ETV Bharat / state

Howrah TMC Inner Conflict: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হাওড়া স্টেশন সংলগ্ন শৌচালয়ে তালা, অভিযোগ বিজেপির - প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী সাহানী

হাওড়া উত্তরের তৃণমূল গৌতম চৌধুরীর বিরুদ্ধে তোলা আদায়ের অভিযোগ করেছেন দলের প্রাক্তন কাউন্সিলর লক্ষ্মী সাহানী ৷

ETV Bharat
বন্ধ শৌচালয়
author img

By

Published : May 28, 2023, 10:24 PM IST

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হাওড়ায়

হাওড়া, 28 মে: বিতর্ক ও গোষ্ঠীদ্বন্দ্ব যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না শাসকদলের । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতই দলের শৃঙ্খলা ও ঐক্যর পক্ষে সওয়াল করুন, ততই যেন বিভিন্ন জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে ৷ নিচুতলার কর্মী-সমর্থক থেকে দলের নেতৃত্বের গোষ্ঠীকোন্দলে জেরবার অবস্থা হাওড়া তৃণমূল কংগ্রেসের । শিবপুর বিধানসভা এলাকাতে গোষ্ঠীকোন্দল নয়া মাত্রা পেয়েছে ৷ বিধায়কের বিরুদ্ধে শৌচালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শৌচালয়ও বন্ধ হয়ে যাচ্ছে বলে বিজেপির অভিযোগ ৷

হাওড়ার এক দলীয় বিধায়ককে 'গুন্ডা' বলে কটাক্ষ করেছেন হাওড়া পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি লক্ষ্মী সাহানী । রবিবার তিনি জানিয়েছেন, একটা স্বপ্ন নিয়ে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে গৌতম চৌধুরীকে জিতিয়ে এনেছিলেন । এখন অনুভব করছেন সেটা ভুল করে ফেলেছেন । অভিযোগ, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা দখল করতে চাওয়াই ওই বিধায়কের মূল উদেশ্য । আর যেহেতু লক্ষ্মী সাহানী ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ছিলেন তাই তাঁকে অপমানিত হতে হচ্ছে । দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি ইতিমধ্যেই পৌরনিগম-সহ দলের নেতৃত্বকে জানিয়েছেন ৷

লক্ষ্মী সাহানীর দাবি, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতে অনেক অর্থের প্রলোভন থাকা সত্ত্বেও তিনি সেই প্রলোভনে পা দেননি । তবে বর্তমান বিধায়ক দুর্নীতি ও তোলাবাজির রাস্তাতেই হাঁটছেন । আর প্রাক্তন পৌর প্রতিনিধি হিসাবে তাঁর পথের বাধা হওয়ার জন্য উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী শনিবার ফোন করে তাঁকে অপমান করেছেন । তাঁর আরও দাবি, হাওড়া বাসস্ট্যান্ড ও দীঘা বাসস্ট্যান্ড সর্বদা কর্মব্যস্ত একটি জায়গা । এই জায়গায় প্রত্যেকদিন লক্ষাধিক মানুষের আসা যাওয়া রয়েছে । আর এই কর্মব্যস্ত এলাকার সবক'টি শৌচালয় চার দিন ধরে বন্ধ হয়ে রয়েছে । বিধায়কই তা বন্ধ করে রেখেছেন ৷

যদিও বিষয়টি নিয়ে বিধায়ক গৌতম চৌধুরী প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি । তাঁর দাবি, বিষয়টি নিয়ে তাঁর কাছে দলের তরফে কিছু জানতে চাওয়া হয়নি ৷ দল জানতে চাইলে তিনি দলকে সব জানাবেন । এদিকে, হাওড়া স্টেশন সংলগ্ন শৌচালয়গুলি বন্ধ থাকার জন্য পাশের নিকাশি নালাতেই বাধ্য হয়ে শৌচকর্ম করছেন পুরুষ পথচারীরা । যদিও শৌচালয়গুলি বন্ধ থাকার দরুণ সবচেয়ে সমস্যায় পড়েছেন মহিলারা । হাওড়া স্টেশনে আসা যাত্রীরা এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন ৷ শৌচালয়গুলি খুলে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা ৷

আরও পড়ুন: আবর্জনার ভ্যাট সরিয়ে পার্ক তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নারকেলডাঙায়

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে একহাত নিয়েছেন, বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । তাঁর অভিযোগ, এই শৌচালয়গুলি থেকে যে পয়সা ওঠে তার ভাগ কে নেবে তাই নিয়েই কলহ বেঁধেছে শাসক দলের মধ্যে । তিনি সরাসরি উত্তর হাওড়ার তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এখান থেকে কোনও পয়সা বিধায়কের কাছে পৌঁছচ্ছিল না । তাই বিধায়ক শৌচালয় বন্ধ করিয়ে দিয়েছেন । তাঁর কথায়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য শৌচালয়ও বন্ধ হয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন: অভিষেক ফিরে যেতেই গোষ্ঠীকোন্দলে মার খেলেন তৃণমূলের ব্লক সভাপতি

তবে এই ঘটনা প্রসঙ্গে হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, সুলভ শৌচালয়গুলি বন্ধ থাকার বিষয়টি তাঁর কানে এসেছে । একটি চালু করে দেওয়া হয়েছে । বাকিগুলিও দ্রুত চালু করে দেওয়া হবে । যদিও বিধায়কের হস্তক্ষেপের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানান, পৌরনিগমের পরিচালনাধীন সম্পত্তি পৌরনিগমই দেখাশোনা করবে । কোনও সমস্যা হয়ে থাকলে তা বিধায়কের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া হবে ৷

