ETV Bharat / state

ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2 - domjur police visits begari market

কার্যত লকডাউন শুরু হয়েছে রাজ্যে ৷ সেইমতো রাজ্যের তরফে দোকান খোলার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ কিন্তু নির্দিষ্ট সময় পরও দোকান খোলা আছে কিনা বা রাস্তায় জমায়েত আছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালায় ডোমজুড় থানার পুলিশ ৷ আটক করা হয় দু'জন ব্যবসায়ীকে ৷

ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2
ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2
author img

By

Published : May 16, 2021, 8:53 PM IST

ডোমজুড়, 16 মে : সংক্রমণ রুখতে রাজ্যে শুরু হয়েছে কড়াকড়ি ৷ সেইমতো নির্দিষ্ট সময়ের পর কোথায় দোকান খোলা, কোথায় জমায়েত, তা খতিয়ে দেখতে মাঠে নামল ডোমজুড় থানার পুলিশ ৷ ঘুরে দেখল ডোমজুড়ের একাধিক বাজার ৷ আটক করা হল দু'জন ব্যবসায়ীকে ৷

গতকাল রাজ্য প্রশাসন থেকে কড়া বিধিনিষেধ চালু হওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপর আজ সকালে জেলার বিভিন্ন প্রান্তে সেই বিধিনিষেধের নির্দেশ সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে বাজার এলাকাগুলোতে বিশেষ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। জেলাজুড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যদিও ডোমজুড় থানা থানার অন্তর্গত বেগড়ি বাজারে এই বিধিনিষেধ মানছিলেন না বেশ কিছু দোকানের মালিকরা।

ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2

সকাল দশটা অবধি দোকান খোলা রাখা যাবে ৷ এই মর্মেই বিজ্ঞপ্তি জানানো হলেও তারপরেও দোকান খোলা রেখেছিলেন বেশ কিছু দোকানের মালিক। সেই খবর পেয়ে বেলা এগারোটা নাগাদ অভিযানে নামে ডোমজুড় থানার পুলিশ। বেগড়ি বাজার থেকে দু'জন ব্যবসায়ীকে আটক করা হয় ৷

আরও পড়ুন : মালদা শহরে সময়ের পরেও খোলা বাজার, বন্ধ করতে লাঠিচার্জ পুলিশের

ডোমজুড়, 16 মে : সংক্রমণ রুখতে রাজ্যে শুরু হয়েছে কড়াকড়ি ৷ সেইমতো নির্দিষ্ট সময়ের পর কোথায় দোকান খোলা, কোথায় জমায়েত, তা খতিয়ে দেখতে মাঠে নামল ডোমজুড় থানার পুলিশ ৷ ঘুরে দেখল ডোমজুড়ের একাধিক বাজার ৷ আটক করা হল দু'জন ব্যবসায়ীকে ৷

গতকাল রাজ্য প্রশাসন থেকে কড়া বিধিনিষেধ চালু হওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপর আজ সকালে জেলার বিভিন্ন প্রান্তে সেই বিধিনিষেধের নির্দেশ সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে বাজার এলাকাগুলোতে বিশেষ অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ। জেলাজুড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যদিও ডোমজুড় থানা থানার অন্তর্গত বেগড়ি বাজারে এই বিধিনিষেধ মানছিলেন না বেশ কিছু দোকানের মালিকরা।

ডোমজুড়ের বেগড়ি বাজারে পুলিশি অভিযান , আটক 2

সকাল দশটা অবধি দোকান খোলা রাখা যাবে ৷ এই মর্মেই বিজ্ঞপ্তি জানানো হলেও তারপরেও দোকান খোলা রেখেছিলেন বেশ কিছু দোকানের মালিক। সেই খবর পেয়ে বেলা এগারোটা নাগাদ অভিযানে নামে ডোমজুড় থানার পুলিশ। বেগড়ি বাজার থেকে দু'জন ব্যবসায়ীকে আটক করা হয় ৷

আরও পড়ুন : মালদা শহরে সময়ের পরেও খোলা বাজার, বন্ধ করতে লাঠিচার্জ পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.