ETV Bharat / state

Eastern Railway Pujo Special: পুজোয় শিয়ালদা ও কামাখ্যা স্পেশাল ট্রেন, ঘোষণা পূর্বরেলের - Eastern Railway announcement

দুর্গাপুজোয় শিয়ালদা-কামাখ্যা পুজো স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্বরেল(Eastern Railway Pujo Special)৷ কবে, কখন কোথা থেকে ছাড়বে ও বুকিং সংক্রান্ত বিষয় জানতে এই প্রতিবেদনটি পড়ুন ৷

Etv Bharat
পূর্ব রেল
author img

By

Published : Sep 13, 2022, 9:49 PM IST

হাওড়া, 13 সেপ্টেম্বর: পুজোর সময়ে অতিরিক্ত যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদা এবং কামাখ্যার মধ্যে স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্বরেল(Eastern Railway announced Sealdah and Kamakhya Special Train during Durga Puja)।

03173 শিয়ালদা-কামাখ্যা বাতানুকূল পুজো স্পেশাল 7/10/2022 (শুক্রবার) রাত্রি 11:50 মিনিটে শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে । পরের দিন বিকেল 7:45 মিনিটে কামাখ্যা পৌঁছবে ।

03174 কামাখ্যা-শিয়ালদা বাতানুকূল পুজো স্পেশাল 8/10/2022 (শনিবার) রাত্রি 12:40 মিনিটে যাত্রা শুরু করবে । পরের দিন শিয়ালদা স্টেশনে পৌঁছবে । প্রতি শুক্রবার 7-25 অক্টোবর পর্যন্ত শিয়ালদা থেকে ও 8-26 অক্টোবর পর্যন্ত কামাখ্যা থেকে 8টি ট্রিপ সম্পূর্ণ করবে ।
আরও পড়ুন : বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল, বদলাল যাত্রাপথও
এছাড়াও 82313 শিয়ালদা-কামাখ্যা পুজো স্পেশাল 30 অক্টোবর (শুক্রবার) শিয়ালদা থেকে রাত্রি 11:50 মিনিটে ছাড়বে । পরের দিন বিকেল 7:45 মিনিটে কামাখ্যা পৌঁছবে ।

82314 কামাখ্যা-শিয়ালদা পুজো স্পেশাল 1 অক্টোবর (শুক্রবার) কামাখ্যা থেকে রাত্রি 11:15 মিনিটে ছাড়বে । পরের দিন সন্ধ্যা 10:40 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

উক্ত স্পেশাল ট্রেনগুলো নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউন স্টেশনে দাঁড়াবে ।
শিয়ালদা-কামাখ্যা পুজো স্পেশাল (82313), শিয়ালদা-কামাখ্যা বাতানুকূল পুজো স্পেশাল (03173), হাওড়া-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল (03027) প্রভৃতি ট্রেনগুলির টিকিট আগামী 16 সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ও রেলের টিকিট বুকিং কাউন্টার থেকে পাওয়া যাবে(Eastern Railway announcement)। সাধারণ ট্রেনের তুলনায় এই পুজো স্পেশালের ভাড়া বেশি হবে বলেই পূর্ব রেল সূত্রে খবর । তবে এতে কোনও বিশেষ ছাড় ও তৎকাল টিকিটের সুবিধা থাকবে না ।

আরও পড়ুন : ইন্টার লকিংয়ের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল

হাওড়া, 13 সেপ্টেম্বর: পুজোর সময়ে অতিরিক্ত যাত্রীদের কথা মাথায় রেখে শিয়ালদা এবং কামাখ্যার মধ্যে স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্বরেল(Eastern Railway announced Sealdah and Kamakhya Special Train during Durga Puja)।

03173 শিয়ালদা-কামাখ্যা বাতানুকূল পুজো স্পেশাল 7/10/2022 (শুক্রবার) রাত্রি 11:50 মিনিটে শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে । পরের দিন বিকেল 7:45 মিনিটে কামাখ্যা পৌঁছবে ।

03174 কামাখ্যা-শিয়ালদা বাতানুকূল পুজো স্পেশাল 8/10/2022 (শনিবার) রাত্রি 12:40 মিনিটে যাত্রা শুরু করবে । পরের দিন শিয়ালদা স্টেশনে পৌঁছবে । প্রতি শুক্রবার 7-25 অক্টোবর পর্যন্ত শিয়ালদা থেকে ও 8-26 অক্টোবর পর্যন্ত কামাখ্যা থেকে 8টি ট্রিপ সম্পূর্ণ করবে ।
আরও পড়ুন : বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল, বদলাল যাত্রাপথও
এছাড়াও 82313 শিয়ালদা-কামাখ্যা পুজো স্পেশাল 30 অক্টোবর (শুক্রবার) শিয়ালদা থেকে রাত্রি 11:50 মিনিটে ছাড়বে । পরের দিন বিকেল 7:45 মিনিটে কামাখ্যা পৌঁছবে ।

82314 কামাখ্যা-শিয়ালদা পুজো স্পেশাল 1 অক্টোবর (শুক্রবার) কামাখ্যা থেকে রাত্রি 11:15 মিনিটে ছাড়বে । পরের দিন সন্ধ্যা 10:40 মিনিটে শিয়ালদা পৌঁছবে ।

উক্ত স্পেশাল ট্রেনগুলো নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউন স্টেশনে দাঁড়াবে ।
শিয়ালদা-কামাখ্যা পুজো স্পেশাল (82313), শিয়ালদা-কামাখ্যা বাতানুকূল পুজো স্পেশাল (03173), হাওড়া-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল (03027) প্রভৃতি ট্রেনগুলির টিকিট আগামী 16 সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ও রেলের টিকিট বুকিং কাউন্টার থেকে পাওয়া যাবে(Eastern Railway announcement)। সাধারণ ট্রেনের তুলনায় এই পুজো স্পেশালের ভাড়া বেশি হবে বলেই পূর্ব রেল সূত্রে খবর । তবে এতে কোনও বিশেষ ছাড় ও তৎকাল টিকিটের সুবিধা থাকবে না ।

আরও পড়ুন : ইন্টার লকিংয়ের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.