ETV Bharat / state

Train Cancellation: বারুইপাড়া-চন্দনপুরে রেলের চতুর্থ লাইনে রক্ষণাবেক্ষণ, ট্রেন বাতিল - বাতিল হওয়া ইএমইউ লোকাল ট্রেন

পূর্ব রেল কর্তৃপক্ষ বারুইপাড়া-চন্দনপুর বিভাগে চলাচলকারী বেশ কিছু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিলের ঘোষণা করেছে ৷ রেললাইনে কাজের দরুন সমস্যায় পড়বেন যাত্রীরা । রইল তার তালিকা (baruipara chandanpur division Train Cancellation) ৷

Train Cancellation
ETV Bharat
author img

By

Published : Nov 6, 2022, 9:03 AM IST

বারুইপাড়া, 6 নভেম্বর: রেলের চতুর্থ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে ৷ তাই বারুইপাড়া-চন্দনপুর বিভাগে রেল চলাচল বিঘ্নিত হবে, জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । চলতি মাসের 7-17 নভেম্বর সময় (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) এই লাইনে লোকাল-সহ দূরপাল্লার ট্রেন পরিষেবা ব্যাহত হবে (eastern railway cancels trains in baruipara chandanpur division railway) ৷

রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি ইএমইউ লোকাল ট্রেনকে 7-17 নভেম্বর পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ ।

বাতিল হওয়া ট্রেনের তালিকা-

  • 36811 হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন
  • 36031, 36033, 36035, 36037 হাওড়া-চন্দনপুর ইএমইউ লোকাল ট্রেন
  • 36812 বর্ধমান-হাওড়া ইএমইউ লোকাল ট্রেন
  • 36032, 36034, 36036, 36038 চন্দনপুর-হাওড়া ইএমইউ লোকাল ট্রেন

7-17 নভেম্বর পর্যন্ত বাতিল হওয়া ইএমইউ লোকাল ট্রেন

  • 36081 (রবিবার বাদে) হাওড়া-মশাগ্রাম
  • 36083 (শনিবার বাদে) 36085, 36087, 36011 (শনিবার বাদে) হাওড়া-বারুইপাড়া ইএমইউ লোকাল ট্রেন
  • 36071 হাওড়া-গুড়াপ
  • 32411, 32413 শিয়ালদহ-বারুইপাড়া
  • 36082 (শনিবার বাদে) মশাগ্রাম-হাওড়া (রবিবার বাদে)
  • 36084 (শনিবার বাদে)
  • 36086, 36088 বারুইপাড়া-হাওড়া
  • 36012 (শনিবার বাদে)
  • 32412, 32414 বারুইপাড়া-শিয়ালদা
  • 36072 গুড়াপ-হাওড়া ইএমইউ লোকাল ট্রেন

আরও পড়ুন: মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের পার্সেল ভ্যানে আগুন, নিরাপদে যাত্রীরা

7-17 নভেম্বর পর্যন্ত দূরপাল্লা মেল/এক্সপ্রেস ট্রেন ব্যান্ডেল হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে

  • 12370 ডাউন দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস (যাত্রার তারিখ 8, 9, 12, 13 এবং 16 নভেম্বর)
  • 12328 ডাউন দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (যাত্রার তারিখ 11 নভেম্বর )
  • 15272 ডাউন মুজাফ্ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস (যাত্রার তারিখ 9 এবং 16 নভেম্বর )
  • 15236 ডাউন দারভাঙ্গা-হাওড়া উইকলি এক্সপ্রেস (যাত্রার তারিখ 12 নভেম্বর)
  • 13148 ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তর বাংলা এক্সপ্রেস (যাত্রার তারিখ 16 নভেম্বর )

নিয়ন্ত্রিত হওয়া মেল/এক্সপ্রেস ট্রেনগুলো

  • 13148 ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তর বাংলা এক্সপ্রেস (যাত্রার তারিখ 8, 11, 12 নভেম্বর) 15 মিনিটের রুট নিয়ন্ত্রিত হবে সুবিধা অনুযায়ী ।
  • 22214 ডাউন শালিমার-পাটনা দুরন্ত এক্সপ্রেস (যাত্রার তারিখ 16 নভেম্বর) এবং 12308 ডাউন যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রার তারিখ 16 নভেম্বর) যথাক্রমে 10 ও 20 মিনিট নিয়ন্ত্রিত করা হবে সুবিধা অনুযায়ী । এর জন্য যাত্রীদের অসুবিধেয় পড়তে হবে ৷ তার জন্য পূর্ব রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে । তবে যাত্রীদের যে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে তা নিয়ে সংশয়ের অবকাশ নেই ।

