ETV Bharat / state

Rail Package Holi: হোলিতে বিশেষ প্যাকেজ ঘোষণা করল ভারতীয় রেল - হোলিতে বিশেষ প্যাকেজ ঘোষণা করল ভারতীয় রেল

হোলির আগে ভারতীয় রেল হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ ঘোষণা করল (Rail Package Holi)। ফলে, খুশি ভ্রমণ পিপাসু যাত্রীরাও ৷ 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন যাত্রীরা ৷

Rail Package Holi
হোলিতে বিশেষ প্যাকেজ ঘোষণা করল ভারতীয় রেল
author img

By

Published : Mar 3, 2022, 10:47 PM IST

হাওড়া, 3 মার্চ: হোলির আগে ফের নতুন চমক ভারতীয় রেলের (Rail Package Holi)। একের পর এক অভিনব উদ্যোগে রেলযাত্রীদের মুখে এখন চওড়া হাসি। রেলের টিকিট পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা-সহ যাত্রী পরিষেবায় সম্প্রতি বিভিন্ন রদবদল এনেছে ভারতীয় রেল। সেইসঙ্গে ভারতীয় রেলের আইআরসিটিসির নতুন পরিকল্পনা হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ। ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের এই বিশেষ সুবিধার মধ্যে রয়েছে এই বিশেষ ট্যুর প্যাকেজ। গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। রেলের এই সংস্থার তরফে যে বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি ট্যুর প্যাকেজ। আগামী 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত 9 দিন এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবেন যাত্রীরা।

ভারতীয় রেল সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-এর তরফে দেশের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলিতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই স্থানের মধ্যে ভারতের প্রতিবেশী দেশ নেপালকেও রাখা হয়েছে। ট্রেনে করেই হোলি ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা। এই ধরনের নয়া উদ্যোগ গ্রহণের ফলে ভারতের ভ্রমণ পিপাসু নাগরিকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সেইসঙ্গে দেশ ঘোরার বাসনাও পূরণ হবে। ডুয়ার্স, গুজরাত,কেরালা ও নেপালকে এই ট্যুরের মধ্যে রাখা হয়েছে। ভারতীয় রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই ট্যুর প্যাকেজে ডুয়ার্সের জন্য 4 রাত্রি ও 5 দিন ধার্য করা হয়েছে। এই কয়েকদিনে ডুয়ার্সের লাটাগুড়ি, গরুমারা, সামসিং, সুনতেলেখোলা, মেধলা, খুনিয়া, ঝালং, বিন্দু এবং মূর্তি ঘোড়ার যাত্রা শুরু হবে চলতি মাসের 18 তারিখ থেকে। এতে যাত্রীদের জনপ্রতি 23,850/-টাকা খরচ হবে। এছাড়াও 25 তারিখ কেরালা যাত্রাতে জনপ্রতি 38,925/- টাকা খরচ হবে যাত্রীদের। সাত রাত্রি ও 8 দিনের এই ভ্রমণে কেরালার কোচি, মুন্নার, থেককাডি,আলেপ্পি এবং তিরুঅনন্তপুরম ঘুরতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন: বাতিল হওয়া দূরপাল্লার ট্রেন ফের চালু করছে পূর্ব রেল

15 তারিখ গুজরাতের আহমেদাবাদের স্ট্যাচু অফ ইউনিটি, গির, দ্বারকা, সোমনাথ, নাগেশ্বর, রাজকোট ঘুরে দেখতে পারবেন যাত্রীরা। এর জন্য যাত্রীদের খরচ হবে জন প্রতি 30,075/- টাকা। যদি কেউ নেপাল যেতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই প্যাকেজে। নেপাল যাত্রার দিন ধার্য করা হয়েছে 27 তারিখ। নেপালে 7 রাত্রি ও 8 দিনের এই টুরে কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান ঘুরে আসতে খরচ হবে জন প্রতি 28,245/- টাকা ৷ রেলের এই যাবতীয় ট্যুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর 9002040020/9002040126 ফোন করতে হবে। এছাড়াও www.irctctourism.com থেকে ভ্রমণের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন পর্যটকরা। এছাড়াও রেলের কয়লাঘাটার অফিস থেকেও এর তথ্য মিলবে বলেই জানাচ্ছে রেল।

