ETV Bharat / state

Howrah Extortion: আরটিআই কর্মী পরিচয়ে 'তোলা' তুলতে এসে গণধোলাই খেলেন ব্যক্তি - Extortionist thrashed by local residents in howrah

আরটিআই অ্যাক্টিভিস্ট পরিচয় দিয়ে বাড়ির মালিকের থেকে টাকা তুলতে এসে বেধড়ক মার খেল রমেশ জয়সোয়াল নামে এক ব্য়ক্তি (Extortionist thrashed by local residents in howrah) । ঘটনাটি হাওড়ার মল্লিক ফটক এলাকার ৷ হাওড়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে ৷

Howrah beaten for taking money
হাওড়ায় তোলাবাজকে মারধর বাসিন্দাদের
author img

By

Published : Apr 22, 2022, 10:48 PM IST

হাওড়া, 22 এপ্রিল: নির্মীয়মাণ বিল্ডিং থেকে তোলাবাজির অভিযোগ উঠল হাওড়ার মল্লিক ফটক এলাকায় । পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের বাড়ি তারা মন্টু জয়সওয়াল নামে একজন প্রোমোটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাড়ি তৈরির অনুমতি দেন (Extortionist thrashed by local residents in howrah) । এরপরই বাড়ি নির্মাণের কাজ শুরু হতেই ওই প্রমোটারের এক আত্মীয় রমেশ জয়সওয়াল বারবার এসে তাঁদের থেকে টাকা চায় । বাড়িতে এসে তিন লক্ষ টাকার দাবিও করেন তিনি । পরিবারের অভিযোগ টাকা না পেলে বাড়ির সদস্যদের মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় । শুক্রবার ফের টাকা চাইতে বাড়িতে এলে পরিবারের মহিলা সদস্যদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে । এরপরই পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে ধরে পাল্টা মারধর করা হয় বলেই স্থানীয় সূত্রের খবর । ঘটনার কথা জানিয়ে হাওড়া থানায় লিখিত অভিযোগ করা হয় ।

আরও পড়ুন : Ashoknagar walls threat: বাড়ির দেওয়ালে খুনের হুমকি-সহ অশ্রাব্য ভাষায় কটূক্তি, ঘুম উড়েছে এলাকাবাসীর

ঘটনার সূত্রপাত হয় ওই বাড়ির পরিবারের সঙ্গে প্রমোটারের চুক্তির পর থেকেই । সূত্রের খবর, নির্মীয়মাণ ওই বাড়ির বেশ কিছু অংশ অবৈধভাবে তৈরি হয়েছে । অভিযুক্ত রমেশ জয়সওয়াল আরটিআই করে ওই তথ্য সংগ্রহ করে । এরপর পরিস্থিতির সুযোগ নিতে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিন লক্ষ টাকা দাবি করে । স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু হলে রমেশ জয়সওয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করে । নিজেকে আরটিআই অ্যাক্টিভিস্ট (Right to Information Act) হিসাবে পরিচয় দিয়ে প্রোমোটারদের হুমকি দিত এবং তিন থেকে চার লক্ষ টাকা দাবি করতেন । কখনও নিজে কখনও বা লোক পাঠিয়ে বাড়ির মালিকদের থেকে টাকা তুলত।

দীর্ঘ দু'মাস ধরে ওই পরিবারকে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল । পরিবারের সদস্য সবিতা দেবীর অভিযোগ, রোজ রোজ তাঁদের থেকে টাকা চাওয়ার জন্য উৎপাত করছে রমেশ জয়সওয়াল । তাঁদেরকে বিভিন্নভাবে হুমকিও দেয় । আজ তাঁদের পরিবারের মহিলা সদস্যের গায়ে হাত দেয় ওই ব্যক্তি । এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন । বেধড়ক মারধর করা হয় ওই তোলবাজকে ৷ পরে ঘটনাস্থলে আসে পুলিশ । হাওড়া থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

আরও পড়ুন : আবেদনের 8 মাস পার, জাতিগত শংসাপত্র না মেলায় হয়রানির শিকার দুই মহিলা

হাওড়া, 22 এপ্রিল: নির্মীয়মাণ বিল্ডিং থেকে তোলাবাজির অভিযোগ উঠল হাওড়ার মল্লিক ফটক এলাকায় । পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের বাড়ি তারা মন্টু জয়সওয়াল নামে একজন প্রোমোটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাড়ি তৈরির অনুমতি দেন (Extortionist thrashed by local residents in howrah) । এরপরই বাড়ি নির্মাণের কাজ শুরু হতেই ওই প্রমোটারের এক আত্মীয় রমেশ জয়সওয়াল বারবার এসে তাঁদের থেকে টাকা চায় । বাড়িতে এসে তিন লক্ষ টাকার দাবিও করেন তিনি । পরিবারের অভিযোগ টাকা না পেলে বাড়ির সদস্যদের মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় । শুক্রবার ফের টাকা চাইতে বাড়িতে এলে পরিবারের মহিলা সদস্যদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে । এরপরই পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে ধরে পাল্টা মারধর করা হয় বলেই স্থানীয় সূত্রের খবর । ঘটনার কথা জানিয়ে হাওড়া থানায় লিখিত অভিযোগ করা হয় ।

আরও পড়ুন : Ashoknagar walls threat: বাড়ির দেওয়ালে খুনের হুমকি-সহ অশ্রাব্য ভাষায় কটূক্তি, ঘুম উড়েছে এলাকাবাসীর

ঘটনার সূত্রপাত হয় ওই বাড়ির পরিবারের সঙ্গে প্রমোটারের চুক্তির পর থেকেই । সূত্রের খবর, নির্মীয়মাণ ওই বাড়ির বেশ কিছু অংশ অবৈধভাবে তৈরি হয়েছে । অভিযুক্ত রমেশ জয়সওয়াল আরটিআই করে ওই তথ্য সংগ্রহ করে । এরপর পরিস্থিতির সুযোগ নিতে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিন লক্ষ টাকা দাবি করে । স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু হলে রমেশ জয়সওয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করে । নিজেকে আরটিআই অ্যাক্টিভিস্ট (Right to Information Act) হিসাবে পরিচয় দিয়ে প্রোমোটারদের হুমকি দিত এবং তিন থেকে চার লক্ষ টাকা দাবি করতেন । কখনও নিজে কখনও বা লোক পাঠিয়ে বাড়ির মালিকদের থেকে টাকা তুলত।

দীর্ঘ দু'মাস ধরে ওই পরিবারকে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল । পরিবারের সদস্য সবিতা দেবীর অভিযোগ, রোজ রোজ তাঁদের থেকে টাকা চাওয়ার জন্য উৎপাত করছে রমেশ জয়সওয়াল । তাঁদেরকে বিভিন্নভাবে হুমকিও দেয় । আজ তাঁদের পরিবারের মহিলা সদস্যের গায়ে হাত দেয় ওই ব্যক্তি । এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন । বেধড়ক মারধর করা হয় ওই তোলবাজকে ৷ পরে ঘটনাস্থলে আসে পুলিশ । হাওড়া থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

আরও পড়ুন : আবেদনের 8 মাস পার, জাতিগত শংসাপত্র না মেলায় হয়রানির শিকার দুই মহিলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.