বারুইপাড়া, 6 নভেম্বর: রেলের চতুর্থ লাইনে রক্ষণাবেক্ষণের কাজ হবে ৷ তাই বারুইপাড়া-চন্দনপুর বিভাগে রেল চলাচল বিঘ্নিত হবে, জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ । চলতি মাসের 7-17 নভেম্বর সময় (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) এই লাইনে লোকাল-সহ দূরপাল্লার ট্রেন পরিষেবা ব্যাহত হবে (eastern railway cancels trains in baruipara chandanpur division railway) ৷

রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকটি ইএমইউ লোকাল ট্রেনকে 7-17 নভেম্বর পর্যন্ত বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ ।

বাতিল হওয়া ট্রেনের তালিকা-

  • 36811 হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন
  • 36031, 36033, 36035, 36037 হাওড়া-চন্দনপুর ইএমইউ লোকাল ট্রেন
  • 36812 বর্ধমান-হাওড়া ইএমইউ লোকাল ট্রেন
  • 36032, 36034, 36036, 36038 চন্দনপুর-হাওড়া ইএমইউ লোকাল ট্রেন

7-17 নভেম্বর পর্যন্ত বাতিল হওয়া ইএমইউ লোকাল ট্রেন

  • 36081 (রবিবার বাদে) হাওড়া-মশাগ্রাম
  • 36083 (শনিবার বাদে) 36085, 36087, 36011 (শনিবার বাদে) হাওড়া-বারুইপাড়া ইএমইউ লোকাল ট্রেন
  • 36071 হাওড়া-গুড়াপ
  • 32411, 32413 শিয়ালদহ-বারুইপাড়া
  • 36082 (শনিবার বাদে) মশাগ্রাম-হাওড়া (রবিবার বাদে)
  • 36084 (শনিবার বাদে)
  • 36086, 36088 বারুইপাড়া-হাওড়া
  • 36012 (শনিবার বাদে)
  • 32412, 32414 বারুইপাড়া-শিয়ালদা
  • 36072 গুড়াপ-হাওড়া ইএমইউ লোকাল ট্রেন

আরও পড়ুন: মুম্বইগামী শালিমার এক্সপ্রেসের পার্সেল ভ্যানে আগুন, নিরাপদে যাত্রীরা

7-17 নভেম্বর পর্যন্ত দূরপাল্লা মেল/এক্সপ্রেস ট্রেন ব্যান্ডেল হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে

  • 12370 ডাউন দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস (যাত্রার তারিখ 8, 9, 12, 13 এবং 16 নভেম্বর)
  • 12328 ডাউন দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (যাত্রার তারিখ 11 নভেম্বর )
  • 15272 ডাউন মুজাফ্ফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস (যাত্রার তারিখ 9 এবং 16 নভেম্বর )
  • 15236 ডাউন দারভাঙ্গা-হাওড়া উইকলি এক্সপ্রেস (যাত্রার তারিখ 12 নভেম্বর)
  • 13148 ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তর বাংলা এক্সপ্রেস (যাত্রার তারিখ 16 নভেম্বর )

নিয়ন্ত্রিত হওয়া মেল/এক্সপ্রেস ট্রেনগুলো

  • 13148 ডাউন নিউ কোচবিহার-শিয়ালদা উত্তর বাংলা এক্সপ্রেস (যাত্রার তারিখ 8, 11, 12 নভেম্বর) 15 মিনিটের রুট নিয়ন্ত্রিত হবে সুবিধা অনুযায়ী ।
  • 22214 ডাউন শালিমার-পাটনা দুরন্ত এক্সপ্রেস (যাত্রার তারিখ 16 নভেম্বর) এবং 12308 ডাউন যোধপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যাত্রার তারিখ 16 নভেম্বর) যথাক্রমে 10 ও 20 মিনিট নিয়ন্ত্রিত করা হবে সুবিধা অনুযায়ী । এর জন্য যাত্রীদের অসুবিধেয় পড়তে হবে ৷ তার জন্য পূর্ব রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে । তবে যাত্রীদের যে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হবে তা নিয়ে সংশয়ের অবকাশ নেই ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.