ETV Bharat / state

বাগনানের মহিলার মৃতদেহ পৌঁছাল বাড়িতে, অবরোধ-বিক্ষোভ BJP-র - bagnan news update

বাগনানে মৃতার দেহ পৌঁছাল বাড়িতে । দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ এলাকায় । দোষীদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর আর্জিতেও বিক্ষোভ দেখায় BJP নেতা-কর্মীরা ।

bagnan
বাড়ি পৌঁছাল মহিলার মৃতদেহ
author img

By

Published : Jun 25, 2020, 2:27 PM IST

Updated : Jun 25, 2020, 4:43 PM IST

বাগনান, 25 জুন : ময়নাতদন্তের পর বাগনানের বাড়িতে ফিরল মহিলার মৃতদেহ । মৃতদেহ পৌঁছাতেই ভিড় জমল তাঁর বাড়িতে । তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রতিবেশীরা। উপস্থিত হন BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ও দলীয় নেতা-কর্মীরা । এদিকে, অভিযুক্তদের পক্ষে যাতে কোনও আইনজীবী না দাঁড়ান সেই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা । যোগ দেন প্রতিবেশীরাও । বিক্ষোভ দেখানো হয় উলুবেড়িয়া মহকুমা আদালত চত্বরে ।

মঙ্গলবার বাগনানের গোপালপুরে এক যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযোগ, বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন । চিৎকার শুনে বাঁচাতে এলে তার মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় । এরপরই এলাকার কয়েকজনকে নিয়ে ওই যুবতির বাড়ি থেকে বের হতে দেখা যায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী কুশ বেরাকে । এদিকে, মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় যুবতির মা'র । কুশ বেরার বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই কুশ বেরাকে বহিষ্কার করে তৃণমূল । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের ।

বাগনানের মহিলার মৃতদেহ পৌঁছাল বাড়িতে, অবরোধ-বিক্ষোভ BJP-র

গতকালই এই তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের শাস্তির দাবিতে সরব হন স্থানীয় BJP নেতৃত্ব । লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল নামক দলটি ধর্ষণ করার লাইসেন্স পেয়ে গেছে । একজন মানুষকে সিঁড়ি থেকে ফেলে খুন করা হয়েছে । ঘটনার পর এতক্ষণ কেটে গেলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি । পুলিশের কাছে গ্রেপ্তারের দাবি জানালে তারা সময় চাইছে । কিন্তু কত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করতে পারবে সেবিষয়ে স্পষ্ট কিছু বলছে না । এই সময়ে ওই মহিলা কোরোনায় মারা গেছেন তা প্রমাণ করার চেষ্টা হবে । আমরা চাই, যাতে একজনকে খুন এবং একজনকে ধর্ষণের চেষ্টা, এই দুই অভিযোগেই মামলা রুজু হোক ।"

ঘটনায় বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন, "যে দলের হোক না কেন প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।"

bagnan
দোষীদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর আর্জিতে বিক্ষোভ চালাচ্ছে BJP

এই সংক্রান্ত আরও খবর : বাগনানে যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাঁচাতে এসে মৃত্যু মায়ের

গতকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রতিবেশীরা । আজও অভিযুক্তদের আদালতে তোলার সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখায় BJP । তারা দাবি জানায়, অভিযুক্তদের পক্ষে যেন কোনও আইনজীবী না দাঁড়ান । বিক্ষোভের ঘটনায় দুই BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । এদিকে, দোষীদের পক্ষে যাতে কোনও আইনজীবী না দাঁড়ায় ও দোষীদের কঠোর সাজার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন BJP কর্মীরা । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

বাগনান, 25 জুন : ময়নাতদন্তের পর বাগনানের বাড়িতে ফিরল মহিলার মৃতদেহ । মৃতদেহ পৌঁছাতেই ভিড় জমল তাঁর বাড়িতে । তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রতিবেশীরা। উপস্থিত হন BJP মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল ও দলীয় নেতা-কর্মীরা । এদিকে, অভিযুক্তদের পক্ষে যাতে কোনও আইনজীবী না দাঁড়ান সেই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা । যোগ দেন প্রতিবেশীরাও । বিক্ষোভ দেখানো হয় উলুবেড়িয়া মহকুমা আদালত চত্বরে ।

মঙ্গলবার বাগনানের গোপালপুরে এক যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযোগ, বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন । চিৎকার শুনে বাঁচাতে এলে তার মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় । এরপরই এলাকার কয়েকজনকে নিয়ে ওই যুবতির বাড়ি থেকে বের হতে দেখা যায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী কুশ বেরাকে । এদিকে, মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় যুবতির মা'র । কুশ বেরার বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই কুশ বেরাকে বহিষ্কার করে তৃণমূল । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের ।

বাগনানের মহিলার মৃতদেহ পৌঁছাল বাড়িতে, অবরোধ-বিক্ষোভ BJP-র

গতকালই এই তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীদের শাস্তির দাবিতে সরব হন স্থানীয় BJP নেতৃত্ব । লকেট চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল নামক দলটি ধর্ষণ করার লাইসেন্স পেয়ে গেছে । একজন মানুষকে সিঁড়ি থেকে ফেলে খুন করা হয়েছে । ঘটনার পর এতক্ষণ কেটে গেলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি । পুলিশের কাছে গ্রেপ্তারের দাবি জানালে তারা সময় চাইছে । কিন্তু কত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করতে পারবে সেবিষয়ে স্পষ্ট কিছু বলছে না । এই সময়ে ওই মহিলা কোরোনায় মারা গেছেন তা প্রমাণ করার চেষ্টা হবে । আমরা চাই, যাতে একজনকে খুন এবং একজনকে ধর্ষণের চেষ্টা, এই দুই অভিযোগেই মামলা রুজু হোক ।"

ঘটনায় বাগনানের বিধায়ক অরুণাভ সেন বলেন, "যে দলের হোক না কেন প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।"

bagnan
দোষীদের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর আর্জিতে বিক্ষোভ চালাচ্ছে BJP

এই সংক্রান্ত আরও খবর : বাগনানে যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাঁচাতে এসে মৃত্যু মায়ের

গতকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রতিবেশীরা । আজও অভিযুক্তদের আদালতে তোলার সময় আদালত চত্বরে বিক্ষোভ দেখায় BJP । তারা দাবি জানায়, অভিযুক্তদের পক্ষে যেন কোনও আইনজীবী না দাঁড়ান । বিক্ষোভের ঘটনায় দুই BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । এদিকে, দোষীদের পক্ষে যাতে কোনও আইনজীবী না দাঁড়ায় ও দোষীদের কঠোর সাজার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন BJP কর্মীরা । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।

Last Updated : Jun 25, 2020, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.