ETV Bharat / state

Road Accident in Howrah: জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত একই পরিবারের তিন - Road Accident in Howrah

স্থানীয় সূত্রে খবর, এরা তিনজন বাইকে সওয়ায় হয়ে রানিহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন । নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রলারকে ধাক্কা মারে বাইকটি (Fatal Road Accident) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 22, 2022, 10:34 PM IST

হাওড়া, 22 নভেম্বর: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের তিনজন (Fatal Road Accident claims 3 lives) । মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়া মনসাতলা এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের নাম শেখ মনতাজুল (24), শেখ বাবর আলি (25), শেখ হরিপুর (27) ।

স্থানীয় সূত্রে খবর, এরা তিনজন বাইকে সওয়ায় হয়ে রানিহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন । মনসাতলা ওভার ব্রিজ থেকে নামার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রলারকে ধাক্কা মারে । এরপরই ছিটকে পড়ে যান তিনজন বাইক আরোহী । দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে তাঁদেরকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । প্রত্যেকের মাথায় অত্যাধিক চোটের কারণে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ।

হাওড়া, 22 নভেম্বর: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল একই পরিবারের তিনজন (Fatal Road Accident claims 3 lives) । মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়া মনসাতলা এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের নাম শেখ মনতাজুল (24), শেখ বাবর আলি (25), শেখ হরিপুর (27) ।

স্থানীয় সূত্রে খবর, এরা তিনজন বাইকে সওয়ায় হয়ে রানিহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন । মনসাতলা ওভার ব্রিজ থেকে নামার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ট্রলারকে ধাক্কা মারে । এরপরই ছিটকে পড়ে যান তিনজন বাইক আরোহী । দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে তাঁদেরকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । প্রত্যেকের মাথায় অত্যাধিক চোটের কারণে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ।

আরও পড়ুন: লেগেই রয়েছে দুর্ঘটনা, প্রশাসনের হুঁশ না-ফেরায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.