ETV Bharat / state

Amit attacks Suvendu : 'শুভেন্দু থাকলে বিজেপির পতন নিশ্চিত', তোপ দেগে দল ছাড়লেন হাওড়ার যুব নেতা - দল ছাড়লেন হাওড়ার বিজেপির যুব সহ সভাপতি

গতকাল হাওড়া সদর বিজেপির জেলা কমিটির ঘোষণার পরই ক্ষোভ শুরু হয়েছে দলের অভ্যন্তরে । অভিযোগ, নতুন কমিটিতে তৃণমূল থেকে আসা লোকজনকে স্থান দেওয়া হয়েছে ৷ উপেক্ষা করা হয়েছে পুরনো সৈনিকদের ৷ এই অভিযোগ তুলে পদ্ম সঙ্গ ত্যাগ করলেন হাওড়ার যুব-সহ সভাপতি অমিত ভট্টাচার্য (Amit attacks Suvendu) ৷

Amit attacks Suvendu
Amit attacks Suvendu
author img

By

Published : Jan 29, 2022, 10:29 PM IST

হাওড়া, 29 জানুয়ারি : 'শুভেন্দু বিশ্বাসঘাতক ৷ বিজেপিতে এসে অনুগামী প্রাইভেট লিমিটেড তৈরির চেষ্টা করছেন ৷' একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রস ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীকে এভাবেই আক্রমণ করলেন হাওড়ার বিজেপির যুব-সহ সভাপতি অমিত ভট্টাচার্য ৷ পাশাপাশি দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি ৷ রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে অধিকারী বাড়ির ছেলেকে তুলোধনা করেছেন তিনি ৷ এমনকি শুভেন্দুর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সদ্য দলত্যাগী এই নেতা (howrah bjp youth leader amit bhattacharjee left party)৷

বিজেপির রাজ্যস্তরের ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে জেলাস্তরে। সেই ক্ষোভের আঁচ পড়ল হাওড়া সদর জেলা বিজেপির অন্দরে। সমস্যার সূত্রপাত বিজেপির জেলা কমিটির ঘোষণার পর ৷ গতকাল হাওড়া সদর বিজেপির জেলা কমিটির ঘোষণার পরই ক্ষোভ শুরু হয়েছে দলের অভ্যন্তরে । অভিযোগ, নতুন কমিটিতে তৃণমূল থেকে আসা লোকজনকে স্থান দেওয়া হয়েছে ৷ উপেক্ষা করা হয়েছে পুরনো সৈনিকদের ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই নিয়ে বিজেপির নতুন জেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যুব নেতা অমিত ভট্টাচার্য ৷ সদ্য ঘোষিত হওয়া কমিটিতে তাঁর জায়গায় তৃণমূল ছেড়ে আসা এক ব্যক্তিকে জায়গা করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি নয়া কমিটিতে গোবিন্দ হাজরা নামে এক নেতার অন্তর্ভুক্তিও দলের কর্মীদের ক্ষোভের কারণ ৷

বিজেপি ছাড়লেন হাওড়ার যুব নেতা

তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনেই দলের আদি কর্মীদের বাদ দিয়ে নতুন জেলা সভাপতির অনুগামীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে ৷ তোপ দেগে অমিত ভট্টাচার্য বলেন, "শুভেন্দু অধিকারী নিজে বিশ্বাসঘাতক ৷ তিনি আমাদের হাওড়ার নেতা কর্মীদের অপমান করেছেন ৷ শুভেন্দুর মতো লোকজন দলে থাকলে বিজেপির পতন আসন্ন ৷ দল ছাড়ার আগে এই বলে গেলাম ৷ বিশ্বাসঘাতকরা থাকলে সেই দলের উন্নতি সম্ভব নয় ৷"

