হাওড়া, 10 জানুয়ারি : রাজ্যের প্রথম থ্রিডি তারামণ্ডল । জানুয়ারি মাসেই সাধারণের জন্য খুলছে হাওড়ার এই তারামণ্ডল । হাওড়া পৌরনিগমের উদ্যোগে তারামণ্ডলটি গড়ে তুলেছে কসমস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ় প্রাইভেট লিমিটেড । এটি সায়েন্স সিটির ও বিড়লা তারামণ্ডলের থেকেও অত্যাধুনিক বলে জানাচ্ছেন কসমস ইঞ্জিনিয়ারিংয়ের এক আধিকারিক । কারণ অন্য তারামণ্ডলগুলি টুডি।
কী থাকছে এই তারামণ্ডলে :
- এটি সম্পূর্ণ থ্রিডি এবং ফোর-কে প্রোজেকশন ।
- জানা গেছে, 100 টি আসন থাকছে এই তারামণ্ডলে ।
- সারাদিনে 10টি শো থাকবে ।
- বাংলা ইংরেজি ও হিন্দি তিনটি ভাষাতেই চলবে শোগুলি ।
- প্রতিটি শোয়ের সময়সীমা 25 মিনিট ।
- তারামণ্ডলটি দেখার জন্য 100 টাকা করে টিকিট করার কথা ভাবছে কর্তৃপক্ষ ।তারামণ্ডলটি গড়ে তুলেছে কসমস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ় প্রাইভেট লিমিটেড
জানুয়ারি মাসের কত তারিখ থেকে সাধারণের জন্য খোলা হবে এই তারামণ্ডল, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । পাশাপাশি থাকছে দুটি শক্তিশালী টেলিস্কোপ । জার্মানি ও ফ্রান্স থেকে আনা হয়েছে মেশিন ও প্রজেক্টরগুলি । এই তারামণ্ডলে ব্যবহার করা হয়েছে LED ল্যাম্প প্রজেক্টর । পাশাপাশি মহাকাশ সম্পর্কে আগ্রহী ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আলাদা হল । তাদের জন্য বিশেষ অ্যাস্ট্রোনমির ক্লাস হবে বলেও জানা গেছে ।