ETV Bharat / state

SER Earns Highest Revenue: টিকিট চেকিং বাবদ সর্বোচ্চ আয়, কর্মীদের সংবর্ধনা দিল দক্ষিণ-পূর্ব রেল - হাওড়ার খবর

টিকিট চেকিং বাবদ সর্বোচ্চ আয় হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway)৷ সেই কারণে কর্মীদের সংবর্ধনা দেওয়া হল (SER Earns Highest Revenue)৷

South Eastern Railway ETV Bharat
দক্ষিণ-পূর্ব রেল
author img

By

Published : Feb 7, 2023, 12:32 PM IST

Updated : Feb 7, 2023, 1:05 PM IST

হাওড়া, 7 ফেব্রুয়ারি: দক্ষিণ-পূর্ব রেলের (SER Earns Highest Revenue) বাণিজ্য বিভাগ 53 জন টিকিট পরীক্ষক কর্মীকে অনুকরণীয় কাজের জন্য এবং সর্বোচ্চ টিকিট চেকিং (Highest revenue for ticket checking) বাবদ আয়ের জন্য 26 জন কর্মীকে সম্মানিত করেছে (SER Felicitates Employees)। গত বছরের এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে ।

দক্ষিণ-পূর্ব রেলের সিসিএম (পিএম)মনোজ কুমার ওই কর্মীদের অভুতপূর্ব কাজের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, রোজ নির্ধারিত কর্তব্যের বাইরে গিয়ে এই কর্মীরা চিত্তাকর্ষক এবং বিশ্বাসযোগ্য জনসেবা প্রদানের জন্য নিজেদেরকে নিয়োজিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে । যা জনসাধারণের জন্য দীর্ঘস্থায়ী ও ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করেছে (Howrah News)।

এই ধরনের ইতিবাচক অবদান এবং অনুকরণীয় মনোভাবের স্বীকৃতিস্বরূপ, বাণিজ্যিক বিভাগ এই প্রথম প্রশংসনীয় কাজের জন্য কর্মীদের সংবর্ধনা দেওয়া শুরু করেছে । এতে শুধু কর্মীদের মনোবলই বাড়বে না, পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলের বিভাগ এবং সংস্থার ভাবমূর্তিও উন্নত হবে বলে মনে করেন মনোজ কুমার ।

এছাড়াও রেলওয়ে চত্বরে পাওয়া পলাতক শিশুদের উদ্ধারের জন্য 2022 সালের জুলাই মাসে 38 জন কর্মীকে সংবর্ধিত করা হয়েছিল । আজ 53 জন কর্মীকে শিশুদের উদ্ধার, হারিয়ে যাওয়া যাত্রীর লাগেজ ফেরত দেওয়া, অসুস্থ যাত্রীদের সহায়তা প্রদান এবং অপরাধীদের গ্রেফতারের জন্য সংবর্ধিত করা হয়েছে । এসইআর-এর টিকিট চেকিং শাখা থেকে 26 জন সর্বোচ্চ উপার্জনকারীকেও তাঁদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিয়ে সংবর্ধিত করা হয়েছে । মনোজ কুমার তাঁদের অবদানের জন্য সমস্ত কর্মীকে ধন্যবাদ জানান ।

আরও পড়ুন: পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, দেখে নিন তালিকা

2023 সালের জানুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল 90.28 কোটি টাকা টিকিট চেকিং থেকে আয় করেছে । টিকিট চেকিং-এ আয় 2022-2023-এ 100 কোটি টাকা, যা একটি মাইলফলক হতে চলেছে । পিসিসিএম/এসইআর মহম্মদ ওয়েসিস 75 জন কর্মীকে প্রশংসনীয় কাজের জন্য এবং দক্ষিণ-পূর্ব রেলের টিকিট চেকিং কর্মীদের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারীদের প্রশংসাপত্র প্রদান করেছেন ।

এপ্রিল 2022 থেকে ডিসেম্বর 2022 পর্যন্ত সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে যাঁরা আছেন তাঁরা হলেন: পীযূষ কুমার টিই/আরএনসি (ওপেন মুভমেন্ট), দক্ষিণ পূর্ব রেলে তাঁর দেওয়া 9483 সংখ্যক মামলার মাধ্যমে সর্বোচ্চ 85,49,530 টাকা উপার্জন করেছে । পিন্টু দাস এসটিসিএস/আরএমজে (ওপেন মুভমেন্ট), দক্ষিণ-পূর্ব রেল তাঁর 9686টি মামলার মাধ্যমে 78,24,785 টাকা দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে । সাবিত্রী সাউ, টিটিআই/এইচডব্লিউএইচ (ওপেন মুভমেন্ট) - 6830টি মামলা নিয়ে এসইআর-এ তৃতীয় সর্বোচ্চ আয় দিয়েছেন তিনি ৷ তার পরিমাণ 4,621,640 টাকা ।

