বালি, 18 জুলাই : বালি ব্রিজের নিচ থেকে উদ্ধার হল মহিলার দেহাংশ । গঙ্গায় ভেসে আসে দু'টি ব্যাগ । তার মধ্যে ভরা ছিল মহিলার দেহের বিভিন্ন অংশ । ঘটনাস্থানে গিয়ে ব্যাগ দু'টি উদ্ধার করে বালি থানার পুলিশ ।
আজ সকালে বালির জেটিয়া বাড়ি সংলগ্ন ঘাটে ব্যাগ দুটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা খবর দেন পুলিশে । পুলিশ এসে দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ জানিয়েছেন, মহিলার পরিচয় জানা যায়নি ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রায় দুই দিন আগে ওই মহিলাকে খুন করা হয় । তারপর দেহটি টুকরো টুকরো করে ব্যাগের মধ্যে ভরে ফেলে দেওয়া হয় গঙ্গায় । মহিলার মাথা ও দেহের কিছু অংশ ভরা ছিল ব্যাগ দুটির মধ্যে। তবে দেহের বাকি অংশের খোঁজ মেলেনি। ব্যাগের মধ্যে দেহাংশের সঙ্গে ছিল চারটি চপার ও একটি ছুরি । তদন্তে নেমেছে বালি থানার পুলিশ ।