ETV Bharat / state

Durga Puja 2022: প্রতিমা হস্তে সুসজ্জিত অস্ত্র তৈরির কারখানায় কেমন ব্যস্ততা, খোঁজ নিল ইটিভি ভারত - Durga Puja 2022

হাওড়া জেলার উলুবেড়িয়ার গুটিনগরী গ্রাম ৷ নামে খ্যাত না-হলেও এই গ্রামেই তৈরি হয় প্রতিমার অস্ত্র (Durga Idol Arms)৷ এখান থেকেই রাজ্য তথা দেশ এমনকি দেশের বাইরেও প্রতিমার অস্ত্র পাঠানো হয় ৷ সেখানেও এখন তুমুল ব্যস্ততা ৷ চলুন আজ ঘুরে আসি সেখান থেকেই ৷

Etv Bharat
হাওড়ায় প্রতিমার অস্ত্র তৈরির কারখানা
author img

By

Published : Sep 12, 2022, 10:36 PM IST

হাওড়া, 12 সেপ্টেম্বর: আর মাত্র কয়েকদিন বাকি ৷ তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব ৷ তাই এখন পটুয়াপাড়া থেকে শুরু করে প্যান্ডেল ও থিমের কারিগরদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই ৷ কিন্তু জানেন কী, অস্ত্র তৈরির কারখানাতেও এখন চলছে তুমুল ব্য়স্ততা ? ভাবছেন তো কীসের অস্ত্র ? আরে এ হল অশুভ শক্তিকে বিনাশকারী দেবী মহামায়ার হাতের সুসজ্জিত অস্ত্র (Durga idols arms are being made in Gutinagri village) ৷ জেনে নিন রাজ্যের কোথায় তৈরি হয় প্রতিমার হাতের ত্রিশূল, খড়গ, চক্র ইত্যাদি অস্ত্রশস্ত্র ৷

হাওড়া জেলার উলুবেড়িয়ার গুটিনগরী গ্রাম ৷ সেখানেই এখন দম ফেলার ফুরসত নেই ৷ দিনরাত এক করে অস্ত্র তৈরিতে ব্যস্ত কারিগররা ৷ শেষবেলায় মণ্ডপে মণ্ডপে এখন সাজো সাজো রব । প্রতিমার পাশাপাশি সেই সব মণ্ডপে শোভা পাবে সোনালি-রূপালি সবধরনের অস্ত্র ৷

আরও পড়ুন : সম্প্রীতি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই বেলুড় মঠে কুমারীপুজো শুরু করেন স্বামীজি

এই গ্রামে তৈরি অস্ত্র কেবল রাজ্যেই নয়, দেশ-বিদেশের প্রতিমার হাতেও শোভা পায় ৷ বহু বছর ধরেই এই অস্ত্রের একটা বড় অংশ তৈরি হয় উলুবেড়িয়া থানা এলাকার গুটিনগরী নামক এই গ্রামে । এই গ্রামের কয়েকটি পরিবার আজও মুখ্য জীবিকা হিসাবে প্রতিমার অস্ত্র তৈরিকেই বেছে নিয়েছে । করোনার‌ জন্য গত দু'বছর সেভাবে অর্থের মুখ না-দেখতে পেলেও এই বার বিধিনিষেধ না-থাকার কারণে সর্বাত্মক পুজো হওয়ার জন্য লাভের‌ মুখ দেখবেন বলেই আশা করছেন এখানকার কারিগররা (Durga Puja 2022) ৷

যদিও অস্ত্র তৈরির কাঁচামালের দাম বেড়েছে অনেকটাই । তাই হাতে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে বেশি করে কাঁচামাল কিনতে না পারায় জন্য বাজারের চাহিদা মাফিক যোগান দিতে পারছেন না তাঁরা । এছাড়াও অনেক হাত ঘুরে এই অস্ত্র খুচরো ব্যবসায়ীদের কাছে পৌঁছয় ৷ তাই কারিগররা বাজারে অস্ত্রের চাহিদা থাকা সত্ত্বেও সেভাবে লাভের মুখ দেখতে পারেন না বলেই জানাচ্ছেন ।

