ETV Bharat / state

Suicide Attempt in Dumurjala : ডুমুরজলায় বঁটির কোপে মানসিক অবসাদগ্রস্ত ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা - বটির কোপে মানসিক অবসাদগ্রস্থ ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, ডুমুরজোলায় চাঞ্চল্য

ডুমুরজলা এইচআইটি আবাসনের বাসিন্দা অরূপ পাল এলাকায় একটি ছোটখাটো খাবারের হোটেল চালান। দিন পাঁচেক আগে একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অরূপ পাল ৷ শনিবার সকালে বঁটি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি ৷

Suicide Attempt in Dumurjala
বটির কোপে মানসিক অবসাদগ্রস্থ ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, ডুমুরজোলায় চাঞ্চল্য
author img

By

Published : Mar 19, 2022, 5:46 PM IST

হাওড়া, 19 মার্চ : অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে ভাগ্যের সহায় এ যাত্রায় বেঁচে গেলেন হাওড়ার ডুমুরজলার ব্যবসায়ী অরূপ পাল (Hotel owner in Dumurjala attempts suicide)। জানা গিয়েছে, ডুমুরজলা এইচআইটি আবাসনের ওই বাসিন্দা এলাকায় একটি ছোটখাটো খাবারের হোটেল চালান। দিন পাঁচেক আগে একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অরূপ পাল ৷ শনিবার সকালে বঁটি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি ৷

চিকিৎসকের পরামর্শ মেনে অরূপ পাল বিশ্রামে থাকায় খাবারের দোকান সামলাচ্ছিলেন স্ত্রী জোৎস্না পাল। শনিবার সকালে স্ত্রী হোটেলের কাজের তদারকির জন্য বাড়ি থেকে বের হন। দুপুরে ঘরে ফিরে তিনি দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। ঠিক তার পাশেই রক্তমাখা একটি বঁটি। গলায় বঁটির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই হোটেল ব্যবসায়ী। চ্যাটার্জিহাট থানার পুলিশ আধিকারিকরা আসার পর জখম অরূপ পালকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। প্রাণে বাঁচলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরও পড়ুন : মাথাভাঙায় জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষ, আহত 7

স্ত্রী জোৎস্না পাল পুলিশকে জানিয়েছেন, অরূপবাবু অত্যাধিক মদ্যপান করতেন। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। পা ভাঙার পর ইদানিং অরূপবাবু কারও সঙ্গে বিশেষ কথা বলছিলেন না বলেও জানিয়েছেন স্ত্রী । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে তারা ৷ সূত্রের খবর, ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করবেন তদন্তকারী অধিকারিকরা ৷

হাওড়া, 19 মার্চ : অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে ভাগ্যের সহায় এ যাত্রায় বেঁচে গেলেন হাওড়ার ডুমুরজলার ব্যবসায়ী অরূপ পাল (Hotel owner in Dumurjala attempts suicide)। জানা গিয়েছে, ডুমুরজলা এইচআইটি আবাসনের ওই বাসিন্দা এলাকায় একটি ছোটখাটো খাবারের হোটেল চালান। দিন পাঁচেক আগে একটি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন অরূপ পাল ৷ শনিবার সকালে বঁটি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি ৷

চিকিৎসকের পরামর্শ মেনে অরূপ পাল বিশ্রামে থাকায় খাবারের দোকান সামলাচ্ছিলেন স্ত্রী জোৎস্না পাল। শনিবার সকালে স্ত্রী হোটেলের কাজের তদারকির জন্য বাড়ি থেকে বের হন। দুপুরে ঘরে ফিরে তিনি দেখেন স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। ঠিক তার পাশেই রক্তমাখা একটি বঁটি। গলায় বঁটির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই হোটেল ব্যবসায়ী। চ্যাটার্জিহাট থানার পুলিশ আধিকারিকরা আসার পর জখম অরূপ পালকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। প্রাণে বাঁচলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরও পড়ুন : মাথাভাঙায় জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষ, আহত 7

স্ত্রী জোৎস্না পাল পুলিশকে জানিয়েছেন, অরূপবাবু অত্যাধিক মদ্যপান করতেন। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। পা ভাঙার পর ইদানিং অরূপবাবু কারও সঙ্গে বিশেষ কথা বলছিলেন না বলেও জানিয়েছেন স্ত্রী । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে তারা ৷ সূত্রের খবর, ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করবেন তদন্তকারী অধিকারিকরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.