ETV Bharat / state

হাওড়া জুটমিলে শ্রমিকদের সঙ্গে গোডাউনের মালিকের বচসা - protest at howrah jute mill

কাজ হারিয়ে বিক্ষোভ শ্রমিকদের ৷ তাদের অভিযোগ, বারবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে কোনও ফল হয়নি ৷

howrah jute mill
হাওড়া জুট মিলের গেটে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে গোডাউনের মালিকদের বচসা
author img

By

Published : Feb 10, 2020, 5:36 PM IST

হাওড়া, 10 ফেব্রুয়ারি: দীর্ঘ দু'মাস ধরে হাওড়া জুটমিল বন্ধ থাকায় কাজ হারিয়েছেন প্রায় তিন থেকে চার হাজার কর্মী৷ বহুবার বৈঠকের পরও কোনও সুরাহা না হওয়ায় গেটের সামনে বিক্ষোভ অবস্থানে বসেছেন কর্মীরা৷ আজ সকালে মালিকপক্ষ গেট খুলে মিলের ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন অবস্থানকারী শ্রমিকরা৷ সেই সময় দু'জনের মধ্যে বচসা হয়৷ ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে নামেন জুট মিলের ভিতরে ভাড়া নেওয়া মালিক ও তাঁর শ্রমিকরা৷ খবর পেয়ে ঘটনাস্থানে এসে অবরোধ তুলে দেয় শিবপুর থানার পুলিশ৷

হাওড়া জুট মিলের গেটে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে গোডাউনের মালিকদের বচসা

বিক্ষোভকারী এক শ্রমিক বলেন, "আমাদের গত দু'মাস ধরে কাজ নেই ৷ বারবার বৈঠক করার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়৷ আমাদের গোডাউন ভাড়া নেওয়া মালিক ও শ্রমিকদের সাথে কোনওরকম ঝামেলা নেই৷ আমরা জুটমিলের মালিকের উপরে চাপ সৃষ্টি করার জন্য গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছি৷"

হাওড়া, 10 ফেব্রুয়ারি: দীর্ঘ দু'মাস ধরে হাওড়া জুটমিল বন্ধ থাকায় কাজ হারিয়েছেন প্রায় তিন থেকে চার হাজার কর্মী৷ বহুবার বৈঠকের পরও কোনও সুরাহা না হওয়ায় গেটের সামনে বিক্ষোভ অবস্থানে বসেছেন কর্মীরা৷ আজ সকালে মালিকপক্ষ গেট খুলে মিলের ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন অবস্থানকারী শ্রমিকরা৷ সেই সময় দু'জনের মধ্যে বচসা হয়৷ ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে নামেন জুট মিলের ভিতরে ভাড়া নেওয়া মালিক ও তাঁর শ্রমিকরা৷ খবর পেয়ে ঘটনাস্থানে এসে অবরোধ তুলে দেয় শিবপুর থানার পুলিশ৷

হাওড়া জুট মিলের গেটে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে গোডাউনের মালিকদের বচসা

বিক্ষোভকারী এক শ্রমিক বলেন, "আমাদের গত দু'মাস ধরে কাজ নেই ৷ বারবার বৈঠক করার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়৷ আমাদের গোডাউন ভাড়া নেওয়া মালিক ও শ্রমিকদের সাথে কোনওরকম ঝামেলা নেই৷ আমরা জুটমিলের মালিকের উপরে চাপ সৃষ্টি করার জন্য গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছি৷"

Intro:দীর্ঘ দু'মাস ধরে হাওড়া জুট মিল বন্ধ হয়ে রয়েছে। কাজ হারিয়েছেন প্রায় 3 থেকে 4 হাজার শ্রমিক। বারে বারে বৈঠক হওয়ার পরও কোন সুরাহা না হওয়ায় এখনো বন্ধ চলছে। তাই তিনদিন ধরে হাওড়া জুটমিল গেটের সামনে বিক্ষোভ এ বসেছেন জুট মিলের শ্রমিকরা। আজকের সকালে জুট মিলের ভেতরে থাকা গোডাউনের মালিকরা জুটমিলের গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেন জুট মিলের শ্রমিকরা। সেই সময় দুজনের মধ্যে বচসা হয়। ক্ষুব্দ হয়ে পথ অবরোধ নামেন জুট মিল ভিতরে ভাড়া নেয়া মালিক ও তার শ্রমিকরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিবপুর থানার পুলিশ তাদের কোনভাবে বুঝিয়ে-সুজিয়ে অবরোধ সরানো হয়। এই নিয়ে প্রায় 30 মিনিট যানজট হয়। জুট মিলের শ্রমিকদের দাবি আমাদের গোডাউন ভাড়া নেয়া মালিক-শ্রমিকদের সাথে কোনরকম ঝামেলা নেই। আমরা নিজের জুটমিলের মালিকের উপরে চাপ সৃষ্টি করার জন্য গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছি। এনআরআই জোর করে এসে জুট মিলের গেট খুলে ঢোকার চেষ্টা করেন রাস্তা অবরোধ করেন।Body:NConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.