ETV Bharat / state

দলের সিদ্ধান্তে আমি খুশি : অরূপ রায়

author img

By

Published : Jul 25, 2020, 1:16 AM IST

তৃণমূলের হাওড়া জেলার সভাপতির দায়িত্ব পেলেন লক্ষ্মীরতন শুক্লা ৷ এর আগে জেলা সভাপতি পদে ছিলেন অরূপ রায় ৷ এই রদবদল হওয়াতে যে তাঁর কোনও দু:খ নেই সেই বিষয়ে পরিষ্কার জানিয়েছেন তিনি ৷

ছবি
ছবি

হাওড়া, 24 জুলাই : আগামী বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা কমিটিতে ৷ সেখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন লক্ষ্মীরতন শুক্লা ৷ এর আগে জেলা সভাপতি পদে আসীন ছিলেন অরূপ রায় ৷

অরূপ রায়ের বক্তব্য

লক্ষ্মীরতন শুক্লার হাতে হাওড়া জেলার তৃণমূলের ব্যাটন তুলে দেওয়ার পর তিনি বলেন, " দল যেটা সিধান্ত নিয়েছে ভেবে চিন্তে নিয়েছে ৷ তাই দল যেটা করেছে ভালো করেছে ৷ আমাকে সভাপতি পদ থেকে সরিয়ে বর্তমানে চেয়ারম্যান করা হয়েছে ৷ একজন নতুন ছেলে এই দায়িত্ব নিয়েছে এটা ভালো হয়েছে ৷" তিনি আরও বলেন, " এক লোক চিরকাল একইপদে থাকে না ৷ দলের সংগঠনের পরিবর্তন হয় ৷ এর আগেও আমাকে 99 সালে জেলা সভাপতির পদ ছাড়তে হয়েছিল । 2009 সালেও একই ঘটনা ঘটেছিল । পরে জেলা সভাপতির পদে আমি এসেছি । আর তাছাড়া সংগঠনের কেউ একই ভাবে দীর্ঘদিন থাকতে পারেনা । সেই কারণে দলের সিধান্তে আমি খুশি ৷"

অন্যদিকে, হাওড়ার মতো একটি গুরুত্বপূর্ণ জেলার সভাপতির দায়িত্ব পেয়ে আপ্লুত প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । তিনি জানান, " আমি আমার দল এবং দলীয় কর্মীদের কাছে কৃতজ্ঞ । তবে আগামী দিনে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই । আমার মাথার ওপর অরূপ স্যার রাজিব স্যার দু'জনই রয়েছেন । জেলার এই দু'জন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেই আমি দল পরিচালনার কাজ করব । সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার চেষ্টা করব ।"

হাওড়া, 24 জুলাই : আগামী বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদল তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা কমিটিতে ৷ সেখানকার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন লক্ষ্মীরতন শুক্লা ৷ এর আগে জেলা সভাপতি পদে আসীন ছিলেন অরূপ রায় ৷

অরূপ রায়ের বক্তব্য

লক্ষ্মীরতন শুক্লার হাতে হাওড়া জেলার তৃণমূলের ব্যাটন তুলে দেওয়ার পর তিনি বলেন, " দল যেটা সিধান্ত নিয়েছে ভেবে চিন্তে নিয়েছে ৷ তাই দল যেটা করেছে ভালো করেছে ৷ আমাকে সভাপতি পদ থেকে সরিয়ে বর্তমানে চেয়ারম্যান করা হয়েছে ৷ একজন নতুন ছেলে এই দায়িত্ব নিয়েছে এটা ভালো হয়েছে ৷" তিনি আরও বলেন, " এক লোক চিরকাল একইপদে থাকে না ৷ দলের সংগঠনের পরিবর্তন হয় ৷ এর আগেও আমাকে 99 সালে জেলা সভাপতির পদ ছাড়তে হয়েছিল । 2009 সালেও একই ঘটনা ঘটেছিল । পরে জেলা সভাপতির পদে আমি এসেছি । আর তাছাড়া সংগঠনের কেউ একই ভাবে দীর্ঘদিন থাকতে পারেনা । সেই কারণে দলের সিধান্তে আমি খুশি ৷"

অন্যদিকে, হাওড়ার মতো একটি গুরুত্বপূর্ণ জেলার সভাপতির দায়িত্ব পেয়ে আপ্লুত প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা । তিনি জানান, " আমি আমার দল এবং দলীয় কর্মীদের কাছে কৃতজ্ঞ । তবে আগামী দিনে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই । আমার মাথার ওপর অরূপ স্যার রাজিব স্যার দু'জনই রয়েছেন । জেলার এই দু'জন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেই আমি দল পরিচালনার কাজ করব । সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার চেষ্টা করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.