আরও পড়ুন : AMC Election 2022: আসানসোলে আক্রান্ত বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দলত্যাগী এই নেতার কথায়, "শুভেন্দু অধিকারী তৃণমূলে অধিকারী সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন ৷ কিন্তু পারেননি । এখন বিজেপিতে এসে অনুগামীদের সাম্রাজ্য তৈরির চেষ্টা করছেন । বর্তমানে বিজেপি ফিন্যান্স কমিটি, তোলাবাজ কমিটিতে পরিণত হয়েছে । যার মূলে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা । এভাবে চলতে থাকলে জেলার সব কর্মীদের মুখ থেকে শুভেন্দুকে তাড়ানোর স্লোগান উঠবে ।"

হাওড়া, 29 জানুয়ারি : 'শুভেন্দু বিশ্বাসঘাতক ৷ বিজেপিতে এসে অনুগামী প্রাইভেট লিমিটেড তৈরির চেষ্টা করছেন ৷' একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রস ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীকে এভাবেই আক্রমণ করলেন হাওড়ার বিজেপির যুব-সহ সভাপতি অমিত ভট্টাচার্য ৷ পাশাপাশি দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি ৷ রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে অধিকারী বাড়ির ছেলেকে তুলোধনা করেছেন তিনি ৷ এমনকি শুভেন্দুর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সদ্য দলত্যাগী এই নেতা (howrah bjp youth leader amit bhattacharjee left party)৷

বিজেপির রাজ্যস্তরের ক্ষোভ ক্রমশ ছড়াচ্ছে জেলাস্তরে। সেই ক্ষোভের আঁচ পড়ল হাওড়া সদর জেলা বিজেপির অন্দরে। সমস্যার সূত্রপাত বিজেপির জেলা কমিটির ঘোষণার পর ৷ গতকাল হাওড়া সদর বিজেপির জেলা কমিটির ঘোষণার পরই ক্ষোভ শুরু হয়েছে দলের অভ্যন্তরে । অভিযোগ, নতুন কমিটিতে তৃণমূল থেকে আসা লোকজনকে স্থান দেওয়া হয়েছে ৷ উপেক্ষা করা হয়েছে পুরনো সৈনিকদের ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই নিয়ে বিজেপির নতুন জেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যুব নেতা অমিত ভট্টাচার্য ৷ সদ্য ঘোষিত হওয়া কমিটিতে তাঁর জায়গায় তৃণমূল ছেড়ে আসা এক ব্যক্তিকে জায়গা করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি নয়া কমিটিতে গোবিন্দ হাজরা নামে এক নেতার অন্তর্ভুক্তিও দলের কর্মীদের ক্ষোভের কারণ ৷

বিজেপি ছাড়লেন হাওড়ার যুব নেতা

তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনেই দলের আদি কর্মীদের বাদ দিয়ে নতুন জেলা সভাপতির অনুগামীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে ৷ তোপ দেগে অমিত ভট্টাচার্য বলেন, "শুভেন্দু অধিকারী নিজে বিশ্বাসঘাতক ৷ তিনি আমাদের হাওড়ার নেতা কর্মীদের অপমান করেছেন ৷ শুভেন্দুর মতো লোকজন দলে থাকলে বিজেপির পতন আসন্ন ৷ দল ছাড়ার আগে এই বলে গেলাম ৷ বিশ্বাসঘাতকরা থাকলে সেই দলের উন্নতি সম্ভব নয় ৷"

আরও পড়ুন : AMC Election 2022: আসানসোলে আক্রান্ত বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দলত্যাগী এই নেতার কথায়, "শুভেন্দু অধিকারী তৃণমূলে অধিকারী সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিলেন ৷ কিন্তু পারেননি । এখন বিজেপিতে এসে অনুগামীদের সাম্রাজ্য তৈরির চেষ্টা করছেন । বর্তমানে বিজেপি ফিন্যান্স কমিটি, তোলাবাজ কমিটিতে পরিণত হয়েছে । যার মূলে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা । এভাবে চলতে থাকলে জেলার সব কর্মীদের মুখ থেকে শুভেন্দুকে তাড়ানোর স্লোগান উঠবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.