ETV Bharat / state

হাওড়া আদালতের আইনজীবীদের মার খাওয়ার মামলায় শুনানি স্থগিত - KOLKATA HIGH COURT

এই মুহূর্তে যে কোনও নির্দেশ দিলে নির্বাচন কমিশনের সঙ্গে হাইকোর্টের সংঘাত তৈরি হতে পারে । তাই হাওড়া আদালতের ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে যে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছিল হাইকোর্ট, সেই মামলার শুনানি পিছিয়ে গেল আগামী ৮ মে পর্যন্ত।

ফাইল ফোটো
author img

By

Published : May 1, 2019, 9:29 PM IST

কলকাতা, 1 মে : 6 মে হাওড়ার দুটি কেন্দ্রে লোকসভা নির্বাচন । তাই এখন সবই নির্বাচন কমিশনের অধীনে । এই মুহূর্তে কোনও নির্দেশ দিলে সরাসরি নির্বাচনের কমিশনের সঙ্গে হাইকোর্টের সংঘাত তৈরি হতে পারে । তাই আপাতত হাওড়া আদালতের আইনজীবী ও পৌরনিগমের কর্মীদের মারামারি সংক্রান্ত মামলার শুনানি ৮ মে পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণান ।

প্রসঙ্গত, 24 এপ্রিল গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগমের কর্মী ও হাওড়া আদালতের আইনজীবীদের একাংশের মধ্যে সংঘর্ষ বাধে । দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয় হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ । ঘটনার জেরে আহত হন দু'পক্ষের কমপক্ষে সাতজন । আইনজীবীদের মারধর করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৫ এপ্রিল থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । প্রশাসনের তরফে এই বিষয়ে তেমন কোনও পদক্ষেপ না নেওয়া হলেও হাইকোর্টের তরফে ২৫ এপ্রিল সন্ধেয় এই ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে মামলা দায়ের করা হয় । সেই মামলার শুনানিতে ২৯ এপ্রিল সব পক্ষকেই আলাদা ভাবে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । সেই হলফনামা জমা পড়েছে । এরপর আজ সেই মামলার শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতি ।

তবে, আজও হাইকোর্টে কর্মবিরতি অব্যাহত । আইনজীবীরা যোগ দেননি কাজে । আগামীকাল বেলা ৩ টের সময় বার কাউন্সিলের পরবর্তী মিটিং হওয়ার কথা । এখন সবপক্ষই তাকিয়ে কাউন্সিল কী সিদ্ধান্ত গ্রহণ করে সেই দিকে । তবে সমস্যার সমাধান এখনই হবে বলে মনে করছেন না বেশিরভাগ আইনজীবীই ।

কলকাতা, 1 মে : 6 মে হাওড়ার দুটি কেন্দ্রে লোকসভা নির্বাচন । তাই এখন সবই নির্বাচন কমিশনের অধীনে । এই মুহূর্তে কোনও নির্দেশ দিলে সরাসরি নির্বাচনের কমিশনের সঙ্গে হাইকোর্টের সংঘাত তৈরি হতে পারে । তাই আপাতত হাওড়া আদালতের আইনজীবী ও পৌরনিগমের কর্মীদের মারামারি সংক্রান্ত মামলার শুনানি ৮ মে পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণান ।

প্রসঙ্গত, 24 এপ্রিল গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগমের কর্মী ও হাওড়া আদালতের আইনজীবীদের একাংশের মধ্যে সংঘর্ষ বাধে । দু'পক্ষের মধ্যে তুমুল ইটবৃষ্টি হয় হয়। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ । ঘটনার জেরে আহত হন দু'পক্ষের কমপক্ষে সাতজন । আইনজীবীদের মারধর করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ২৫ এপ্রিল থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । প্রশাসনের তরফে এই বিষয়ে তেমন কোনও পদক্ষেপ না নেওয়া হলেও হাইকোর্টের তরফে ২৫ এপ্রিল সন্ধেয় এই ঘটনায় স্বতঃস্ফূর্তভাবে মামলা দায়ের করা হয় । সেই মামলার শুনানিতে ২৯ এপ্রিল সব পক্ষকেই আলাদা ভাবে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । সেই হলফনামা জমা পড়েছে । এরপর আজ সেই মামলার শুনানি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতি ।

তবে, আজও হাইকোর্টে কর্মবিরতি অব্যাহত । আইনজীবীরা যোগ দেননি কাজে । আগামীকাল বেলা ৩ টের সময় বার কাউন্সিলের পরবর্তী মিটিং হওয়ার কথা । এখন সবপক্ষই তাকিয়ে কাউন্সিল কী সিদ্ধান্ত গ্রহণ করে সেই দিকে । তবে সমস্যার সমাধান এখনই হবে বলে মনে করছেন না বেশিরভাগ আইনজীবীই ।

Wb_kol_cyclone ser er train schedule_papri কলকাতা, 1 মে: ঘূর্ণিঝড় ফনির মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ পূর্ব রেল। একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রীদের সুরক্ষার জন্য দক্ষিণ পূর্ব রেল কতৃপক্ষের তরফে বিশেষ নজরদারি দল মোতায়েন করা হতে চলেছে, কোনও ট্রেন ঝড়ের কারণে বিকল হয়ে পড়লে যাতে ট্রেনটি দ্রুত মেরামত করা সম্ভব হয় তাই ভ্যান রাখা রয়েছেন। পাশাপাশি ঝড়ের জন্য কোথাও ত্রাণ কার্যের জন্য বিশেষ ট্রেনও রাখা হয়েছে। দ্রুত ত্রাণের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট দল রাখা হয়েছে। স্থানীয় কর্তৃত্বদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পুরী, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম ও দক্ষিণ ভারতের বেশ কয়েকটি গন্তব্যের ট্রেন বাতিল হতে পারে বা যাত্রাপথ পরিবর্তন করা হতে পারে। এছাড়া বেশ কিছু ট্রেন আংশিক ভাবেও বাতিল করা হতে পারে। যে ঝড়ের জন্য যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেইসব স্টেশনের ট্রেন বাতিল করার নির্দেশ ইতিমধ্যেই জারি করেছে ইস্ট কোস্ট রেল কতৃপক্ষ। পূর্ব রেল কতৃপক্ষর তরফে জানানো হয়েছে যে ঝড়ের কারণে যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সব লাইনের ট্রেন বাতিল হতে পারে। শিয়ালদহ ও হাওড়ার বেশ কয়েকটি লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হতে পারে বা যাত্রাপথ বদল হতে পারে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.