হাওড়া, 3 মার্চ: হোলির আগে ফের নতুন চমক ভারতীয় রেলের (Rail Package Holi)। একের পর এক অভিনব উদ্যোগে রেলযাত্রীদের মুখে এখন চওড়া হাসি। রেলের টিকিট পরিষেবা থেকে দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনা-সহ যাত্রী পরিষেবায় সম্প্রতি বিভিন্ন রদবদল এনেছে ভারতীয় রেল। সেইসঙ্গে ভারতীয় রেলের আইআরসিটিসির নতুন পরিকল্পনা হোলি স্পেশাল ট্যুর প্যাকেজ। ভ্রমণ পিপাসু যাত্রীদের জন্য ভারতীয় রেলের এই বিশেষ সুবিধার মধ্যে রয়েছে এই বিশেষ ট্যুর প্যাকেজ। গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। রেলের এই সংস্থার তরফে যে বিশেষ ট্যুর প্যাকেজ নিয়ে আসা হয়েছে তার নাম হোলি ট্যুর প্যাকেজ। আগামী 18 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত 9 দিন এই ট্যুর প্যাকেজের সুবিধা পাবেন যাত্রীরা।

ভারতীয় রেল সূত্রের খবর, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি-এর তরফে দেশের বিশেষ কয়েকটি স্থানকে চিহ্নিত করে সেই জায়গাগুলিতে বিশেষ ট্যুর ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই স্থানের মধ্যে ভারতের প্রতিবেশী দেশ নেপালকেও রাখা হয়েছে। ট্রেনে করেই হোলি ট্যুর প্যাকেজের আওতায় গোটা দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাবে নাগরিকরা। এই ধরনের নয়া উদ্যোগ গ্রহণের ফলে ভারতের ভ্রমণ পিপাসু নাগরিকরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

সেইসঙ্গে দেশ ঘোরার বাসনাও পূরণ হবে। ডুয়ার্স, গুজরাত,কেরালা ও নেপালকে এই ট্যুরের মধ্যে রাখা হয়েছে। ভারতীয় রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই ট্যুর প্যাকেজে ডুয়ার্সের জন্য 4 রাত্রি ও 5 দিন ধার্য করা হয়েছে। এই কয়েকদিনে ডুয়ার্সের লাটাগুড়ি, গরুমারা, সামসিং, সুনতেলেখোলা, মেধলা, খুনিয়া, ঝালং, বিন্দু এবং মূর্তি ঘোড়ার যাত্রা শুরু হবে চলতি মাসের 18 তারিখ থেকে। এতে যাত্রীদের জনপ্রতি 23,850/-টাকা খরচ হবে। এছাড়াও 25 তারিখ কেরালা যাত্রাতে জনপ্রতি 38,925/- টাকা খরচ হবে যাত্রীদের। সাত রাত্রি ও 8 দিনের এই ভ্রমণে কেরালার কোচি, মুন্নার, থেককাডি,আলেপ্পি এবং তিরুঅনন্তপুরম ঘুরতে পারবেন যাত্রীরা।

আরও পড়ুন: বাতিল হওয়া দূরপাল্লার ট্রেন ফের চালু করছে পূর্ব রেল

15 তারিখ গুজরাতের আহমেদাবাদের স্ট্যাচু অফ ইউনিটি, গির, দ্বারকা, সোমনাথ, নাগেশ্বর, রাজকোট ঘুরে দেখতে পারবেন যাত্রীরা। এর জন্য যাত্রীদের খরচ হবে জন প্রতি 30,075/- টাকা। যদি কেউ নেপাল যেতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এই প্যাকেজে। নেপাল যাত্রার দিন ধার্য করা হয়েছে 27 তারিখ। নেপালে 7 রাত্রি ও 8 দিনের এই টুরে কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান ঘুরে আসতে খরচ হবে জন প্রতি 28,245/- টাকা ৷ রেলের এই যাবতীয় ট্যুর সংক্রান্ত বিস্তারিত বিবরণ জানতে রেলের বিশেষ নম্বর 9002040020/9002040126 ফোন করতে হবে। এছাড়াও www.irctctourism.com থেকে ভ্রমণের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন পর্যটকরা। এছাড়াও রেলের কয়লাঘাটার অফিস থেকেও এর তথ্য মিলবে বলেই জানাচ্ছে রেল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.