সাঁকরাইল , 27 এপ্রিল : যত দিন যাচ্ছে ক্রমশ জটিল হচ্ছে করোনা পরিস্থিতি ৷ সংক্রমণ ঠেকাতে হিমসিম খেতে হচ্ছে ডাক্তার নার্সদের ৷ চতুর্দিকে জ্বলছে করোনায় মৃতদের চিতা ৷ কিন্তু এতকিছু দেখার পরও কী হুঁশ ফিরেছে সাধারণের ? হাওড়ার কালীবাবুর বাজার ও আন্দুল বাসস্ট্য়ান্ডের যে ছবি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে , মানুষ আর করোনাকে ভয় পায় না ৷ মাস্ক না পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাজারে, রাস্তা-ঘাটে ৷ মাস্ক না পরার কারণ জিজ্ঞাসা করলে দেখাচ্ছে হাজারো অজুহাত ৷
হাওড়ার কালীবাবুর বাজারে সর্বত্রই লাগামছাড়া মানুষের ভিড়। এমনকি করোনা রুখতে আবশ্যিক মাস্কও নেই অনেকের মুখে। কারওর মাস্ক থুতনিতে তো কারও মুখ খালি। কেউ বা ক্যামেরা দেখে তড়িঘড়ি মাস্ক পড়ছেন। কেউ বা মাস্ক নিয়ে বেরোতেই ভুলে গিয়েছেন। কেউ বা বলছেন এই তো খুললাম মাস্ক।
পাশাপাশি হাওড়ার আন্দুল এলাকায় ধরা পড়ল পুলিশি তৎপরতার চিত্র। আন্দুলে সাঁকরাইল থানার পক্ষ থেকে নেওয়া হল কড়া পদক্ষেপ। যারা মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের মাস্ক পরিয়ে আটক করা হল ৷ সাঁকরাইল থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস বললেন, " আন্দুল বাসস্ট্যান্ড থেকে মোট 35 জনকে আটক করা হয়েছে ৷ জনসচেতনতার জন্য তাদের কিছুক্ষণ আটকে রেখে ছেড়ে দেওয়া হয় ৷ "
আরও পড়ুন : সামান্য নামল গ্রাফ ! সংক্রমিত আরও 3.23 লাখ, মৃত 2771
আন্দুল পঞ্চায়েত প্রধান মানসী চক্রবর্তী উপস্থিত ছিলেন পুলিশদের সঙ্গে ৷ তিনি বললেন, " পুলিশি সচেতনতার জেরে মানুষ মুখে মাস্ক তো তুলল ৷ পুলিশের ভূমিকায় আমি খুশি ৷ "