হাওড়া, 7 ফেব্রুয়ারি: দক্ষিণ-পূর্ব রেলের (SER Earns Highest Revenue) বাণিজ্য বিভাগ 53 জন টিকিট পরীক্ষক কর্মীকে অনুকরণীয় কাজের জন্য এবং সর্বোচ্চ টিকিট চেকিং (Highest revenue for ticket checking) বাবদ আয়ের জন্য 26 জন কর্মীকে সম্মানিত করেছে (SER Felicitates Employees)। গত বছরের এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে ।

দক্ষিণ-পূর্ব রেলের সিসিএম (পিএম)মনোজ কুমার ওই কর্মীদের অভুতপূর্ব কাজের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, রোজ নির্ধারিত কর্তব্যের বাইরে গিয়ে এই কর্মীরা চিত্তাকর্ষক এবং বিশ্বাসযোগ্য জনসেবা প্রদানের জন্য নিজেদেরকে নিয়োজিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে । যা জনসাধারণের জন্য দীর্ঘস্থায়ী ও ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করেছে (Howrah News)।

এই ধরনের ইতিবাচক অবদান এবং অনুকরণীয় মনোভাবের স্বীকৃতিস্বরূপ, বাণিজ্যিক বিভাগ এই প্রথম প্রশংসনীয় কাজের জন্য কর্মীদের সংবর্ধনা দেওয়া শুরু করেছে । এতে শুধু কর্মীদের মনোবলই বাড়বে না, পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলের বিভাগ এবং সংস্থার ভাবমূর্তিও উন্নত হবে বলে মনে করেন মনোজ কুমার ।

এছাড়াও রেলওয়ে চত্বরে পাওয়া পলাতক শিশুদের উদ্ধারের জন্য 2022 সালের জুলাই মাসে 38 জন কর্মীকে সংবর্ধিত করা হয়েছিল । আজ 53 জন কর্মীকে শিশুদের উদ্ধার, হারিয়ে যাওয়া যাত্রীর লাগেজ ফেরত দেওয়া, অসুস্থ যাত্রীদের সহায়তা প্রদান এবং অপরাধীদের গ্রেফতারের জন্য সংবর্ধিত করা হয়েছে । এসইআর-এর টিকিট চেকিং শাখা থেকে 26 জন সর্বোচ্চ উপার্জনকারীকেও তাঁদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিয়ে সংবর্ধিত করা হয়েছে । মনোজ কুমার তাঁদের অবদানের জন্য সমস্ত কর্মীকে ধন্যবাদ জানান ।

আরও পড়ুন: পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, দেখে নিন তালিকা

2023 সালের জানুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেল 90.28 কোটি টাকা টিকিট চেকিং থেকে আয় করেছে । টিকিট চেকিং-এ আয় 2022-2023-এ 100 কোটি টাকা, যা একটি মাইলফলক হতে চলেছে । পিসিসিএম/এসইআর মহম্মদ ওয়েসিস 75 জন কর্মীকে প্রশংসনীয় কাজের জন্য এবং দক্ষিণ-পূর্ব রেলের টিকিট চেকিং কর্মীদের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারীদের প্রশংসাপত্র প্রদান করেছেন ।

এপ্রিল 2022 থেকে ডিসেম্বর 2022 পর্যন্ত সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে যাঁরা আছেন তাঁরা হলেন: পীযূষ কুমার টিই/আরএনসি (ওপেন মুভমেন্ট), দক্ষিণ পূর্ব রেলে তাঁর দেওয়া 9483 সংখ্যক মামলার মাধ্যমে সর্বোচ্চ 85,49,530 টাকা উপার্জন করেছে । পিন্টু দাস এসটিসিএস/আরএমজে (ওপেন মুভমেন্ট), দক্ষিণ-পূর্ব রেল তাঁর 9686টি মামলার মাধ্যমে 78,24,785 টাকা দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে । সাবিত্রী সাউ, টিটিআই/এইচডব্লিউএইচ (ওপেন মুভমেন্ট) - 6830টি মামলা নিয়ে এসইআর-এ তৃতীয় সর্বোচ্চ আয় দিয়েছেন তিনি ৷ তার পরিমাণ 4,621,640 টাকা ।

Last Updated : Feb 7, 2023, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.