ETV Bharat / state

Howrah Jute Mill Roof Collapse: হাওড়ায় জুটমিলের ছাদ ভেঙে আহত 6

Hanuman Jutmill Roof Collapse: হাওড়ায় হনুমান জুটমিলের ছাদ ভেঙে আহত হলেন বেশ কয়েকজন ৷ অভিযোগ, অবৈধভাবে কমজোরি ছাদের উপর নির্মাণের কাজ চলছিল ৷ সেই কারণেই জুটমিলের ছাদটি ভেঙে পড়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 1:28 PM IST

Updated : Nov 10, 2023, 1:39 PM IST

হনুমান জুটমিলের বেআইনি নির্মাণ ভেঙে আহত একাধিক

হাওড়া, 10 নভেম্বর: হাওড়ায় জুটমিলের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুরির হনুমান জুটমিলে ৷ এই ঘটনায় ধ্বংসস্তূপে তিনজনের চাপা পড়ে যান ৷ পরে তাঁদের উদ্ধার করা হয়। অভিযোগ পুরনো কমজোরি ছাদের উপরে অবৈধভাবে নির্মাণের কাজ চলছিল ৷ সেই ভার সইতে না পেরেই আজ সকাল 6টা 5 মিনিট নাগাদ জুটমিলের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন ৷

স্থানীয় সূত্রে খবর, এই হনুমান জুটমিল বহুদিনের পুরনো ৷ সেখানেই একটি অংশে ছাদের উপরে ঘর তৈরির কাজ চলছিল ৷ সেই অংশে জুটমিলের একটি মেশিন রয়েছে ৷ আজ সকাল 6টা নাগাদ এক শ্রমিক সেই মেশিনে কাজ করে যান ৷ তার ঠিক 5 মিনিট পরেই উপরের অংশ সমেত হুড়মুড়িয়ে ছাদটি ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, সেই সময় ওই অংশ প্রায় 6 জনের মতো ছিলেন ৷ তিনজন কোনও ক্রমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও, আরও 3 জন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান ৷ বেশ কিছুটা সময় পরে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। তিনজনের খানিকটা হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

স্থানীয় বাসিন্দা রাহুল রায়ের অভিযোগ, "জুটমিলের ওই অংশে অবৈধভাবে নির্মাণ কাজ চলছিল ৷ বহু পুরনো এই মিলে রক্ষণাবেক্ষণের কোনও কাজ না করেই এই নির্মাণের কাজ চালছিল ৷ আজ সকাল 6টা নাগাদ একজন শ্রমিক ওই অংশে থাকা মেশিনে কাজ করে গিয়েছে ৷ তিনজন শ্রমিক ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ৷ বেআইনিভাবে নির্মাণ করার জন্যই ভার রাখতে পারেনি পুরনো ওই ছাদ ৷"

খবর পেয়ে মালি পাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে ৷ আর্থমুভার নামিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ৷ দমকল ও বিপর্যদ মোকাবিলা দফতরের কর্মীরাও জুটমিলে উদ্ধারকাজে নেমেছে ৷ এই ঘটনায় জুটমিলের মালিকপক্ষের বিরুদ্ধে শ্রমিকের ক্ষোভ জন্মেছে ৷ কীভাবে কমজোরি ওই বহুতলের উপরে বেআইনিভাবে নির্মাণকাজ চলছিল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে, ভগ্নপ্রায় ওই জুটমিলের বিপজ্জনক অংশ খালি করে দেওয়া হয়েছে ৷ পুলিশ ও দমকল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

1 ফরশোর রোডের কারখানা থেকে ছড়াল বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন

2 আসানসোলে 50 হাজার ধস কবলিতদের পুনর্বাসন বিশবাঁও জলে, চলছে রাজনৈতিক চাপানউতোর

হনুমান জুটমিলের বেআইনি নির্মাণ ভেঙে আহত একাধিক

হাওড়া, 10 নভেম্বর: হাওড়ায় জুটমিলের ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ঘুসুরির হনুমান জুটমিলে ৷ এই ঘটনায় ধ্বংসস্তূপে তিনজনের চাপা পড়ে যান ৷ পরে তাঁদের উদ্ধার করা হয়। অভিযোগ পুরনো কমজোরি ছাদের উপরে অবৈধভাবে নির্মাণের কাজ চলছিল ৷ সেই ভার সইতে না পেরেই আজ সকাল 6টা 5 মিনিট নাগাদ জুটমিলের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন ৷

স্থানীয় সূত্রে খবর, এই হনুমান জুটমিল বহুদিনের পুরনো ৷ সেখানেই একটি অংশে ছাদের উপরে ঘর তৈরির কাজ চলছিল ৷ সেই অংশে জুটমিলের একটি মেশিন রয়েছে ৷ আজ সকাল 6টা নাগাদ এক শ্রমিক সেই মেশিনে কাজ করে যান ৷ তার ঠিক 5 মিনিট পরেই উপরের অংশ সমেত হুড়মুড়িয়ে ছাদটি ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, সেই সময় ওই অংশ প্রায় 6 জনের মতো ছিলেন ৷ তিনজন কোনও ক্রমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও, আরও 3 জন ধ্বংসস্তূপে চাপা পড়ে যান ৷ বেশ কিছুটা সময় পরে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। তিনজনের খানিকটা হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

স্থানীয় বাসিন্দা রাহুল রায়ের অভিযোগ, "জুটমিলের ওই অংশে অবৈধভাবে নির্মাণ কাজ চলছিল ৷ বহু পুরনো এই মিলে রক্ষণাবেক্ষণের কোনও কাজ না করেই এই নির্মাণের কাজ চালছিল ৷ আজ সকাল 6টা নাগাদ একজন শ্রমিক ওই অংশে থাকা মেশিনে কাজ করে গিয়েছে ৷ তিনজন শ্রমিক ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ৷ বেআইনিভাবে নির্মাণ করার জন্যই ভার রাখতে পারেনি পুরনো ওই ছাদ ৷"

খবর পেয়ে মালি পাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে ৷ আর্থমুভার নামিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে ৷ দমকল ও বিপর্যদ মোকাবিলা দফতরের কর্মীরাও জুটমিলে উদ্ধারকাজে নেমেছে ৷ এই ঘটনায় জুটমিলের মালিকপক্ষের বিরুদ্ধে শ্রমিকের ক্ষোভ জন্মেছে ৷ কীভাবে কমজোরি ওই বহুতলের উপরে বেআইনিভাবে নির্মাণকাজ চলছিল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ইতিমধ্যে, ভগ্নপ্রায় ওই জুটমিলের বিপজ্জনক অংশ খালি করে দেওয়া হয়েছে ৷ পুলিশ ও দমকল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

1 ফরশোর রোডের কারখানা থেকে ছড়াল বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন

2 আসানসোলে 50 হাজার ধস কবলিতদের পুনর্বাসন বিশবাঁও জলে, চলছে রাজনৈতিক চাপানউতোর

Last Updated : Nov 10, 2023, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.