কলকাতা, 8 অগাস্ট : চাকরির দাবিতে SSC নন টিচিং গ্রুপ Cও D ওয়েটিং প্রার্থীরা গতকাল নবান্ন অভিযান করেন । একাধিক দাবি আদায়ে হাওড়া স্টেশন থেকে ফরশোর রোড হয়ে নবান্ন-যাত্রা শুরু করেন প্রায় কয়েকশো SSC চাকরিপ্রার্থী । কিন্তু মাঝপথেই তাঁদের বাধা দেয় পুলিশ । দু'পক্ষের সাময়িক বিবাদ হয় । পরে পিছু হটেন চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, "হয় চাকরি না হলে মৃত্যু । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি চাকরি না দিলে আমাদের মৃত্যু দিক ।"
চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁরা স্কুলে চাকরির জন্য দীর্ঘদিন আন্দোলন করছেন । প্রায় 7 হাজার সফল প্রার্থী ওয়েটিং লিস্টে দীর্ঘদিন নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না । এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আগে অনশনে বসেছেন । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । তাঁদের দাবি, বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলে নন টিচিং স্টাফের পদ শূন্য রয়েছে, তা অবিলম্বে পূরণ করতে হবে । দাবিদাওয়া নিয়ে এবার তাঁরা নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয় ৷ মাঝপথেই আটকায় পুলিশ ৷
এই বিষয়ে, চাকরিপ্রার্থী বিশ্বজিৎ সরকার বলেন, "আমাদের নবান্ন অভিযান ছিল ৷ পুলিশ মাঝরাস্তায় আটকে দিয়েছে ৷ দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছি ৷ আমাদেরও পেটের জ্বালা আছে৷ এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি ৷ ওঁর হস্তক্ষেপে যদি অন্যরা চাকরি পায়, তাহলে আমরা কেন পাব না ? আমরা যদি এবার চাকরি না পাই, তাহলে আত্মহত্যা করব ৷ হয় চাকরি চাই, না হলে স্বেচ্ছামৃত্যু দেওয়া হোক ৷ পুলিশ আটকে দিচ্ছে ৷ আমরা নানা জেলা থেকে এসেছি ৷ স্টেশনে পড়ে আছি ৷ আমরা আপনার সন্তান ৷ আমাদের সঙ্গে মাতৃসুলভ আচরণ করুন ৷"
চাকরিপ্রার্থী শুক্লা বিশ্বাস বলেন, "আমরা দিদির সঙ্গে দেখা করতে চাই ৷ শান্তিপূর্ণভাবে একটি ডেপুটেশন দিতে চাই ৷ কিন্তু পুলিশ আমাদের আটকে দিয়েছে ৷ আগে আমাদের চাকরি সুনিশ্চিত করতে হবে ৷"