ETV Bharat / state

Belur Math Update : নবান্নের নির্দেশিকা জারির পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বেলুড় মঠ - belur math notification

5 জানুয়ারি খোলার আগেই করোনার কোপে ফের মঠ বন্ধের বিজ্ঞপ্তি জারি করল বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷ সরকারিভাবে আজ সোমবার থেকে সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণার ফলেই মঠ বন্ধের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ (belur math update) ৷

belur math
বেলুড় মঠ বন্ধের নির্দেশিকা
author img

By

Published : Jan 3, 2022, 8:45 AM IST

বেলুড়, 3 জানুয়ারি : সোমবার থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে ৷ রবিবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হওয়ার পরই ফের অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ ৷ মঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয় ৷

রাজ্যজুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে রবিবার সাংবাদিক বৈঠক করে ফের কোভিড বিধি লাগু করে রাজ্য সরকার ৷ সেখানেই সোমবার থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই নির্দেশিকা মেনেই রবিবার রাতে বেলুড় মঠের পক্ষ থেকে একটি সোশাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি জারি করা হয় (belur math notification) ।

আরও পড়ুন : Belur Math Update : বছরের শুরুতেই 4 দিনের জন্য বন্ধ বেলুড় মঠ

সেখানেই বলা হয়েছে, 'পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গ সরকারের 2 জানুয়ারি দেওয়া কোভিড-19 সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ।'

এর আগে আগামী 5 জানুয়ারি মঠ খোলার কথা জানানো হলেও এখন আর তা হচ্ছে না ৷ কারণ অনির্দিষ্টকালের জন্য মঠের দরজা বন্ধ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে ৷ সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে অনিবার্যকারণবশত 1 থেকে 4 জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ । ওই বিজ্ঞপ্তিতে 5 জানুয়ারি থেকে ফের পুনরায় যথারীতি মঠ খোলা হবে বলে জানানো হয়েছিল ।

belur math
বেলুড় মঠ বন্ধের নির্দেশিকা

কিন্তু 5 জানুয়ারি মঠ খোলার আগেই ফের অনির্দিষ্টকালের জন্য তা বন্ধের বিজ্ঞপ্তি ৷ স্বাভাবিকভাবেই এতে ব্যথিত ভক্ত ও দর্শনার্থীরা ৷

আরও পড়ুন : Belur Math Reopens: সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ

বেলুড়, 3 জানুয়ারি : সোমবার থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে ৷ রবিবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি হওয়ার পরই ফের অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ ৷ মঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয় ৷

রাজ্যজুড়ে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে রবিবার সাংবাদিক বৈঠক করে ফের কোভিড বিধি লাগু করে রাজ্য সরকার ৷ সেখানেই সোমবার থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেই নির্দেশিকা মেনেই রবিবার রাতে বেলুড় মঠের পক্ষ থেকে একটি সোশাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি জারি করা হয় (belur math notification) ।

আরও পড়ুন : Belur Math Update : বছরের শুরুতেই 4 দিনের জন্য বন্ধ বেলুড় মঠ

সেখানেই বলা হয়েছে, 'পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । পশ্চিমবঙ্গ সরকারের 2 জানুয়ারি দেওয়া কোভিড-19 সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ।'

এর আগে আগামী 5 জানুয়ারি মঠ খোলার কথা জানানো হলেও এখন আর তা হচ্ছে না ৷ কারণ অনির্দিষ্টকালের জন্য মঠের দরজা বন্ধ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে ৷ সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে অনিবার্যকারণবশত 1 থেকে 4 জানুয়ারি পর্যন্ত মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বেলুড় মঠ কর্তৃপক্ষ । ওই বিজ্ঞপ্তিতে 5 জানুয়ারি থেকে ফের পুনরায় যথারীতি মঠ খোলা হবে বলে জানানো হয়েছিল ।

belur math
বেলুড় মঠ বন্ধের নির্দেশিকা

কিন্তু 5 জানুয়ারি মঠ খোলার আগেই ফের অনির্দিষ্টকালের জন্য তা বন্ধের বিজ্ঞপ্তি ৷ স্বাভাবিকভাবেই এতে ব্যথিত ভক্ত ও দর্শনার্থীরা ৷

আরও পড়ুন : Belur Math Reopens: সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে ভক্তদের জন্য খুলল বেলুড় মঠ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.