ETV Bharat / state

"চাকরি না পেলে আত্মহত্যাই পথ", নবান্ন অভিযানে চাকরিপ্রার্থীরা - SSC চাকরিপ্রার্থী

গতকাল চাকরির দাবিতে SSC নন টিচিং গ্রুপ Cও D ওয়েটিং প্রার্থীরা নবান্ন অভিযান করেন । কিন্তু মাঝপথেই তাঁদের বাধা দেয় পুলিশ । তাঁদের দাবি, "হয় চাকরি না হলে মৃত্যু । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি চাকরি না দিলে আমাদের মৃত্যু দিক ।"

ফাইল ফোটো
author img

By

Published : Aug 8, 2019, 5:44 AM IST

Updated : Aug 8, 2019, 7:57 AM IST

কলকাতা, 8 অগাস্ট : চাকরির দাবিতে SSC নন টিচিং গ্রুপ Cও D ওয়েটিং প্রার্থীরা গতকাল নবান্ন অভিযান করেন । একাধিক দাবি আদায়ে হাওড়া স্টেশন থেকে ফরশোর রোড হয়ে নবান্ন-যাত্রা শুরু করেন প্রায় কয়েকশো SSC চাকরিপ্রার্থী । কিন্তু মাঝপথেই তাঁদের বাধা দেয় পুলিশ । দু'পক্ষের সাময়িক বিবাদ হয় । পরে পিছু হটেন চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, "হয় চাকরি না হলে মৃত্যু । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি চাকরি না দিলে আমাদের মৃত্যু দিক ।"

চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁরা স্কুলে চাকরির জন্য দীর্ঘদিন আন্দোলন করছেন । প্রায় 7 হাজার সফল প্রার্থী ওয়েটিং লিস্টে দীর্ঘদিন নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না । এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আগে অনশনে বসেছেন । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । তাঁদের দাবি, বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলে নন টিচিং স্টাফের পদ শূন্য রয়েছে, তা অবিলম্বে পূরণ করতে হবে । দাবিদাওয়া নিয়ে এবার তাঁরা নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয় ৷ মাঝপথেই আটকায় পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে, চাকরিপ্রার্থী বিশ্বজিৎ সরকার বলেন, "আমাদের নবান্ন অভিযান ছিল ৷ পুলিশ মাঝরাস্তায় আটকে দিয়েছে ৷ দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছি ৷ আমাদেরও পেটের জ্বালা আছে৷ এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি ৷ ওঁর হস্তক্ষেপে যদি অন্যরা চাকরি পায়, তাহলে আমরা কেন পাব না ? আমরা যদি এবার চাকরি না পাই, তাহলে আত্মহত্যা করব ৷ হয় চাকরি চাই, না হলে স্বেচ্ছামৃত্যু দেওয়া হোক ৷ পুলিশ আটকে দিচ্ছে ৷ আমরা নানা জেলা থেকে এসেছি ৷ স্টেশনে পড়ে আছি ৷ আমরা আপনার সন্তান ৷ আমাদের সঙ্গে মাতৃসুলভ আচরণ করুন ৷"

চাকরিপ্রার্থী শুক্লা বিশ্বাস বলেন, "আমরা দিদির সঙ্গে দেখা করতে চাই ৷ শান্তিপূর্ণভাবে একটি ডেপুটেশন দিতে চাই ৷ কিন্তু পুলিশ আমাদের আটকে দিয়েছে ৷ আগে আমাদের চাকরি সুনিশ্চিত করতে হবে ৷"

কলকাতা, 8 অগাস্ট : চাকরির দাবিতে SSC নন টিচিং গ্রুপ Cও D ওয়েটিং প্রার্থীরা গতকাল নবান্ন অভিযান করেন । একাধিক দাবি আদায়ে হাওড়া স্টেশন থেকে ফরশোর রোড হয়ে নবান্ন-যাত্রা শুরু করেন প্রায় কয়েকশো SSC চাকরিপ্রার্থী । কিন্তু মাঝপথেই তাঁদের বাধা দেয় পুলিশ । দু'পক্ষের সাময়িক বিবাদ হয় । পরে পিছু হটেন চাকরিপ্রার্থীরা । তাঁদের দাবি, "হয় চাকরি না হলে মৃত্যু । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি চাকরি না দিলে আমাদের মৃত্যু দিক ।"

