ETV Bharat / state

Summer Special Train : গ্রীষ্ম স্পেশাল হাওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেন - গ্রীষ্ম স্পেশাল ট্রেন চালু পূর্ব রেলের

গ্রীষ্ম স্পেশাল ট্রেন চালু পূর্ব রেলের । চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত (Summer Special Train) ।

Summer Special Train
গ্রীষ্ম স্পেশাল হাওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেন
author img

By

Published : Apr 15, 2022, 10:54 PM IST

হাওড়া, 15 এপ্রিল: গ্রীষ্ম স্পেশাল ট্রেন চালু পূর্ব রেলের । চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ৷ সিকিম ও দার্জিলিংয়ে পর্যটকদের কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের । ইতিপূর্বে 8টি স্পেশাল ট্রেন চালু করেছে পূর্ব রেল ৷ রানওয়ের জরুরি মেরামতির কারণে বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা বাতিল করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এরপরই সিকিম ও দার্জিলিংয়ে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল। যাত্রীদের জন্য বাগডোগরা বিমানবন্দর বন্ধ হওয়ার পরই পূর্বের 8টি ট্রেনের পাশাপাশি আরও একটি বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেল ৷

পূর্ব রেল সূত্রে খবর, জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি চলতি মাসের 17 থেকে 24 তারিখ প্রতিদিন সকাল 5:30 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে ওইদিন দুপুর 3:15 মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে । ট্রেনটি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা টাউন, কিষানগঞ্জ স্টেশনে থামবে ।

আরও পড়ুন: Summer Special Trains : গরমের ছুটিতে 12 জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পূর্ব রেলের তরফে জানান হয়েছে, যাত্রী সুবিধার্থেই তাঁরা এই বিশেষ ট্রেনটি চালানো হচ্ছে । এই ট্রেনের টিকিট সমস্ত টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে । পাশাপাশি অনলাইনে টিকিট বুক করা যাবে ।

হাওড়া, 15 এপ্রিল: গ্রীষ্ম স্পেশাল ট্রেন চালু পূর্ব রেলের । চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত ৷ সিকিম ও দার্জিলিংয়ে পর্যটকদের কথা মাথায় রেখেই বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের । ইতিপূর্বে 8টি স্পেশাল ট্রেন চালু করেছে পূর্ব রেল ৷ রানওয়ের জরুরি মেরামতির কারণে বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা বাতিল করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। এরপরই সিকিম ও দার্জিলিংয়ে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল। যাত্রীদের জন্য বাগডোগরা বিমানবন্দর বন্ধ হওয়ার পরই পূর্বের 8টি ট্রেনের পাশাপাশি আরও একটি বিশেষ ট্রেন চালু করল পূর্ব রেল ৷

পূর্ব রেল সূত্রে খবর, জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি চলতি মাসের 17 থেকে 24 তারিখ প্রতিদিন সকাল 5:30 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে ওইদিন দুপুর 3:15 মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে । ট্রেনটি ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা টাউন, কিষানগঞ্জ স্টেশনে থামবে ।

আরও পড়ুন: Summer Special Trains : গরমের ছুটিতে 12 জোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

পূর্ব রেলের তরফে জানান হয়েছে, যাত্রী সুবিধার্থেই তাঁরা এই বিশেষ ট্রেনটি চালানো হচ্ছে । এই ট্রেনের টিকিট সমস্ত টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে । পাশাপাশি অনলাইনে টিকিট বুক করা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.