ETV Bharat / state

IB Worker Body Recovered: ইন্টেলিজেন্স ব্যুরো কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য হাওড়ায় - howrah news

এক আইবি কর্মীর দেহ উদ্ধার হল হাওড়ার জগাছা থানা এলাকায়(IB Worker Body Recovered)৷ তবে এটি খুন নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় ৷

Etv Bharat
ইন্টেলিজেন্স ব্যুরো কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Sep 23, 2022, 11:26 AM IST

হাওড়া, 23 সেপ্টেম্বর: রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো দফতরে কাজ কর্মরত এক আধিকারিকে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল হাওড়ায়(IB Worker Hanging Body Recovered in Howrah)৷ মৃতের নাম অনুপ চৌধুরী ৷

হাওড়ার জগাছা থানার অন্তর্গত প্রেস কোয়ার্টার এলাকায় থাকতেন তিনি ৷ এদিন সকালে তাঁকে বাড়ির সামনে একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা ৷ দক্ষিণ কলকাতায় আইবি দফতরে পোস্টিং ছিল তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে জগাছা থানার পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়(Howrah News)।

সেই রিপোর্ট এলে ঘটনার কারণ ও গতিপ্রকৃতি বিস্তারিতভাবে জানা যাবে বলেই আশা করছেন তদন্তকারী আধিকারিকরা । তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে এখনও ধন্দে রয়েছে জগাছা থানার আধিকারিকরা । এই ঘটনায় বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জগাছা থানা সূত্রে খবর ।

মৃতের ছোটবেলার বন্ধু সোমনাথ বিশ্বাস জানান, তিনি ভাবতেই পারছেন না অনুপের মতো এতো হাসিখুশি একজন মানুষ এভাবে চলে যেতে পারেন । ছোটবেলা থেকে তাঁকে দেখেছেন । দারুণ মনের মানুষ ছিলেন তিনি । একমাত্র মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্তেই ছিলেন । স্ত্রী-র সঙ্গে বাড়িতেই থাকতেন ৷ আরও পড়ুন : স্কুলের ভিতরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

হাওড়া, 23 সেপ্টেম্বর: রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো দফতরে কাজ কর্মরত এক আধিকারিকে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল হাওড়ায়(IB Worker Hanging Body Recovered in Howrah)৷ মৃতের নাম অনুপ চৌধুরী ৷

হাওড়ার জগাছা থানার অন্তর্গত প্রেস কোয়ার্টার এলাকায় থাকতেন তিনি ৷ এদিন সকালে তাঁকে বাড়ির সামনে একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা ৷ দক্ষিণ কলকাতায় আইবি দফতরে পোস্টিং ছিল তাঁর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে জগাছা থানার পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়(Howrah News)।

সেই রিপোর্ট এলে ঘটনার কারণ ও গতিপ্রকৃতি বিস্তারিতভাবে জানা যাবে বলেই আশা করছেন তদন্তকারী আধিকারিকরা । তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়ে এখনও ধন্দে রয়েছে জগাছা থানার আধিকারিকরা । এই ঘটনায় বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জগাছা থানা সূত্রে খবর ।

মৃতের ছোটবেলার বন্ধু সোমনাথ বিশ্বাস জানান, তিনি ভাবতেই পারছেন না অনুপের মতো এতো হাসিখুশি একজন মানুষ এভাবে চলে যেতে পারেন । ছোটবেলা থেকে তাঁকে দেখেছেন । দারুণ মনের মানুষ ছিলেন তিনি । একমাত্র মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্তেই ছিলেন । স্ত্রী-র সঙ্গে বাড়িতেই থাকতেন ৷ আরও পড়ুন : স্কুলের ভিতরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.