ETV Bharat / state

হাওড়া পৌরনিগম নির্বাচনে প্রকাশিত সংরক্ষণ তালিকা - হাওড়া

হাওড়া পৌরনিগমের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই । ভোটের দাবিতে একাধিকবার আন্দোলনও হয়েছিল । রাজ্য নির্বাচন কমিশন তরফে চিঠি দেওয়া হয়েছিল । কিন্তু উত্তর আসেনি । অবশেষে নির্বাচনের ইঙ্গিত পাওয়া গেল ।

image
হাওড়া পৌরনিগম
author img

By

Published : Dec 22, 2019, 8:18 PM IST

হাওড়া, 22 ডিসেম্বর : এক বছরেরও বেশি সময় আগে শেষ হয়ে যায় হাওড়া পৌরনিগমের মেয়াদ । অভিযোগ জোড়াতাপ্পি দিয়ে চলছিল হাওড়া পৌরনিগমের দৈনন্দিন কাজকর্ম । পৌরনিগমের ভোটের দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছিল । এ বিষয়ে চিঠিও দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু উত্তর আসেনি । অবশেষে কাটল অচলাবস্থা । নির্বাচনের ইঙ্গিত পাওয়া গেল । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত হয়েছে সংরক্ষণ তালিকা ।

2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পরেই বিভিন্ন পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ একে একে শেষ হতে শুরু করে । এরপরেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয় প্রশাসনের কাছে । জানানো হয়,প্রায় 5টি চিঠি দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরে । যদিও তার সদুত্তর পাওয়া যায়নি । অবশেষে বহু চেষ্টার পর গত জুন মাসে বুনিয়াদপুর পৌরসভার ডিলিমিটেশনের কাজে হাত দিতে পারে কমিশন । কিন্তু হাওড়ার ব্যাপারে কোনও নজর দেওয়া হচ্ছিল না । অবশেষে শুক্রবার হাওড়া জেলাশাসক সর্বদলীয় বৈঠক ডাকেন । সেখানে পৌরনিগমের নির্বাচনের বিষয়ে ইঙ্গিতও দেন তিনি । সেই বৈঠকেই কমিশনের দেওয়া সংরক্ষণ তালিকার নোটিশ বিতরণ করা হয় সবকটি রাজনৈতিক দলের কাছে । সেখানে 22 টি ওয়ার্ডের সংরক্ষণের কথা বলা হয়েছে বলে সূত্রের খবর ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সংরক্ষণ তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলির বক্তব্য জানতে চাওয়া হয়েছে । আপত্তি এবং সমর্থনের বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামত পাওয়ার পর আগামী 8 জানুয়ারি পেশ করা হবে চূড়ান্ত তালিকা । তখন থেকে 10 সপ্তাহ পর নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন । সে ক্ষেত্রে মার্চ কিংবা এপ্রিলে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল ।

হাওড়া, 22 ডিসেম্বর : এক বছরেরও বেশি সময় আগে শেষ হয়ে যায় হাওড়া পৌরনিগমের মেয়াদ । অভিযোগ জোড়াতাপ্পি দিয়ে চলছিল হাওড়া পৌরনিগমের দৈনন্দিন কাজকর্ম । পৌরনিগমের ভোটের দাবিতে একাধিকবার আন্দোলন হয়েছিল । এ বিষয়ে চিঠিও দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু উত্তর আসেনি । অবশেষে কাটল অচলাবস্থা । নির্বাচনের ইঙ্গিত পাওয়া গেল । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, চূড়ান্ত হয়েছে সংরক্ষণ তালিকা ।

