হাওড়া, 23 এপ্রিল: হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা 100 ছাড়াল । আজ সকাল 11টার হিসাব অনুযায়ী, এই জেলা থেকে মোট আক্রান্ত হয়েছেন 102 জন । ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 11 জন । মৃত্যু হয়েছে আটজনের । এমনটাই জানা গেল হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাসের কাছ থেকে।
ইতিমধ্যে রাজ্যের সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে হাওড়াকে । কেন্দ্রীয় সরকারের তরফে হাওড়াকে হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে । রাজ্য সরকারের তরফে হাওড়ার একাধিক জায়গাকে রেড জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী হাওড়াকে অরেঞ্জ জ়োনে নিয়ে আসার জন্য প্রশাসনিক পর্যায়ে সময়সীমা বেঁধে দিয়েছেন । তারপরেই গোটা হাওড়াজুড়ে বেড়েছে প্রশাসনিক কড়াকড়ি । রেড জ়োন হিসেবে চিহ্নিত হওয়ায় এলাকার সমস্ত ব্যাঙ্ক, অন্যান্য সরকারি অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে । শুধু তাই নয়, বেলা 12টার পর থেকে সব দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা শাসকের তরফে । শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে ওষুধের দোকানগুলিকে ।