চাকরিপ্রার্থীদের বক্তব্য, তাঁরা স্কুলে চাকরির জন্য দীর্ঘদিন আন্দোলন করছেন । প্রায় 7 হাজার সফল প্রার্থী ওয়েটিং লিস্টে দীর্ঘদিন নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না । এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আগে অনশনে বসেছেন । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । তাঁদের দাবি, বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলে নন টিচিং স্টাফের পদ শূন্য রয়েছে, তা অবিলম্বে পূরণ করতে হবে । দাবিদাওয়া নিয়ে এবার তাঁরা নবান্নে যাওয়ার সিদ্ধান্ত নেন ৷ যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয় ৷ মাঝপথেই আটকায় পুলিশ ৷

দেখুন ভিডিয়ো

এই বিষয়ে, চাকরিপ্রার্থী বিশ্বজিৎ সরকার বলেন, "আমাদের নবান্ন অভিযান ছিল ৷ পুলিশ মাঝরাস্তায় আটকে দিয়েছে ৷ দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছি ৷ আমাদেরও পেটের জ্বালা আছে৷ এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি ৷ ওঁর হস্তক্ষেপে যদি অন্যরা চাকরি পায়, তাহলে আমরা কেন পাব না ? আমরা যদি এবার চাকরি না পাই, তাহলে আত্মহত্যা করব ৷ হয় চাকরি চাই, না হলে স্বেচ্ছামৃত্যু দেওয়া হোক ৷ পুলিশ আটকে দিচ্ছে ৷ আমরা নানা জেলা থেকে এসেছি ৷ স্টেশনে পড়ে আছি ৷ আমরা আপনার সন্তান ৷ আমাদের সঙ্গে মাতৃসুলভ আচরণ করুন ৷"

চাকরিপ্রার্থী শুক্লা বিশ্বাস বলেন, "আমরা দিদির সঙ্গে দেখা করতে চাই ৷ শান্তিপূর্ণভাবে একটি ডেপুটেশন দিতে চাই ৷ কিন্তু পুলিশ আমাদের আটকে দিয়েছে ৷ আগে আমাদের চাকরি সুনিশ্চিত করতে হবে ৷"

Intro:চাকরির দাবিতে এসএসসি চাকরিপ্রাথীদের নবান্ন ঘেরাও অভিযান। একাধিক দাবি আদায়ে তারা আজ হাওড়া স্টেশন থেকে ফরশোর রোড হয়ে নবান্ন ঘেরাও করতে যাত্রা শুরু করেন প্রায় কয়েকশো এসএসসি চাকরিপ্রাথী। কিন্তু মাঝপথেই তাদের বাধা দেয় পুলিশ। দুপক্ষের সাময়িক বিবাদ হয়। পরে পিছু হটে চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, আমরা হয় চাকরি চাই, নাহলে মৃত্যু। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, তিনি চাকরি না দিলে আমাদের মৃত্যু দিক।
Body:
চাকরির দাবিতে এস এস সি নন টিচিং গ্রুপ সি ও ডি ওয়েটিং প্রার্থীরা আজ নবান্ন ঘেরাও করতে আসে। হাওড়া স্টেশন থেকে কয়েকশো চাকরিপ্রার্থী ফরশ রোড ধরে নবান্ন দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, তারা স্কুলে চাকরির জন্য দীর্ঘদিন আন্দোলন করছেন। প্রায় 7 হাজার সফল প্রার্থী ওয়েটিং লিস্টে দীর্ঘদিন নাম থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আগে তারা অনশনে বসেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদের দাবি বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাই স্কুলে নন টিচিং স্টাফ এর পদ শূন্য রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে। এ ব্যাপারে তারা বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা সফল হয়নি। আজকে দেখা করার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়। হাওড়া স্টেশন থেকে তারা প্ল্যাকার্ড হাতে মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। কিন্তু মাঝপথেই বাধাপ্রাপ্ত হয়।Conclusion:
Last Updated : Aug 8, 2019, 7:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.