ETV Bharat / state

ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে - Fire

Fire Breaks Out in Plastic Warehouse: ফোরশোর রোডের জুটমিলের পর 24 ঘণ্টার মধ্যে হাওড়ায় ফের অগ্নিকাণ্ড ৷ এবার ঘুসুরিতে একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনা ঘটল ৷ তিন ঘণ্টার চেষ্টায় গুদামের আগুন নিয়ন্ত্রণে আনলেন দমকলের আধিকারিকরা ৷

fire in Howrah
হাওড়ার ঘুসুরিতে প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 10:32 AM IST

Updated : Nov 21, 2023, 12:37 PM IST

ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন

হাওড়া, 21 নভেম্বর: ফের হাওড়ায় অগ্নিকাণ্ড ৷ এবার ঘুসুরিতে একটি প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল । সোমবার ফোরশোর রোডের জুটমিল আগুন লেগেছিল ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই 24 ঘণ্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ড হাওড়াতে । মঙ্গলবার সকালে ঘুসুড়ির নস্কর পাড়ায় একটি প্লাস্টিক ব্যাগ ও বস্তা তৈরির কারখানা এবং গোডাউনে আগুনটি লাগে । ক্ষনিকের মধ্যেই তা ছড়িয়ে পড়ে । গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায় । এলাকার রাস্তা ছোট হওয়ায় দমকলের গাড়িকে ঘটনাস্থলে পৌঁছতে সমস্যায় পড়তে হয় ।

স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে 7টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটেছে । এরপর এলাকার বাসিন্দারাই পুলিশ ও দমকলে খবর দেয় ৷ ঘটনাস্থলে একে একে আসে দমকলের চারটি ইঞ্জিন । প্রায় তিন ঘণ্টার চেষ্টায় গুদামের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলের আধিকারিকরা । আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে ।

স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র চৌহান বলেন, "সকাল সাড়ে 7টা থেকে 7টা 45 মিনিটের মধ্যে আগুনটি লাগে । সকালে ঘুম থেকে উঠে চারিদিকে ধোঁয়া দেখতে পাই । এরপর বুঝতে পারি গুদামের ছাদে আগুন লেগেছে । তারপর দমকলে খবর দেওয়া হয় ৷ তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে । দীর্ঘ তিন ঘণ্টার পর চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । ছটপুজোর কারণে গুদাম বন্ধ ছিল ৷ তাই গুদামে কর্মীরা কেউ ছিল না । ফলে হতাহতের কোনও খবর নেই ৷" দমকল আধিকারিক রঞ্জনকুমার ঘোষ বলেন, "বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৷ কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এলাকায় বৈআইনিভাবে গোডাউন চালালে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন ৷"

উল্লেখ্য, সোমবার ভোর 4টে 45 মিনিট নাগাদ হাওড়ার ফোরশোর রোডে একটি জুটমিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল । ওই ঘটনায় দমকলের তরফে জানানো হয়েছিল, গুদামে প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টাদেড়েকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এনেছিল । এরপর ফের মঙ্গলবার ঘুসুরিতে আগুন লাগার ঘটনা ঘটল ৷ এর জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা । বারবার হাওড়ায় এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা ।

আরও পড়ুন:

  1. ফরশোর রোডের কারখানা থেকে ছড়াল বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন
  2. হাওড়ার তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 11টি ইঞ্জিন

ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন

হাওড়া, 21 নভেম্বর: ফের হাওড়ায় অগ্নিকাণ্ড ৷ এবার ঘুসুরিতে একটি প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটল । সোমবার ফোরশোর রোডের জুটমিল আগুন লেগেছিল ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই 24 ঘণ্টার মধ্যেই ফের অগ্নিকাণ্ড হাওড়াতে । মঙ্গলবার সকালে ঘুসুড়ির নস্কর পাড়ায় একটি প্লাস্টিক ব্যাগ ও বস্তা তৈরির কারখানা এবং গোডাউনে আগুনটি লাগে । ক্ষনিকের মধ্যেই তা ছড়িয়ে পড়ে । গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায় । এলাকার রাস্তা ছোট হওয়ায় দমকলের গাড়িকে ঘটনাস্থলে পৌঁছতে সমস্যায় পড়তে হয় ।

স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে 7টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটেছে । এরপর এলাকার বাসিন্দারাই পুলিশ ও দমকলে খবর দেয় ৷ ঘটনাস্থলে একে একে আসে দমকলের চারটি ইঞ্জিন । প্রায় তিন ঘণ্টার চেষ্টায় গুদামের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলের আধিকারিকরা । আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় তা নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে ।

স্থানীয় বাসিন্দা রাজেন্দ্র চৌহান বলেন, "সকাল সাড়ে 7টা থেকে 7টা 45 মিনিটের মধ্যে আগুনটি লাগে । সকালে ঘুম থেকে উঠে চারিদিকে ধোঁয়া দেখতে পাই । এরপর বুঝতে পারি গুদামের ছাদে আগুন লেগেছে । তারপর দমকলে খবর দেওয়া হয় ৷ তারা এসে আগুন নেভানোর চেষ্টা করে । দীর্ঘ তিন ঘণ্টার পর চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । ছটপুজোর কারণে গুদাম বন্ধ ছিল ৷ তাই গুদামে কর্মীরা কেউ ছিল না । ফলে হতাহতের কোনও খবর নেই ৷" দমকল আধিকারিক রঞ্জনকুমার ঘোষ বলেন, "বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ৷ কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এলাকায় বৈআইনিভাবে গোডাউন চালালে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন ৷"

উল্লেখ্য, সোমবার ভোর 4টে 45 মিনিট নাগাদ হাওড়ার ফোরশোর রোডে একটি জুটমিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল । ওই ঘটনায় দমকলের তরফে জানানো হয়েছিল, গুদামে প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৷ দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টাদেড়েকের চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে এনেছিল । এরপর ফের মঙ্গলবার ঘুসুরিতে আগুন লাগার ঘটনা ঘটল ৷ এর জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা । বারবার হাওড়ায় এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা ।

আরও পড়ুন:

  1. ফরশোর রোডের কারখানা থেকে ছড়াল বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন
  2. হাওড়ার তেলের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের 11টি ইঞ্জিন
Last Updated : Nov 21, 2023, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.