ETV Bharat / state

Homage to Lata Mangeshkar : মাতৃসমা লতা মঙ্গেশকরের পারলৌকিক ক্রিয়ার আয়োজন জগৎবল্লভপুরের বাসিন্দার - Man from Jagatballavpur Organised funeral rituals for lata mangeshkar

লতা মঙ্গেশকরকে মায়ের সম্মান দিয়ে শ্রাদ্ধের আয়োজন করলেন জগৎবল্লভপুরের বাসিন্দা অমল বিলুই (Man from Jagatballavpur Organised funeral rituals for Lata Mangeshkar) ৷ পেশায় দরজি অমর ছোটবেলা থেকে লতা মঙ্গেশরকরের অনুরাগী ৷ নিজের মায়ের মৃত্যুর পর সুরসম্রাজ্ঞীকে মায়ের আসনে বসিয়েছিলেন ৷ তাঁর মৃত্যুতে তাই নিয়মরীতি পালন করে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করলেন তিনি ৷

Tribute to Lata Mangeshkar
Man from Jagatballavpur Organised Shraddh to Remembering Lata Mangeshkar
author img

By

Published : Feb 11, 2022, 11:04 AM IST

Updated : Feb 11, 2022, 12:26 PM IST

জগৎবল্লভপুর, 11 ফেব্রুয়ারি : প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের পারলৌকিক ক্রিয়া হচ্ছে হাওড়ার জগৎবল্লভপুরে । আর এই পারলৌকিক ক্রিয়া করছেন জগৎবল্লভপুরের ছোট্ট এক দরজি দোকানের মালিক অমল বিলুই (Funeral rituals for Lata Mangeshkar in Jagatballavpur Howrah) ৷ 5 দিনের অশৌচ পালন করে বৃহস্পতিবার ঘাট কাজ করেছেন তিনি ৷ আর শুক্রবার হবে শ্রাদ্ধ ৷ পালন হবে নিয়মভঙ্গের রীতিও ৷ সেখানে লোকজনকে আমন্ত্রণও জানিয়েছেন অমর বিলুই ৷ কিন্তু হঠাৎ সুরসম্রাজ্ঞীর শ্রাদ্ধানুষ্ঠান কেন ? ছোটবেলা থেকে তিনি লতা মঙ্গেশকরের অনুরাগী ৷ তিনি লতা মঙ্গেশকরকে নিজের মায়ের চোখে দেখতেন ৷ তাঁকে ‘মানস-মা’ হিসাবে গ্রহণ করেছিলেন অমল বিলুই ৷ তাই সেই মায়ের মৃত্যুর পর তাঁর পারলৌকিক ক্রিয়া করছেন তিনি ৷

কয়েক বছর আগে অমল বিলুই নিজের মাকে হারিয়েছেন ৷ তার পর থেকেই লতা মঙ্গেশকরকে মায়ের জায়গায় বসিয়ে ছিলেন ৷ ছোটবেলা থেকেই তাঁর দরজির দোকানে লতা মঙ্গেশকরের গান চলত ৷ দোকানে যেখানে বসে কাজ করেন ৷ সেই জায়গায় তাঁর মাথার উপরে রয়েছে লতা মঙ্গেশকরের ছবি ৷ তাই মাতৃ বিয়োগের পর নিজের বিশ্বাস এবং উদ্যোগে হিন্দুরীতি মেনে লতা মঙ্গেশকরের পারলৌকিক ক্রিয়ার আয়োজন করেছেন ৷ তার আগে হবিষ্যান্ন ভোজনও করেছেন অমল বিলুই ৷ বৃহস্পতিবার ঘাট কাজ করেছেন ৷ আজ শুক্রবার বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান রয়েছে ৷ নিয়মভঙ্গের আয়োজনও করেছেন অমলবাবু ৷ সেদিন প্রায় 200 জনকে খাওয়াবেন তিনি ৷

মাতৃসমা লতা মঙ্গেশকরের পরলৌকিক ক্রিয়ার আয়োজন জগৎবল্লভপুরের বাসিন্দার

আরও পড়ুন : Remembering Lata Mangeshkar : লতা মঙ্গেশকর স্মরণে তৃণমূলের পদযাত্রা শিলিগুড়িতে