এই গ্রামেই তৈরি হয় প্রতিমার অস্ত্র

এই গ্রামের কারখানাগুলোতে প্রায় 15-20 জন শ্রমিক দিন রাত পরিশ্রম করে অস্ত্র তৈরির কাজ করেন ৷ শুধু তৈরিই নয়, এরপর তাতে বিভিন্ন রঙ দেওয়া সবই করেন কারিগররা ৷ এখানকার তৈরি অস্ত্র এই রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশে আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশেও পাড়ি দেয় ৷

আরও পড়ুন : মাথায় প্রকৃতি সংরক্ষণের ভাবনা, তাই মাটি ছাড়াই মাতৃমূর্তি নির্মাণ হোমগার্ড শিল্পীর

হাওড়া, 12 সেপ্টেম্বর: আর মাত্র কয়েকদিন বাকি ৷ তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব ৷ তাই এখন পটুয়াপাড়া থেকে শুরু করে প্যান্ডেল ও থিমের কারিগরদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই ৷ কিন্তু জানেন কী, অস্ত্র তৈরির কারখানাতেও এখন চলছে তুমুল ব্য়স্ততা ? ভাবছেন তো কীসের অস্ত্র ? আরে এ হল অশুভ শক্তিকে বিনাশকারী দেবী মহামায়ার হাতের সুসজ্জিত অস্ত্র (Durga idols arms are being made in Gutinagri village) ৷ জেনে নিন রাজ্যের কোথায় তৈরি হয় প্রতিমার হাতের ত্রিশূল, খড়গ, চক্র ইত্যাদি অস্ত্রশস্ত্র ৷

হাওড়া জেলার উলুবেড়িয়ার গুটিনগরী গ্রাম ৷ সেখানেই এখন দম ফেলার ফুরসত নেই ৷ দিনরাত এক করে অস্ত্র তৈরিতে ব্যস্ত কারিগররা ৷ শেষবেলায় মণ্ডপে মণ্ডপে এখন সাজো সাজো রব । প্রতিমার পাশাপাশি সেই সব মণ্ডপে শোভা পাবে সোনালি-রূপালি সবধরনের অস্ত্র ৷

আরও পড়ুন : সম্প্রীতি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই বেলুড় মঠে কুমারীপুজো শুরু করেন স্বামীজি

এই গ্রামে তৈরি অস্ত্র কেবল রাজ্যেই নয়, দেশ-বিদেশের প্রতিমার হাতেও শোভা পায় ৷ বহু বছর ধরেই এই অস্ত্রের একটা বড় অংশ তৈরি হয় উলুবেড়িয়া থানা এলাকার গুটিনগরী নামক এই গ্রামে । এই গ্রামের কয়েকটি পরিবার আজও মুখ্য জীবিকা হিসাবে প্রতিমার অস্ত্র তৈরিকেই বেছে নিয়েছে । করোনার‌ জন্য গত দু'বছর সেভাবে অর্থের মুখ না-দেখতে পেলেও এই বার বিধিনিষেধ না-থাকার কারণে সর্বাত্মক পুজো হওয়ার জন্য লাভের‌ মুখ দেখবেন বলেই আশা করছেন এখানকার কারিগররা (Durga Puja 2022) ৷

যদিও অস্ত্র তৈরির কাঁচামালের দাম বেড়েছে অনেকটাই । তাই হাতে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে বেশি করে কাঁচামাল কিনতে না পারায় জন্য বাজারের চাহিদা মাফিক যোগান দিতে পারছেন না তাঁরা । এছাড়াও অনেক হাত ঘুরে এই অস্ত্র খুচরো ব্যবসায়ীদের কাছে পৌঁছয় ৷ তাই কারিগররা বাজারে অস্ত্রের চাহিদা থাকা সত্ত্বেও সেভাবে লাভের মুখ দেখতে পারেন না বলেই জানাচ্ছেন ।

এই গ্রামেই তৈরি হয় প্রতিমার অস্ত্র

এই গ্রামের কারখানাগুলোতে প্রায় 15-20 জন শ্রমিক দিন রাত পরিশ্রম করে অস্ত্র তৈরির কাজ করেন ৷ শুধু তৈরিই নয়, এরপর তাতে বিভিন্ন রঙ দেওয়া সবই করেন কারিগররা ৷ এখানকার তৈরি অস্ত্র এই রাজ্য ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশে আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশেও পাড়ি দেয় ৷

আরও পড়ুন : মাথায় প্রকৃতি সংরক্ষণের ভাবনা, তাই মাটি ছাড়াই মাতৃমূর্তি নির্মাণ হোমগার্ড শিল্পীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.