ETV Bharat / state

মৃত্যুর 9 ঘণ্টা পরও বাড়িতেই পড়ে করোনা আক্রান্তের দেহ - করোনা কালে ফের অমানবিকতার ছবি

শুক্রবার সকাল আটটা নাগাদ নিজের বাড়িতেই মারা যান দিলীপ সামন্ত নামে বছর 66 ওই বৃদ্ধ । গত এপ্রিল মাসের শেষের দিকে তিনি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন । গত 29 এপ্রিল করোনা পরীক্ষা হলে জানা যায় তাঁর রিপোর্ট পজিটিভ ।

বাড়িতেই পড়ে করোনা আক্রান্তের দেহ
বাড়িতেই পড়ে করোনা আক্রান্তের দেহ
author img

By

Published : May 7, 2021, 8:33 PM IST

হাওড়া, 7 মে : করোনাকালে ফের অমানবিকতার ছবি ধরা পড়ল হাওড়ায় ৷ মৃত্যুর প্রায় 9 ঘণ্টা পরও ঘরেতেই পড়ে রইল কোভিড আক্রান্তের দেহ ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বোহারিয়া শীতলাতলা গ্রামে । প্রশাসনের তরফে সৎকারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত ওই বৃদ্ধের দেহ ঘরেই পড়ে রয়েছে ।

শুক্রবার সকাল আটটা নাগাদ নিজের বাড়িতেই মারা যান দিলীপ সামন্ত নামে বছর 66 ওই বৃদ্ধ । গত এপ্রিল মাসের শেষের দিকে তিনি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন । গত 29 এপ্রিল করোনা পরীক্ষা হলে জানা যায় তাঁর রিপোর্ট পজিটিভ । এরপর বাড়ির লোকেরা চিকিৎসকের পরামর্শমতো তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা শুরু করেন । আজ সকাল সোয়া আটটা নাগাদ তাঁর মৃত্যু হয় ।

বাড়িতেই পড়ে করোনা আক্রান্তের দেহ

আরও পড়ুন : অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

পরিবারের লোকেদের অভিযোগ, তাঁরা জগৎবল্লভপুর থানা, স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে খবর দিলেও প্রশাসনের তরফে দেহ সৎকারের কোনও ব্যবস্থা করা হয়নি । প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাড়িতেই পড়ে আছে দেহ । বাড়ির লোকেদের এবং প্রতিবেশীদের আশঙ্কা, মৃতদেহ থেকে সংক্রমণ ছড়াতে পারে । আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরাও । এদিকে জগৎবল্লভপুরের বিডিও মনতোষ রায় জানিয়েছেন, পুলিশের সহযোগিতা নিয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে দেহ সৎকারের ব্যবস্থা করা হবে ।

হাওড়া, 7 মে : করোনাকালে ফের অমানবিকতার ছবি ধরা পড়ল হাওড়ায় ৷ মৃত্যুর প্রায় 9 ঘণ্টা পরও ঘরেতেই পড়ে রইল কোভিড আক্রান্তের দেহ ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বোহারিয়া শীতলাতলা গ্রামে । প্রশাসনের তরফে সৎকারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত ওই বৃদ্ধের দেহ ঘরেই পড়ে রয়েছে ।

শুক্রবার সকাল আটটা নাগাদ নিজের বাড়িতেই মারা যান দিলীপ সামন্ত নামে বছর 66 ওই বৃদ্ধ । গত এপ্রিল মাসের শেষের দিকে তিনি জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন । গত 29 এপ্রিল করোনা পরীক্ষা হলে জানা যায় তাঁর রিপোর্ট পজিটিভ । এরপর বাড়ির লোকেরা চিকিৎসকের পরামর্শমতো তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা শুরু করেন । আজ সকাল সোয়া আটটা নাগাদ তাঁর মৃত্যু হয় ।

বাড়িতেই পড়ে করোনা আক্রান্তের দেহ

আরও পড়ুন : অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

পরিবারের লোকেদের অভিযোগ, তাঁরা জগৎবল্লভপুর থানা, স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে খবর দিলেও প্রশাসনের তরফে দেহ সৎকারের কোনও ব্যবস্থা করা হয়নি । প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাড়িতেই পড়ে আছে দেহ । বাড়ির লোকেদের এবং প্রতিবেশীদের আশঙ্কা, মৃতদেহ থেকে সংক্রমণ ছড়াতে পারে । আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরাও । এদিকে জগৎবল্লভপুরের বিডিও মনতোষ রায় জানিয়েছেন, পুলিশের সহযোগিতা নিয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে দেহ সৎকারের ব্যবস্থা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.