ETV Bharat / state

Midnapur Local go Upto kharagapur : হাওড়া-খড়গপুর ডিভিশনে 6 জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথে কাটছাঁট - মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেনের খবর

গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজ চলার জন্য দক্ষিণ-পূর্ব রেলের তরফে হাওড়া-খড়গপুর ডিভিশনে 6 জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করল দক্ষিণ-পূর্ব রেল (Midnapur-Howrah Local) ৷

Medinipur Local go Upto kharagapur
মেদিনীপুর-হাওড়া ডাউন এই লোকালগুলির যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে
author img

By

Published : Dec 17, 2021, 5:44 PM IST

হাওড়া, 17 ডিসেম্বর : হাওড়া-খড়গপুর ডিভিশনে 6 জোড়া লোকাল ট্রেনের (Midnapur-Howrah Local) যাত্রাপথ কাটছাঁট করল দক্ষিণ-পূর্ব রেল ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, হাওড়া-খড়গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণ করার কাজ চালু হওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চারদিন হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেনগুলি খড়গপুর পর্যন্ত যাবে ৷ একইভাবে মেদিনীপুর-হাওড়া লোকাল ছাড়বে খড়গপুর স্টেশন থেকে ৷

28801, 38803, 38809, 38811, 38815, 38817 এই ছ'টি হাওড়া-মেদিনীপুর আপ লোকাল মেদিনীপুরের পরিবর্তে খড়গপুর স্টেশন পর্যন্ত যাবে ৷

Medinipur Local go Upto kharagapur
হাওড়া-মেদিনীপুর ডাউন এই লোকালগুলির যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে
অন্যদিকে, মেদিনীপুর-হাওড়া ডাউন লোকালের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল (Midnapur Local go Upto kharagapur) ।

38806, 38810, 38816, 38818, 38822, 38824 এই ছ'টি ডাউন লোকাল মেদিনীপুরের পরিবর্তে খড়গপুর স্টেশন থেকে ছাড়বে 20 ডিসেম্বর পর্যন্ত ৷
এই সমস্ত শাখায় যাত্রাপথে কাটছাঁট হওয়ার জন্য সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা ৷

আরও পড়ুন : Viral Video : আর একটু হলেই চাকার তলায়, আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন রেলযাত্রী

হাওড়া, 17 ডিসেম্বর : হাওড়া-খড়গপুর ডিভিশনে 6 জোড়া লোকাল ট্রেনের (Midnapur-Howrah Local) যাত্রাপথ কাটছাঁট করল দক্ষিণ-পূর্ব রেল ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, হাওড়া-খড়গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণ করার কাজ চালু হওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত চারদিন হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেনগুলি খড়গপুর পর্যন্ত যাবে ৷ একইভাবে মেদিনীপুর-হাওড়া লোকাল ছাড়বে খড়গপুর স্টেশন থেকে ৷

28801, 38803, 38809, 38811, 38815, 38817 এই ছ'টি হাওড়া-মেদিনীপুর আপ লোকাল মেদিনীপুরের পরিবর্তে খড়গপুর স্টেশন পর্যন্ত যাবে ৷

Medinipur Local go Upto kharagapur
হাওড়া-মেদিনীপুর ডাউন এই লোকালগুলির যাত্রাপথে কাটছাঁট করা হয়েছে
অন্যদিকে, মেদিনীপুর-হাওড়া ডাউন লোকালের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল (Midnapur Local go Upto kharagapur) ।

38806, 38810, 38816, 38818, 38822, 38824 এই ছ'টি ডাউন লোকাল মেদিনীপুরের পরিবর্তে খড়গপুর স্টেশন থেকে ছাড়বে 20 ডিসেম্বর পর্যন্ত ৷
এই সমস্ত শাখায় যাত্রাপথে কাটছাঁট হওয়ার জন্য সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা ৷

আরও পড়ুন : Viral Video : আর একটু হলেই চাকার তলায়, আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন রেলযাত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.