ETV Bharat / state

ফ্ল্যাটে দম্পতির পচাগলা দেহ, পাশে রক্তাক্ত অবস্থায় বসে ছেলে - শিবপুরে দম্পতি খুন

জেরায় শুভজিৎ জানিয়েছে, বাবা-মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছিল সে ।

ফ্ল্যাটে দম্পতির পচাগলা দেহ, পাশে রক্তাক্ত অবস্থায় বসে ছেলে
ফ্ল্যাটে দম্পতির পচাগলা দেহ, পাশে রক্তাক্ত অবস্থায় বসে ছেলে
author img

By

Published : Nov 18, 2020, 4:50 PM IST

হাওড়া, 18 নভেম্বর : বন্ধ ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়ে রয়েছে বাবা-মা । দেহ পচে যাওয়ায় দুর্গন্ধে টেকা দায় । ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় বসে ছেলে । আজ সকালে এমনই দৃশ্যের সাক্ষী রইল হাওড়ার শিবপুরের কৈপুকুর লেন । মৃত দম্পতির নাম প্রদ্যুৎ বোস ও গোপা বোস । মানসিক অবসাদ থেকে ছেলে তার বাবা-মাকে খুন করেছে বলে অনুমান পুলিশের ।

শিবপুর কৈপুকুর লেনে একটি আবাসনের চারতলার ফ্ল্যাট থেকে গতকাল থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল । আজ সকালে দুর্গন্ধ এতটাই বাড়ে যে প্রতিবেশীদের টেকা দায় হয়ে পড়ে । বন্ধ ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করলেও কেউ সাড়া দেয়নি । প্রতিবেশীরা শিবপুর থানায় খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে দেখে ফ্ল্যাটের ডাইনিংয়ে পড়ে রয়েছে গোপা বোসের দেহ । ঘরের ভিতরে বিছানায় মৃত অবস্থায় পড়ে প্রদ্যুৎ ঘোষের দেহ । আর অন্য একটি ঘরের বিছানায় রক্তমাখা অবস্থায় বসে মৃত দম্পতির ছেলে শুভজিৎ বোস । মৃতদেহ উদ্ধার করার পর পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে । জেরায় শুভজিৎ জানিয়েছে, বাবা-মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছিল সে ।

ফ্ল্যাটে দম্পতির পচাগলা দেহ, পাশে রক্তাক্ত অবস্থায় বসে ছেলে

বোস পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, " MCA পাস করা উচ্চশিক্ষিত শুভজিৎ চাকরি পায়নি । দীর্ঘদিন আর্থিক অনটনের মধ্যে কাটাচ্ছিল পরিবারটি । শুভজিতের বাবা একটি কম্পানির অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন । ফলে, তিনিও কোনও রোজগার করতেন না । তাই মানসিক অবসাদে ভুগছিল শুভজিৎ । যে কারণে গোটা পরিবারই প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করত না । ছেলেটিও বিশেষ বাইরে বের হত না । পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই এই খুন ।

হাওড়া, 18 নভেম্বর : বন্ধ ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়ে রয়েছে বাবা-মা । দেহ পচে যাওয়ায় দুর্গন্ধে টেকা দায় । ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় বসে ছেলে । আজ সকালে এমনই দৃশ্যের সাক্ষী রইল হাওড়ার শিবপুরের কৈপুকুর লেন । মৃত দম্পতির নাম প্রদ্যুৎ বোস ও গোপা বোস । মানসিক অবসাদ থেকে ছেলে তার বাবা-মাকে খুন করেছে বলে অনুমান পুলিশের ।

শিবপুর কৈপুকুর লেনে একটি আবাসনের চারতলার ফ্ল্যাট থেকে গতকাল থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল । আজ সকালে দুর্গন্ধ এতটাই বাড়ে যে প্রতিবেশীদের টেকা দায় হয়ে পড়ে । বন্ধ ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করলেও কেউ সাড়া দেয়নি । প্রতিবেশীরা শিবপুর থানায় খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে দেখে ফ্ল্যাটের ডাইনিংয়ে পড়ে রয়েছে গোপা বোসের দেহ । ঘরের ভিতরে বিছানায় মৃত অবস্থায় পড়ে প্রদ্যুৎ ঘোষের দেহ । আর অন্য একটি ঘরের বিছানায় রক্তমাখা অবস্থায় বসে মৃত দম্পতির ছেলে শুভজিৎ বোস । মৃতদেহ উদ্ধার করার পর পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে । জেরায় শুভজিৎ জানিয়েছে, বাবা-মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছিল সে ।

ফ্ল্যাটে দম্পতির পচাগলা দেহ, পাশে রক্তাক্ত অবস্থায় বসে ছেলে

বোস পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, " MCA পাস করা উচ্চশিক্ষিত শুভজিৎ চাকরি পায়নি । দীর্ঘদিন আর্থিক অনটনের মধ্যে কাটাচ্ছিল পরিবারটি । শুভজিতের বাবা একটি কম্পানির অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন । ফলে, তিনিও কোনও রোজগার করতেন না । তাই মানসিক অবসাদে ভুগছিল শুভজিৎ । যে কারণে গোটা পরিবারই প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করত না । ছেলেটিও বিশেষ বাইরে বের হত না । পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই এই খুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.