ETV Bharat / state

রাজ্যপাল পদটাই তুলে দেওয়া উচিত, দাবি প্রসূনের - হাওড়া

সোমবার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যপাল জগদীপ ধনখড় 'ডেঞ্জারাস ম্যান' । রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য লোকসভায় সরব হব ৷"

রাজ্যপাল পদ উঠে যাক বিজেপি নেতার মতো আচরণ জগদীপের, মন্তব্য প্রসূনের
রাজ্যপাল পদ উঠে যাক বিজেপি নেতার মতো আচরণ জগদীপের, মন্তব্য প্রসূনের
author img

By

Published : Jun 23, 2021, 6:52 AM IST

হাওড়া, 23 জুন: রাজ্যপাল পদ তুলে দেওয়া উচিত বলে দাবি করলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন শিবপুর জৈন হাসপাতালে দাদা পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে বেড দান করতে এসে এমনই মন্তব্য করলেন তিনি ৷

প্রসূন বলেন, "রাজ্যপাল জগদীপ ধনখড় 'ডেঞ্জারাস ম্যান'।" তিনি দাবি করেন, "রাজ্যপাল বিজেপি নেতার মতো কথা বলেন । রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য লোকসভায় সরব হব ৷"

শুনুন কী বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়

প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "সদ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে । তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অথচ মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা না করে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের সমালোচনা করে বিভিন্ন বিষয় টুইট করছেন । রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কাজ করা। যেভাবে কাজ করছেন সেটা বাংলার মানুষকে অপমান করা। এটা তিনি করতে পারেন না।"

হাওড়া সদরের সাংসদ বলেন, "2017 সালে লোকসভায় রাজ্যপাল পদ তুলে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল । বেশিরভাগ দলই পদ তুলে দেওয়ার বিষয়ে সরব হয়েছিল । কারণ মোটা টাকা খরচ করে ওই পদ রাখার যৌক্তিকতা নেই । এখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিনের পর দিন যেভাবে বিজেপি নেতার মতো আচরণ করছেন, তাতে এই পদের প্রয়োজন আছে কিনা তা নিয়ে ফের প্রশ্ন উঠছে ৷"

হাওড়া, 23 জুন: রাজ্যপাল পদ তুলে দেওয়া উচিত বলে দাবি করলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন শিবপুর জৈন হাসপাতালে দাদা পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে বেড দান করতে এসে এমনই মন্তব্য করলেন তিনি ৷

প্রসূন বলেন, "রাজ্যপাল জগদীপ ধনখড় 'ডেঞ্জারাস ম্যান'।" তিনি দাবি করেন, "রাজ্যপাল বিজেপি নেতার মতো কথা বলেন । রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য লোকসভায় সরব হব ৷"

শুনুন কী বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়

প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "সদ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে । তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অথচ মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা না করে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের সমালোচনা করে বিভিন্ন বিষয় টুইট করছেন । রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কাজ করা। যেভাবে কাজ করছেন সেটা বাংলার মানুষকে অপমান করা। এটা তিনি করতে পারেন না।"

হাওড়া সদরের সাংসদ বলেন, "2017 সালে লোকসভায় রাজ্যপাল পদ তুলে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল । বেশিরভাগ দলই পদ তুলে দেওয়ার বিষয়ে সরব হয়েছিল । কারণ মোটা টাকা খরচ করে ওই পদ রাখার যৌক্তিকতা নেই । এখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিনের পর দিন যেভাবে বিজেপি নেতার মতো আচরণ করছেন, তাতে এই পদের প্রয়োজন আছে কিনা তা নিয়ে ফের প্রশ্ন উঠছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.