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হাওড়ায়

হাওড়া, 28 মে: বিতর্ক ও গোষ্ঠীদ্বন্দ্ব যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না শাসকদলের । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতই দলের শৃঙ্খলা ও ঐক্যর পক্ষে সওয়াল করুন, ততই যেন বিভিন্ন জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে ৷ নিচুতলার কর্মী-সমর্থক থেকে দলের নেতৃত্বের গোষ্ঠীকোন্দলে জেরবার অবস্থা হাওড়া তৃণমূল কংগ্রেসের । শিবপুর বিধানসভা এলাকাতে গোষ্ঠীকোন্দল নয়া মাত্রা পেয়েছে ৷ বিধায়কের বিরুদ্ধে শৌচালয় বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শৌচালয়ও বন্ধ হয়ে যাচ্ছে বলে বিজেপির অভিযোগ ৷

হাওড়ার এক দলীয় বিধায়ককে 'গুন্ডা' বলে কটাক্ষ করেছেন হাওড়া পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি লক্ষ্মী সাহানী । রবিবার তিনি জানিয়েছেন, একটা স্বপ্ন নিয়ে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র থেকে গৌতম চৌধুরীকে জিতিয়ে এনেছিলেন । এখন অনুভব করছেন সেটা ভুল করে ফেলেছেন । অভিযোগ, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা দখল করতে চাওয়াই ওই বিধায়কের মূল উদেশ্য । আর যেহেতু লক্ষ্মী সাহানী ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ছিলেন তাই তাঁকে অপমানিত হতে হচ্ছে । দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি ইতিমধ্যেই পৌরনিগম-সহ দলের নেতৃত্বকে জানিয়েছেন ৷

লক্ষ্মী সাহানীর দাবি, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকাতে অনেক অর্থের প্রলোভন থাকা সত্ত্বেও তিনি সেই প্রলোভনে পা দেননি । তবে বর্তমান বিধায়ক দুর্নীতি ও তোলাবাজির রাস্তাতেই হাঁটছেন । আর প্রাক্তন পৌর প্রতিনিধি হিসাবে তাঁর পথের বাধা হওয়ার জন্য উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী শনিবার ফোন করে তাঁকে অপমান করেছেন । তাঁর আরও দাবি, হাওড়া বাসস্ট্যান্ড ও দীঘা বাসস্ট্যান্ড সর্বদা কর্মব্যস্ত একটি জায়গা । এই জায়গায় প্রত্যেকদিন লক্ষাধিক মানুষের আসা যাওয়া রয়েছে । আর এই কর্মব্যস্ত এলাকার সবক'টি শৌচালয় চার দিন ধরে বন্ধ হয়ে রয়েছে । বিধায়কই তা বন্ধ করে রেখেছেন ৷

যদিও বিষয়টি নিয়ে বিধায়ক গৌতম চৌধুরী প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি । তাঁর দাবি, বিষয়টি নিয়ে তাঁর কাছে দলের তরফে কিছু জানতে চাওয়া হয়নি ৷ দল জানতে চাইলে তিনি দলকে সব জানাবেন । এদিকে, হাওড়া স্টেশন সংলগ্ন শৌচালয়গুলি বন্ধ থাকার জন্য পাশের নিকাশি নালাতেই বাধ্য হয়ে শৌচকর্ম করছেন পুরুষ পথচারীরা । যদিও শৌচালয়গুলি বন্ধ থাকার দরুণ সবচেয়ে সমস্যায় পড়েছেন মহিলারা । হাওড়া স্টেশনে আসা যাত্রীরা এই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন ৷ শৌচালয়গুলি খুলে দেওয়ার দাবি তুলেছেন তাঁরা ৷

আরও পড়ুন: আবর্জনার ভ্যাট সরিয়ে পার্ক তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নারকেলডাঙায়

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে একহাত নিয়েছেন, বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । তাঁর অভিযোগ, এই শৌচালয়গুলি থেকে যে পয়সা ওঠে তার ভাগ কে নেবে তাই নিয়েই কলহ বেঁধেছে শাসক দলের মধ্যে । তিনি সরাসরি উত্তর হাওড়ার তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এখান থেকে কোনও পয়সা বিধায়কের কাছে পৌঁছচ্ছিল না । তাই বিধায়ক শৌচালয় বন্ধ করিয়ে দিয়েছেন । তাঁর কথায়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য শৌচালয়ও বন্ধ হয়ে যাচ্ছে ৷

আরও পড়ুন: অভিষেক ফিরে যেতেই গোষ্ঠীকোন্দলে মার খেলেন তৃণমূলের ব্লক সভাপতি

তবে এই ঘটনা প্রসঙ্গে হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, সুলভ শৌচালয়গুলি বন্ধ থাকার বিষয়টি তাঁর কানে এসেছে । একটি চালু করে দেওয়া হয়েছে । বাকিগুলিও দ্রুত চালু করে দেওয়া হবে । যদিও বিধায়কের হস্তক্ষেপের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানান, পৌরনিগমের পরিচালনাধীন সম্পত্তি পৌরনিগমই দেখাশোনা করবে । কোনও সমস্যা হয়ে থাকলে তা বিধায়কের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.