হাওড়া , 6 জুন : ধার দেওয়া আট লাখ টাকা ফেরত নিতে শালিমারে এসে খুন হলেন এক ব্যক্তি। মাথায় পাথর দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয় তাকে। অভিযুক্ত এক RPF জওয়ান। নাম সুকান্ত সাউ। গতকাল শালিমার এলাকার 1 নম্বর গেটের কাছ থেকে উদ্ধার হয় মৃত ব্যক্তির দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গুনানজি সাউ। দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় এক জুট মিলের অবসরপ্রাপ্ত কর্মী এবং ওই এলাকারই এক জগন্নাথ মন্দিরের কমিটির কর্তা। বর্তমানে মন্দির কমিটির টাকা সুদে খাটানোর ব্যবসা করতেন তিনি। বছর খানেক আগে সুকান্ত নামের RPF জওয়ান যখন গার্ডেনরিচ এলাকায় পোস্টিং ছিলেন তখন সে গুনানজির থেকে ধার নেন প্রায় আট লাখ টাকা। এরপর থেকেই সেই টাকা শোধ করছিলেন না RPF জওয়ান। ইতিমধ্যেই তাঁর পোস্টিং হয়ে যায় শালিমারে। এরপর গত 3 তারিখ হঠাৎই সুকান্ত সাউ ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার নাম করে গার্ডেনরিচ থেকে শালিমারে নিয়ে আসে গুনানজিকে। শালিমার এক নম্বর গেটের কাছে তাকে এনে ভারী পাথর দিয়ে গুনানজির মাথা থেঁতলে খুন করে ওই RPF কর্মী। রক্তাক্ত মৃতদেহ ফেলে যায় ওই এলাকারই একটি গেটের ধারে।
গুনানজি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয় তার পরিবারের তরফে। প্রথমে সুকান্তর কাছে গিয়ে গুনানজির ব্যাপারে জিজ্ঞাসা করায় জানা যায়, ওই দিন রাত্রি টাকা ফেরত দিয়ে তাকে ছেড়ে দিয়েছিলেন জওয়ান। এরপর মৃতের পরিবার দ্বারস্থ হয় শিবপুর থানায়। শুরু হয় তদন্ত। শালিমার এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন গুনানজির পরিবারের লোকেরা । হঠাৎ একটি ঝোপের ধারে তাঁরাই দেখতে পান পচা গলা মৃতদেহ। আশেপাশে পড়ে থাকা পরিচয় পত্র এবং জামা দেখে শনাক্ত করা হয় গুনানজির দেহ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশে পাঠানো হয়। পাশাপাশি ওই RPF কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।