট্রেনের লোকো পাইলটের কেবিনও ৷ তবে সেগুলি সংখ্যায় কম ৷ নতুন লোকোমোটিভ ইঞ্জিনগুলির পাইলটদের কামরা বাতানুকূলই তৈরি হচ্ছে ৷ পুরানো ইঞ্জিনগুলির মধ্যে যেগুলি আরো বেশিদিন চলবে হবে সেগুলিও বাতানুকূল করা হবে, জানিয়েছে রেল কতৃপক্ষ ।

রেল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি চালকরা । তাঁরা জানান, শীতকাল ছাড়া অন্য সময়ে ট্রেন চালাতে সমস্যা হয় । ইঞ্জিনের গরমে বাইরের তাপমাত্রার থেকেও কেবিনের তাপমাত্রা অনেক বেড়ে যায় ৷ শরীরে জলের ঘাটতি হয় ৷ ক্লান্তি আসে ৷ দুর্ঘটনা ঘটতে পারে এভাবেই৷ হাওড়ার DRM ইশাক খান জানান, চালকদের অসুবিধার কথা আগেই ভাবা হয়েছিল ৷ লোকো পাইলটের কেবিন বাতানুকূল করার পরিকল্পনা হয়েছিল । এখন বাস্তবায়িত হচ্ছে । হাওড়া ডিভিশনে 54 টি লোকো ইঞ্জিনের মধ্যে 16 টি বাতানুকূল করা হয়েছে । বাকি 30 টির 'ওয়ার্ক অর্ডার' হয়ে গিয়েছে । DRM আরও জানান, ড্রাইভার কেবিন বাতানুকূল হলে চালকরা আরাম পাবেন এবং দুর্ঘটনাও কমবে ।

Intro:প্রচন্ড গরমে বাতানুকূল কামরায় চড়ে আরামের সাথে যাত্রীরা যখন গন্তব্যে যান তখন তারা জানতেও পারেন না যে হাঁসফাঁস গরমের মধ্যে কত কষ্টে ট্রেন চালিয়ে নিয়ে যাচ্ছেন চালকরা। বাইরের তাপমাত্রার থেকেও ড্রাইভার কেবিনের তাপমাত্রা আরো বেশি থাকে। ফলে শরীরের এনার্জি কমে যায় চালকদের। এই সমস্যা থেকে রেহাই দিতে সমস্ত ড্রাইভার কেবিন বাতানুকূল করা হচ্ছে। ইতিমধ্যে হাওড়া ডিভিশন সহ অন্যান্য বিভিন্ন ডিভিশনে কিছু দূরপাল্লার ও লোকাল ট্রেনের ড্রাইভার কেবিন ইতিমধ্যেই এয়ারকন্ডিশন করা হয়ে গিয়েছে।ধীরে ধীরে অন্যান্য ট্রেনগুলোতেও এই পরিষেবা চালু হবে। নতুন যত ইঞ্জিন তৈরি হচ্ছে সেগুলো বাতানুকূল হয়েই আসছে। পুরানো ইঞ্জিনগুলোর মধ্যে যেগুলো আরো বেশিদিন চালানো হবে সেগুলোও বাতানুকূল করা হবে। রেল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশী চালকরা। তারা জানান,শীতকাল ছাড়া অন্য সময়ে ট্রেন চালানো দুর্বিসহ হয়ে পড়ে।বাইরের তাপমাত্রার থেকেও ড্রাইভার কেবিনে তাপমাত্রা আরও বেড়ে যায় ইঞ্জিনের গরমে। ফলে শরীরে ডিহাইড্রেশন হয়। ক্লান্তি আসে। Body:ফলে দুর্ঘটনা ঘটতে পারে। হাওড়া ডি আর এম ইশাক খান জানান,চালকদের অসুবিধার কথা ভেবে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল ড্রাইভার কেবিন বাতানুকূল করার। এটা বাস্তবায়িত হচ্ছে। হাওড়া ডিভিশনে ৫৪ টি লোকো ইঞ্জিনের মধ্য ১৬ টি বাতানুকুল করা হয়েছে।বাকি ৩০ টি ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। ডি আর এম আরো জানান,ড্রাইভার কেবিন এ সি হলে চালকরা আরাম পাবেন আর দুর্ঘটনাও কমবে।Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.