হাওড়া, 22 এপ্রিল: নির্মীয়মাণ বিল্ডিং থেকে তোলাবাজির অভিযোগ উঠল হাওড়ার মল্লিক ফটক এলাকায় । পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের বাড়ি তারা মন্টু জয়সওয়াল নামে একজন প্রোমোটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাড়ি তৈরির অনুমতি দেন (Extortionist thrashed by local residents in howrah) । এরপরই বাড়ি নির্মাণের কাজ শুরু হতেই ওই প্রমোটারের এক আত্মীয় রমেশ জয়সওয়াল বারবার এসে তাঁদের থেকে টাকা চায় । বাড়িতে এসে তিন লক্ষ টাকার দাবিও করেন তিনি । পরিবারের অভিযোগ টাকা না পেলে বাড়ির সদস্যদের মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় । শুক্রবার ফের টাকা চাইতে বাড়িতে এলে পরিবারের মহিলা সদস্যদের গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে । এরপরই পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে ধরে পাল্টা মারধর করা হয় বলেই স্থানীয় সূত্রের খবর । ঘটনার কথা জানিয়ে হাওড়া থানায় লিখিত অভিযোগ করা হয় ।
আরও পড়ুন : Ashoknagar walls threat: বাড়ির দেওয়ালে খুনের হুমকি-সহ অশ্রাব্য ভাষায় কটূক্তি, ঘুম উড়েছে এলাকাবাসীর
ঘটনার সূত্রপাত হয় ওই বাড়ির পরিবারের সঙ্গে প্রমোটারের চুক্তির পর থেকেই । সূত্রের খবর, নির্মীয়মাণ ওই বাড়ির বেশ কিছু অংশ অবৈধভাবে তৈরি হয়েছে । অভিযুক্ত রমেশ জয়সওয়াল আরটিআই করে ওই তথ্য সংগ্রহ করে । এরপর পরিস্থিতির সুযোগ নিতে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিন লক্ষ টাকা দাবি করে । স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু হলে রমেশ জয়সওয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করে । নিজেকে আরটিআই অ্যাক্টিভিস্ট (Right to Information Act) হিসাবে পরিচয় দিয়ে প্রোমোটারদের হুমকি দিত এবং তিন থেকে চার লক্ষ টাকা দাবি করতেন । কখনও নিজে কখনও বা লোক পাঠিয়ে বাড়ির মালিকদের থেকে টাকা তুলত।
দীর্ঘ দু'মাস ধরে ওই পরিবারকে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল । পরিবারের সদস্য সবিতা দেবীর অভিযোগ, রোজ রোজ তাঁদের থেকে টাকা চাওয়ার জন্য উৎপাত করছে রমেশ জয়সওয়াল । তাঁদেরকে বিভিন্নভাবে হুমকিও দেয় । আজ তাঁদের পরিবারের মহিলা সদস্যের গায়ে হাত দেয় ওই ব্যক্তি । এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন । বেধড়ক মারধর করা হয় ওই তোলবাজকে ৷ পরে ঘটনাস্থলে আসে পুলিশ । হাওড়া থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
আরও পড়ুন : আবেদনের 8 মাস পার, জাতিগত শংসাপত্র না মেলায় হয়রানির শিকার দুই মহিলা