2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পরেই বিভিন্ন পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ একে একে শেষ হতে শুরু করে । এরপরেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয় প্রশাসনের কাছে । জানানো হয়,প্রায় 5টি চিঠি দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরে । যদিও তার সদুত্তর পাওয়া যায়নি । অবশেষে বহু চেষ্টার পর গত জুন মাসে বুনিয়াদপুর পৌরসভার ডিলিমিটেশনের কাজে হাত দিতে পারে কমিশন । কিন্তু হাওড়ার ব্যাপারে কোনও নজর দেওয়া হচ্ছিল না । অবশেষে শুক্রবার হাওড়া জেলাশাসক সর্বদলীয় বৈঠক ডাকেন । সেখানে পৌরনিগমের নির্বাচনের বিষয়ে ইঙ্গিতও দেন তিনি । সেই বৈঠকেই কমিশনের দেওয়া সংরক্ষণ তালিকার নোটিশ বিতরণ করা হয় সবকটি রাজনৈতিক দলের কাছে । সেখানে 22 টি ওয়ার্ডের সংরক্ষণের কথা বলা হয়েছে বলে সূত্রের খবর ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সংরক্ষণ তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলির বক্তব্য জানতে চাওয়া হয়েছে । আপত্তি এবং সমর্থনের বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামত পাওয়ার পর আগামী 8 জানুয়ারি পেশ করা হবে চূড়ান্ত তালিকা । তখন থেকে 10 সপ্তাহ পর নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন । সে ক্ষেত্রে মার্চ কিংবা এপ্রিলে নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল ।

Intro:কলকাতা, 22 ডিসেম্বর: 2018 সালের 10 ডিসেম্বর। অর্থাৎ এক বছরেরও বেশি সময় আগে শেষ হয়ে যায় হাওড়া পৌর নিগমের মেয়াদ। তখন বসানো হয় প্রশাসক। অভিযোগ জোড়াতাপ্পি দিয়ে চলছিল হাওড়া পৌর নিগমের দৈনন্দিন কাজকর্ম। পৌরনিগমের ভোটের দাবিতে হয়েছে একাধিক আন্দোলন। নির্বাচনের বিষয়ে চিঠি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু উত্তর আসেনি। অবশেষে কাটল অচলাবস্থা। নির্বাচনের ইঙ্গিত পাওয়া গেল জেলাশাসকের কাজকর্মে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, দীর্ঘ দিন অপেক্ষার পর অবশেষে ডিলিমিশনের কাজ শেষ হয়েছে হাওড়ায়। চূড়ান্ত হয়েছে সংরক্ষণ তালিকার খসড়া। সেই সূত্র ধরে বলা চলে, পৌর নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেল।



Body:2018 সাল। পঞ্চায়েত নির্বাচনের পরেই একে একে শেষ হতে শুরু করে বিভিন্ন পৌরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ। রাজ্য নির্বাচন কমিশনের তরফে মেয়াদ শেষ হওয়ার পরেই চিঠি দেওয়া হয় প্রশাসনের কাছে। জানতে চাওয়া হয়, নির্বাচনের বিষয়ে কি করা হবে। সূত্র জানাচ্ছে প্রায় 5টি চিঠি দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তরে। তার উত্তর আসেনি। মেয়াদ শেষ হওয়া পৌরসভা এবং পৌরনিগমগুলির সংরক্ষণের ব্যাপারেও চিঠি দেয় কমিশন। সূত্র জানাচ্ছে, তারও উত্তর আসেনি। বহু চেষ্টার পর গত জুন মাসে বুনিয়াদপুর পৌরসভার ডিলিমিটেশনের কাজে হাত দিতে পারে কমিশন। কিন্তু হাওড়া ব্যাপারে কোনও উচ্চবাচ্য ছিল না। কিন্তু গত শুক্রবার হাওড়া জেলাশাসক ডাকেন সর্বদল বৈঠক। সেখানে পৌরনিগমের নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দেন তিনি। সেই বৈঠকেই কমিশনের দেওয়া খসড়া সংরক্ষণ তালিকার নোটিশ বিতরণ করা হয় সবকটি রাজনৈতিক দলের কাছে। সেখানে 22 টি ওয়ার্ডের সংরক্ষণের কথা বলা হয়েছে বলে সূত্রের খবর।



Conclusion:রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, খসরা সংরক্ষণ তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলির বক্তব্য জানতে চাওয়া হয়েছে। আপত্তি এবং সমর্থনের বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামত পাওয়ার পর আগামী 8 জানুয়ারি পেশ করা হবে চূড়ান্ত খসড়া তালিকা। নিউ মুন্ডারী তখন থেকে 10 সপ্তাহ পর নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন। সে ক্ষেত্রে মার্চ কিংবা এপ্রিলে পৌর নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.