হাওড়া, 4 সেপ্টেম্বর : ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা । আইন কানুনের অবস্থা আরও খারাপ । তাই রাজ্যের হাল ফেরাতে এবং সর্বোপরি রাজ্যকে বিপদের হাত থেকে বাঁচাতে 356 ধারা প্রয়োগ করা প্রয়োজন । যদিও BJP-র তরফে, দলগতভাবে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । আজ হাওড়া শহরে গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও কর্মসূচিতে এসে এমন মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
কয়েকদিন আগে BJP-র সাংসদ সৌমিত্র খাঁ এখানেই এসে মন্তব্য করেছিলেন, "নভেম্বর মাসে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে রাজ্যে ।" এরপরই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়। সৌমিত্র খাঁ-র সেই মন্তব্যের প্রেক্ষিতে BJP-র রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই ধরনের মন্তব্য দলের সিদ্ধান্ত থেকে নয়। তবে বর্তমানে রাজ্যব্যাপী যা পরিস্থিতি তার ভিত্তিতে 356 ধারা প্রয়োগ প্রয়োজন ।"
আজ হাওড়া বঙ্কিম সেতুর নিচে গণতন্ত্র বাঁচাও সভা করে BJP। উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, রাজ্য BJP-র সম্পাদক সঞ্জয় সিং ও BJP-র হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা । সভা শেষে দিলীপবাবু বলেন, "BJP বদল তো আনবেই, পাশাপাশি বদলাও নেবে । তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে । রাজ্যে 356 ধারা জারি হওয়া দরকার । কারণ, আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে । BJP কর্মীদের ঘরছাড়া করা হচ্ছে, মারধর করা হচ্ছে । পুলিশকে দিয়ে এইসব কাজ করানো হচ্ছে । পুলিশের উচিত, সংবিধান মেনে কাজ করা ।
একই সঙ্গে হাওড়ার গণতন্ত্র বাঁচাও, বাংলা বাঁচাও কর্মসূচিতে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের বাইরে বিক্ষোভ দেখায় BJP। কর্মসূচির নেতৃত্বে ছিলেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার।