ETV Bharat / state

"পুলিশের মতো দায়িত্ব সামলাই, বেতন পাই অনেক কম"; আক্ষেপ হোমগার্ডদের - payment

রাজ্যে হোমগগার্ডের সংখ্যা প্রায় 14 হাজার । তাঁদের আক্ষেপ, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ।

হোমগার্ড
author img

By

Published : Jul 28, 2019, 6:59 PM IST

Updated : Jul 28, 2019, 9:05 PM IST

হাওড়া, 28 জুলাই : সমকাজে সম বেতনের দাবি তুললেন রাজ্যের হোমগার্ডরা । রাজ্য সম্মেলন উপলক্ষ্যে আজ হাওড়া ময়দানের মেডিকেল ক্লাবে বিভিন্ন জেলার হোমগার্ডরা জমায়েত করেন । অনুষ্ঠান মঞ্চে হোমগার্ডরা দাবি করেন, দীর্ঘদিন ধরে পুলিশের মতো একই কাজ করলেও যাবতীয় সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন ।

রাজ্যে হোমগার্ডের সংখ্যা প্রায় 14 হাজার । তাঁদের আক্ষেপ, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন । হাওড়া জেলা হোমগার্ড কমান্ডান্ট অরুণকুমার দে বলেন, "পুলিশের মতো সমস্ত দায়িত্ব সামলেও কনস্টেবলদের এক চতুর্থাংশ বেতন পাই আমরা । অবসরের পর মাত্র 50 হাজার টাকা পাই । সেই টাকা পেতেও অনেক দেরি হয় । তাই আমরা চাই, অবসরের পর ন্যূনতম 5 লাখ টাকা যেন সরকার থেকে দেওয়া হয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বনশ্রী রায় নামে এক হোমগার্ড বলেন, "আমারা মাতৃত্বকালীন ছুটি পাই মাত্র পাঁচ মাস । কিন্তু মহিলা পুলিশদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি মেলে নয় মাস । এরপরও চাইল্ড কেয়ার লিভ থাকে আরও দু'বছর । তাই আমরা চাই, আমাদেরও যেন মাতৃত্বকালীন ছুটি দু'বছর করা হয় ।"

হোমগার্ডরা জানান, আজকের মিটিংয়ের পর তাঁদের দাবি-দাওয়া নিয়ে যাবতীয় সিদ্ধান্ত লিখিতভাবে মুখ্যমন্ত্রী ও DG-কে জানানো হবে । তবে আন্দোলনের পরিবর্তে সরকারের কাছে আবদেন-নিবেদনকেই তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন ।

হাওড়া, 28 জুলাই : সমকাজে সম বেতনের দাবি তুললেন রাজ্যের হোমগার্ডরা । রাজ্য সম্মেলন উপলক্ষ্যে আজ হাওড়া ময়দানের মেডিকেল ক্লাবে বিভিন্ন জেলার হোমগার্ডরা জমায়েত করেন । অনুষ্ঠান মঞ্চে হোমগার্ডরা দাবি করেন, দীর্ঘদিন ধরে পুলিশের মতো একই কাজ করলেও যাবতীয় সুযোগ-সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন ।

রাজ্যে হোমগার্ডের সংখ্যা প্রায় 14 হাজার । তাঁদের আক্ষেপ, বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন । হাওড়া জেলা হোমগার্ড কমান্ডান্ট অরুণকুমার দে বলেন, "পুলিশের মতো সমস্ত দায়িত্ব সামলেও কনস্টেবলদের এক চতুর্থাংশ বেতন পাই আমরা । অবসরের পর মাত্র 50 হাজার টাকা পাই । সেই টাকা পেতেও অনেক দেরি হয় । তাই আমরা চাই, অবসরের পর ন্যূনতম 5 লাখ টাকা যেন সরকার থেকে দেওয়া হয় ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বনশ্রী রায় নামে এক হোমগার্ড বলেন, "আমারা মাতৃত্বকালীন ছুটি পাই মাত্র পাঁচ মাস । কিন্তু মহিলা পুলিশদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি মেলে নয় মাস । এরপরও চাইল্ড কেয়ার লিভ থাকে আরও দু'বছর । তাই আমরা চাই, আমাদেরও যেন মাতৃত্বকালীন ছুটি দু'বছর করা হয় ।"

হোমগার্ডরা জানান, আজকের মিটিংয়ের পর তাঁদের দাবি-দাওয়া নিয়ে যাবতীয় সিদ্ধান্ত লিখিতভাবে মুখ্যমন্ত্রী ও DG-কে জানানো হবে । তবে আন্দোলনের পরিবর্তে সরকারের কাছে আবদেন-নিবেদনকেই তাঁরা বেশি গুরুত্ব দিচ্ছেন ।

Intro:এবার সমকাজে সম বেতনের দাবিতে সোচ্চার হলো রাজ্যের হোমগার্ডরা। আজ হাওড়া ময়দান এর মেডিকেল ক্লাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার হোমগার্ডরা জড়ো হন। সেখানেই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের দাবি দীর্ঘদিন ধরে পুলিশের মতো একই কাজ করলেও তারা যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পুলিশকর্মীদের মতো তারাও আইন শৃঙ্খলা এবং ট্রাফিকের দায়িত্ব সামলান পোশাক পড়ে। আবার অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েও পুলিশের বিভিন্ন অপারেশনে তারা শামিল হন। অথচ পুলিশ কনস্টেবলদের এক চতুর্থাংশ বেতন পান। অবসরের পর মাত্র 50 হাজার টাকা পান। সরকার থেকে তাও পেতে অনেক দেরি হয়। তাই এবার তারা সমবেত হয়ে তাদের দাবি সরকারের কাছে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন। হোমগার্ডরা বলেন আজকের মিটিং এর পর দাবি-দাওয়া নিয়ে সিদ্ধান্ত তারা লিখিতভাবে মুখ্যমন্ত্রী এবং ডিজিকে জানাবেন। তবে এখনই পথে নেবে আন্দোলনের পরিবর্তে সরকারের কাছে আবেদন-নিবেদনকেই তারা গুরুত্ব দিচ্ছেন।
উল্লেখ্য গোটা রাজ্যে প্রায় 14 হাজার হোম গার্ড রয়েছে।Body:এছাড়াও মহিলাদের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটিও মেলেনা ঠিকঠাক। পুলিশকর্মীরা ৯ মাস ছুটি পেলেও হোমগার্ড মহিলারা পান মাত্র ৬ মাস। ফলে সমস্যায় পড়তে হয় তাদেরও।Conclusion:
Last Updated : Jul 28, 2019, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.