ETV Bharat / state

Dacoits Enter House : জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা - জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা

হাওড়ার সাঁকরাইলে বাড়িতে ঢুকে গৃহবধূকে খুনের চেষ্টা ডাকাতদের (dacoits enter house and attempt to kill house wife in Howrah), লুঠ বিপুল অঙ্কের গয়না ৷

Dacoits Enter House
জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা
author img

By

Published : Jan 20, 2022, 10:34 PM IST

Updated : Jan 20, 2022, 10:58 PM IST

সাঁকরাইল, 20 জানুয়ারি : ভিক্ষা ও জল তেষ্টার নাম করে এসে বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে খুনের চেষ্টা ও ডাকাতি করে পালাল একদল দুষ্কৃতী (dacoits enter house and attempt to kill house wife in Howrah) ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকায় ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ একদল দুষ্কৃতী থানা মাকুয়া এলাকায় এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভিক্ষে চাওয়ার নাম করে আসে ৷ অভিযোগ, বাড়ির গৃহবধূ সঙ্গীতা নস্করকে (22) একা পেয়ে ওই দুষ্কৃতীরা জোর করে বাড়িতে ঢুকে যায় ৷ তারপর ওই গৃহকর্ত্রীকে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে তাঁর উপর অত্যাচার চালোনো হয় ৷ মারধর করে তাঁর পেটে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় ৷ এরপর প্রায় 5 লক্ষ টাকার গয়না ও 50 হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ও নিগৃহীতার আত্মীয় রাখি নস্কর জানান, তাঁরা দেখতে পান বাড়ি থেকে কেউ একজন বাইরে ফোন করছে । এরপরই বাড়ির সদস্যদের দেখতে না পেয়ে তাঁরা বাড়ির ভিতরে ঢুকে দেখেন বিছানাতে রক্তাক্ত অবস্থায় ওই মহিলা পরে আছেন । তিনি চিৎকার করে বলেন তাঁর মাথায় আঘাত করা হয়েছে । তাঁর পেটে লোহার রড তখনও ঢোকানো অবস্থায় ছিল । এরপরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন : বহুতলের ছাদ থেকে ফেলে প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ । যদিও তদন্তের স্বার্থে সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ পুলিশ সূত্রে খবর বর্তমানে ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । ওই মহিলার থেকে যথা সম্ভব তথ্য সংগ্রহ করে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে চেনা পরিচিত কেউ যুক্ত থাকতে পারে ।

সাঁকরাইল, 20 জানুয়ারি : ভিক্ষা ও জল তেষ্টার নাম করে এসে বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে খুনের চেষ্টা ও ডাকাতি করে পালাল একদল দুষ্কৃতী (dacoits enter house and attempt to kill house wife in Howrah) ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রবাটি স্কুল মাঠ এলাকায় ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ একদল দুষ্কৃতী থানা মাকুয়া এলাকায় এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভিক্ষে চাওয়ার নাম করে আসে ৷ অভিযোগ, বাড়ির গৃহবধূ সঙ্গীতা নস্করকে (22) একা পেয়ে ওই দুষ্কৃতীরা জোর করে বাড়িতে ঢুকে যায় ৷ তারপর ওই গৃহকর্ত্রীকে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে তাঁর উপর অত্যাচার চালোনো হয় ৷ মারধর করে তাঁর পেটে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয় ৷ এরপর প্রায় 5 লক্ষ টাকার গয়না ও 50 হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷

জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূকে খুনের চেষ্টা

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ও নিগৃহীতার আত্মীয় রাখি নস্কর জানান, তাঁরা দেখতে পান বাড়ি থেকে কেউ একজন বাইরে ফোন করছে । এরপরই বাড়ির সদস্যদের দেখতে না পেয়ে তাঁরা বাড়ির ভিতরে ঢুকে দেখেন বিছানাতে রক্তাক্ত অবস্থায় ওই মহিলা পরে আছেন । তিনি চিৎকার করে বলেন তাঁর মাথায় আঘাত করা হয়েছে । তাঁর পেটে লোহার রড তখনও ঢোকানো অবস্থায় ছিল । এরপরে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন : বহুতলের ছাদ থেকে ফেলে প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ । যদিও তদন্তের স্বার্থে সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ পুলিশ সূত্রে খবর বর্তমানে ওই মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । ওই মহিলার থেকে যথা সম্ভব তথ্য সংগ্রহ করে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে চেনা পরিচিত কেউ যুক্ত থাকতে পারে ।

Last Updated : Jan 20, 2022, 10:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.