হাওড়া , 21 মে : হাওড়ায় আমফানের দাপটে মৃত্যু হল পাঁচজনের ৷ তাঁদের বেশিরভাগই হাওড়া গ্রামীণের বাসিন্দা ৷ এঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে পাঁচলা ব্লক এলাকায় ৷ আর একজনের মৃত্যু হয়েছে উলুবেড়িয়া 2 নম্বর ব্লকে । বেলুড়ের হারাধন মুখার্জি রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের ।
হাওড়া গ্রামীণ এলাকায় এলাকায় চারজনের মৃত্যু হয়েছে ৷ মৃতেরা হলেন , ভারতী প্রামাণিক , আর্যাফ বিবি , শম্ভু পাত্র ও সুকুমার ঢালি । ভারতীর বাড়ি তুলসিবেড়িয়ার সুমদায় ৷ ঘরের চাল ভেঙে তাঁর উপর ভেঙে পড়ে ৷ তখনই মৃত্যু হয় তাঁর ৷ অন্যদিকে , আর্যাফের বাড়ি রাজাপুর থানার মল্লিক পোলে । গাছ উপড়ে পড়ে তাঁর মৃত্যু হয় । এদিকে , পাঁচলার বাসিন্দা শম্ভু পাত্র ৷ ঘরের টালি ভেঙে পড়ায় তাঁর মৃত্যু হয় ৷ আর পাঁচলার তালবন্দীর বাসিন্দা সুকুমার ঢালি এক কারখানার কর্মী । তিনি কারখানার পাঁচিল চাপা পড়ে মারা যান । তা ছাড়া , হাওড়া গ্রামীণ এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ হাজার হাজার গাছ উপড়ে পড়েছে, টালি ও টিনের বাড়ির ছাউনি উড়ে গেছে , বিদ্যুতের পোস্ট উপড়ে পড়েছে। বৃহস্পতিবার বাগনান এক, দু , শ্যামপুর এক ও দুই, আমতা সহ ব্লকের বিভিন্ন জায়গায় উপড়ে পড়া গাছের সারি ও বৈদ্যুতিক খুঁটি পড়ে থাকতে দেখা যায় ।
অন্যদিকে , বেলুড়ে বিকাশ সিং নামে বছর তিরিশের এক যুবক আজ ভোরে বাড়ির কাছেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান । গতকালের ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে এই বিপত্তি ঘটে ।