ETV Bharat / state

Eastern Railway : বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল, বদলাল যাত্রাপথও - Eastern Railway

হাওড়া ডিভিশনে রসুলপুর ও শক্তিগড় স্টেশনে তৃতীয় লাইনের কাজ চলায় বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্বরেল । কয়েকটি ট্রেনের যাত্রাপথও বদল করল পূর্ব রেল (Eastern Railway are Canceled and Route Changes)।

Eastern Railway
হাওড়া ডিভিশনে কাজের দরুন পূর্ব রেলের কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথের পরিবর্তন
author img

By

Published : Sep 3, 2022, 2:08 PM IST

হাওড়া, 3 সেপ্টেম্বর: হাওড়া ডিভিশনে রসুলপুর ও শক্তিগড় স্টেশনে কাজের দরুন ট্রেন বাতিল ও যাত্রাপথের পরিবর্তন করল পূর্ব রেল (Eastern Railway are Canceled and Route Changes)। হাওড়া ডিভিশনের রসুলপুর ও শক্তিগড় স্টেশনের মধ্যে 11 দিন পূর্ব রেলের তৃতীয় লাইন তৈরির কাজ চলবে । আর এর দরুন এই এগারো দিন (3.০9.2022-13.09.2022) দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে ট্রেন বাতিল ও পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পূর্ব রেল ।

যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তাঁর মধ্যে রয়েছে
(3.০9.2022-13.09.2022)

হুল এক্সপ্রেস
আপ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
ডাউন আজিমগঞ্জ-কবিগুরু এক্সপ্রেস
(04.09.2022-13.09.2022)
আপ ময়ূরাক্ষী এক্সপ্রেস
ডাউন ময়ূরাক্ষী এক্সপ্রেস
(05.09.2022-13.09.2022)শহীদ এক্সপ্রেস
(04/09/2022-13/09/2022)

আপ মোকামা এক্সপ্রেস
05.09.2022-14.09.2022

ডাউন মোকামা এক্সপ্রেস
05.09.2022-13.09.2022

আপ কুলিক এক্সপ্রেস
(06/09/2022-14/09/2022)

(13/09/2022)

শান্তিনিকেতন এক্সপ্রেস
মা তাঁরা এক্সপ্রেস
(12/09/2022 এবং 13/09/2022)

আপ জয়নগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। উল্লেখিত হাওড়া-বর্ধমান এবং বর্ধমান-হাওড়া সহ সবকটি লোকাল ট্রেন 5 সেপ্টেম্বর তারিখে বাতিল করা হয়েছে ।
5-13 তারিখ অবধি 31151 ব্যান্ডেলে যাত্রা শেষ করবে । 31152 ব্যান্ডেল থেকে যাত্রা শেষ করবে । 37781 ব্যান্ডেল থেকে, 03051 হাওড়া থেকে, 37784, 03052 বর্ধমান থেকে বাতিল করা হয়েছে । স্পেশাল ট্রেন ও দেরিতে চলা ট্রেনগুলো এই সময়ের মধ্যে পরিস্থিতি অনুযায়ী তাঁদের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া ও নিয়ন্ত্রিত করা হবে বলেই জানান হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে । এক্ষেত্রে যাত্রীদের স্টেশণের মাইকের ঘোষণা শোনার অনুরোধ জানান হয়েছে । এই সময়ের মধ্যে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

হাওড়া, 3 সেপ্টেম্বর: হাওড়া ডিভিশনে রসুলপুর ও শক্তিগড় স্টেশনে কাজের দরুন ট্রেন বাতিল ও যাত্রাপথের পরিবর্তন করল পূর্ব রেল (Eastern Railway are Canceled and Route Changes)। হাওড়া ডিভিশনের রসুলপুর ও শক্তিগড় স্টেশনের মধ্যে 11 দিন পূর্ব রেলের তৃতীয় লাইন তৈরির কাজ চলবে । আর এর দরুন এই এগারো দিন (3.০9.2022-13.09.2022) দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে ট্রেন বাতিল ও পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পূর্ব রেল ।

যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তাঁর মধ্যে রয়েছে
(3.০9.2022-13.09.2022)

হুল এক্সপ্রেস
আপ আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
ডাউন আজিমগঞ্জ-কবিগুরু এক্সপ্রেস
(04.09.2022-13.09.2022)
আপ ময়ূরাক্ষী এক্সপ্রেস
ডাউন ময়ূরাক্ষী এক্সপ্রেস
(05.09.2022-13.09.2022)শহীদ এক্সপ্রেস
(04/09/2022-13/09/2022)

আপ মোকামা এক্সপ্রেস
05.09.2022-14.09.2022

ডাউন মোকামা এক্সপ্রেস
05.09.2022-13.09.2022

আপ কুলিক এক্সপ্রেস
(06/09/2022-14/09/2022)

(13/09/2022)

শান্তিনিকেতন এক্সপ্রেস
মা তাঁরা এক্সপ্রেস
(12/09/2022 এবং 13/09/2022)

আপ জয়নগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। উল্লেখিত হাওড়া-বর্ধমান এবং বর্ধমান-হাওড়া সহ সবকটি লোকাল ট্রেন 5 সেপ্টেম্বর তারিখে বাতিল করা হয়েছে ।
5-13 তারিখ অবধি 31151 ব্যান্ডেলে যাত্রা শেষ করবে । 31152 ব্যান্ডেল থেকে যাত্রা শেষ করবে । 37781 ব্যান্ডেল থেকে, 03051 হাওড়া থেকে, 37784, 03052 বর্ধমান থেকে বাতিল করা হয়েছে । স্পেশাল ট্রেন ও দেরিতে চলা ট্রেনগুলো এই সময়ের মধ্যে পরিস্থিতি অনুযায়ী তাঁদের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া ও নিয়ন্ত্রিত করা হবে বলেই জানান হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে । এক্ষেত্রে যাত্রীদের স্টেশণের মাইকের ঘোষণা শোনার অনুরোধ জানান হয়েছে । এই সময়ের মধ্যে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.