অমল বিলুইয়ের বাড়িতে এখন সবসময় লতা মঙ্গেশকরের গান বেজে চলেছে ৷ সেই গান চলার মধ্যেই তিনি সব নিয়ম পালন করছেন ৷ আর অমল বিলুইয়ের এই কাজে খবর ছড়িয়ে পড়তে, রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় ৷ একজন শিল্পীকে মায়ের আসনে বসানো এবং তাঁর মৃত্যুতে আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধশান্তির আয়োজন ৷ যে কর্মকাণ্ডে রীতিমতো অবাক সকলে ৷ শিল্পীকে সম্মান জানানোর এক নতুন পথ বেছে নিয়েছেন অমল বিলুই ৷ আর সেই সঙ্গে লতা মঙ্গেশকরের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিলেন তিনি ৷

জগৎবল্লভপুর, 11 ফেব্রুয়ারি : প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের পারলৌকিক ক্রিয়া হচ্ছে হাওড়ার জগৎবল্লভপুরে । আর এই পারলৌকিক ক্রিয়া করছেন জগৎবল্লভপুরের ছোট্ট এক দরজি দোকানের মালিক অমল বিলুই (Funeral rituals for Lata Mangeshkar in Jagatballavpur Howrah) ৷ 5 দিনের অশৌচ পালন করে বৃহস্পতিবার ঘাট কাজ করেছেন তিনি ৷ আর শুক্রবার হবে শ্রাদ্ধ ৷ পালন হবে নিয়মভঙ্গের রীতিও ৷ সেখানে লোকজনকে আমন্ত্রণও জানিয়েছেন অমর বিলুই ৷ কিন্তু হঠাৎ সুরসম্রাজ্ঞীর শ্রাদ্ধানুষ্ঠান কেন ? ছোটবেলা থেকে তিনি লতা মঙ্গেশকরের অনুরাগী ৷ তিনি লতা মঙ্গেশকরকে নিজের মায়ের চোখে দেখতেন ৷ তাঁকে ‘মানস-মা’ হিসাবে গ্রহণ করেছিলেন অমল বিলুই ৷ তাই সেই মায়ের মৃত্যুর পর তাঁর পারলৌকিক ক্রিয়া করছেন তিনি ৷

কয়েক বছর আগে অমল বিলুই নিজের মাকে হারিয়েছেন ৷ তার পর থেকেই লতা মঙ্গেশকরকে মায়ের জায়গায় বসিয়ে ছিলেন ৷ ছোটবেলা থেকেই তাঁর দরজির দোকানে লতা মঙ্গেশকরের গান চলত ৷ দোকানে যেখানে বসে কাজ করেন ৷ সেই জায়গায় তাঁর মাথার উপরে রয়েছে লতা মঙ্গেশকরের ছবি ৷ তাই মাতৃ বিয়োগের পর নিজের বিশ্বাস এবং উদ্যোগে হিন্দুরীতি মেনে লতা মঙ্গেশকরের পারলৌকিক ক্রিয়ার আয়োজন করেছেন ৷ তার আগে হবিষ্যান্ন ভোজনও করেছেন অমল বিলুই ৷ বৃহস্পতিবার ঘাট কাজ করেছেন ৷ আজ শুক্রবার বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান রয়েছে ৷ নিয়মভঙ্গের আয়োজনও করেছেন অমলবাবু ৷ সেদিন প্রায় 200 জনকে খাওয়াবেন তিনি ৷

মাতৃসমা লতা মঙ্গেশকরের পরলৌকিক ক্রিয়ার আয়োজন জগৎবল্লভপুরের বাসিন্দার

আরও পড়ুন : Remembering Lata Mangeshkar : লতা মঙ্গেশকর স্মরণে তৃণমূলের পদযাত্রা শিলিগুড়িতে

অমল বিলুইয়ের বাড়িতে এখন সবসময় লতা মঙ্গেশকরের গান বেজে চলেছে ৷ সেই গান চলার মধ্যেই তিনি সব নিয়ম পালন করছেন ৷ আর অমল বিলুইয়ের এই কাজে খবর ছড়িয়ে পড়তে, রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় ৷ একজন শিল্পীকে মায়ের আসনে বসানো এবং তাঁর মৃত্যুতে আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধশান্তির আয়োজন ৷ যে কর্মকাণ্ডে রীতিমতো অবাক সকলে ৷ শিল্পীকে সম্মান জানানোর এক নতুন পথ বেছে নিয়েছেন অমল বিলুই ৷ আর সেই সঙ্গে লতা মঙ্গেশকরের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিলেন তিনি ৷

Last Updated : Feb 11, 2022, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.