আন্দুল, 13 নভেম্বর: ফের ট্রেনে আগুন-আতঙ্ক ৷ সোমবার সকালে চলন্ত আপ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেসে ধোঁয়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ৷ এদিন সকাল আনুমানিক 9টা 45 মিনিট নাগাদ আন্দুল লেভেল ক্রসিংয়ের কাছে ঘটনাটি ঘটে । রেলের পরিভাষায় একে ব্রেক বাইন্ডিং বলে ।
ট্রেনটি আন্দুল স্টেশন ছেড়ে লেভেল ক্রসিংয়ের 17 নম্বর পোলের কাছে পৌঁছতেই ট্রেনের ব্রেক থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখা যায় । শালিমার থেকে ছেড়ে ট্রেনটি পুরী যাওয়ার পথে আন্দুলের মাশিলাতে তিন নম্বর জেনারেল কামরা ধোঁয়ায় ভরে যায় । ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে । ধোঁয়ার আতঙ্কে যাত্রীরাও ট্রেন থেকে নেমে পড়েন ।
এরপর ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা এসে ট্রেনের ব্রেক মেরামতি করার পর ট্রেন ফের চালু হয় । যদিও দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ একে বড় কোনও দুর্ঘটনা নয় বলেই জানিয়েছে । ব্রেক জ্যাম অর্থাৎ রেলের পরিভাষায় ব্রেক বাইন্ডিং হয়েছিল বলেই এই ধরণের ঘটনা ঘটেছে । রেল পরিষেবাতে এটা খুব স্বাভাবিক বিষয় বলেই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে । ব্রেক বাইন্ডিং হওয়ার সঙ্গে সঙ্গে ব্রেক রিলিজ করে দেওয়া হয় । যাত্রীরা সবাই নিরাপদ আছেন বলেই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শিখা দোলাই বলেন,"এই ট্রেনটি শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল । আন্দুল পেরোনোর পর মাশিলা পৌঁছলে আমরা দেখতে পাই ট্রেনের কামরার নীচ থেকে আগুন আর ধোঁয়া বেরোচ্ছে । ট্রেন দাঁড়িয়ে যায় । এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে সাহায্যের জন্য । ট্রেনের যাত্রীরাও ভয়ে ট্রেন থেকে নেমে পড়েছিল । রেললাইনের পাশে খাল থাকায় সেখান থেকেই জল তুলে আগুন নেভানো হয় । রেলের ও পঞ্চায়েতের লোকেরা উপস্থিত হয়েছিল । তবে বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷"
আরও পড়ুন :
2. ট্রেনের সামনে ওভারহেড তার, ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামায় মৃত্যু 2 জনের