ETV Bharat / state

Measles and Rubella Vaccine: হাম ও রুবেলার টিকাকরণ অভিযান হাওড়া জেলা প্রশাসন - Measles and Rubella Vaccination Camp

বাংলাজুড়ে শুরু হতে চলেছে হাম ও রুবেলা টিকাকরণ পক্রিয়া (Measles and Rubella Vaccine) ৷ আগামী 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত বাংলা জুড়ে শুরু হবে মেগা টিকাকরণ অভিযান ৷ হাম ও রুবেলার মতো রোগ নিরাময় করতেই এই উদ্যোগ হাওড়া জেলা প্রশাসন

Measles and Rubella Vaccine
আগামী সপ্তাহেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ কর্মসূচি
author img

By

Published : Jan 5, 2023, 10:25 PM IST

Updated : Jan 5, 2023, 11:04 PM IST

হাওড়া, 5 জনুয়ারি: দেশবাসীর সচেতনতা ও সরকারি উদ্যোগে পোলিও রোগ নির্মূল হয়েছে ৷ এবার সরকারের লক্ষ্য হাম ও রুবেলা নির্মূল করা ৷ সেই লক্ষ্যপূরণের পথেই আরও একধাপ এগোল দেশ ৷ হাম ও রুবেলা নির্মূল করতে আগামী 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে হাম ও রুবেলার টিকাকারণ কর্মসূচি (measles and rubella vaccination camp from january) ৷ যা চলতি মাসের 11 তারিখ পর্যন্ত চলবে ৷ বৃহস্পতিবার সাংবাদিক সন্মেলন করে এমনটাই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল (Howrah municipal corporation) ৷

এদিনই তিনি জানান রাজ্যের সঙ্গে হাওড়াতেও বিশেষ টিকাকরণ অভিযান চালানো হবে । জেলাতে 9 মাসের শিশু থেকে 15 বছর বয়স পর্যন্ত সকলকেই এই টিকা দেওয়া হবে । সরকারি তথ্য অনুসারে মোট 11 লক্ষ 77 হাজার 123 জনকে এই ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । যার মধ্যে 7 লক্ষ 23 হাজার 264 জন স্কুল পড়ুয়া রয়েছে । জেলার 3928টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে যেখানে এই কর্মসূচি। এই কাজে 942 জন প্রশিক্ষন প্রাপ্ত স্বাস্থ্যকর্মী কাজ করবেন ও 406 জন পরিদর্শক থাকবে বলে জানান হয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে (Measles and Rubella Vaccination Camp) ।

আরও পড়ুন: চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে

ইতিমধ্যেই এই কাজের জন্য জেলা স্বাস্থ্য বিভাগ স্কুলের শিক্ষক, বিভিন্ন স্বাস্থ্য ও উপ-স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে প্রস্তুতি পর্ব করে ফেলেছেন । প্রথম পর্যায়ে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে এই অভিযান চালানোর পরে পরবর্তী ক্ষেত্রে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে । প্রশাসনের লক্ষ্য একটাই, পোলিওর মত হাম ও রুবেলা সম্পূর্ণ রুপে নির্মূল করা ।

আরও পড়ুন: জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে

প্রসঙ্গত, চলতি মাসেই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে হাম ও রুবেলা নির্মূলের উদ্যোগ নেওয়া হয়েছ ৷ সেইমতে স্বাস্থ্যকর্মীদেরও প্রশিক্ষন দেওয়া শুরু হয়েছে ৷ চলছে সর্বস্তরের প্রচার ৷

হাওড়া, 5 জনুয়ারি: দেশবাসীর সচেতনতা ও সরকারি উদ্যোগে পোলিও রোগ নির্মূল হয়েছে ৷ এবার সরকারের লক্ষ্য হাম ও রুবেলা নির্মূল করা ৷ সেই লক্ষ্যপূরণের পথেই আরও একধাপ এগোল দেশ ৷ হাম ও রুবেলা নির্মূল করতে আগামী 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে হাম ও রুবেলার টিকাকারণ কর্মসূচি (measles and rubella vaccination camp from january) ৷ যা চলতি মাসের 11 তারিখ পর্যন্ত চলবে ৷ বৃহস্পতিবার সাংবাদিক সন্মেলন করে এমনটাই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল (Howrah municipal corporation) ৷

এদিনই তিনি জানান রাজ্যের সঙ্গে হাওড়াতেও বিশেষ টিকাকরণ অভিযান চালানো হবে । জেলাতে 9 মাসের শিশু থেকে 15 বছর বয়স পর্যন্ত সকলকেই এই টিকা দেওয়া হবে । সরকারি তথ্য অনুসারে মোট 11 লক্ষ 77 হাজার 123 জনকে এই ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । যার মধ্যে 7 লক্ষ 23 হাজার 264 জন স্কুল পড়ুয়া রয়েছে । জেলার 3928টি স্কুলকে বেছে নেওয়া হয়েছে যেখানে এই কর্মসূচি। এই কাজে 942 জন প্রশিক্ষন প্রাপ্ত স্বাস্থ্যকর্মী কাজ করবেন ও 406 জন পরিদর্শক থাকবে বলে জানান হয়েছে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে (Measles and Rubella Vaccination Camp) ।

আরও পড়ুন: চলতি মাসেই শুরু হাম ও রুবেলা টিকাকরণ, অসহযোগিতার অভিযোগ বেসরকারি স্কুলের বিরুদ্ধে

ইতিমধ্যেই এই কাজের জন্য জেলা স্বাস্থ্য বিভাগ স্কুলের শিক্ষক, বিভিন্ন স্বাস্থ্য ও উপ-স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে প্রস্তুতি পর্ব করে ফেলেছেন । প্রথম পর্যায়ে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে এই অভিযান চালানোর পরে পরবর্তী ক্ষেত্রে জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে । প্রশাসনের লক্ষ্য একটাই, পোলিওর মত হাম ও রুবেলা সম্পূর্ণ রুপে নির্মূল করা ।

আরও পড়ুন: জানুয়ারিতে শুরু শিশুদের টিকাকরণ, প্রশিক্ষিত কর্মীর অভাব ভাবাচ্ছে কলকাতা পৌরনিগমকে

প্রসঙ্গত, চলতি মাসেই কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে হাম ও রুবেলা নির্মূলের উদ্যোগ নেওয়া হয়েছ ৷ সেইমতে স্বাস্থ্যকর্মীদেরও প্রশিক্ষন দেওয়া শুরু হয়েছে ৷ চলছে সর্বস্তরের প্রচার ৷

Last Updated : Jan 5, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.