হাওড়া, 18 জুন : কোরোনায় আক্রান্ত হাওড়া পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূলের উত্তর হাওড়ার সভাপতি গৌতম চৌধুরি। সম্প্রতি তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। এরপর আজ তাঁকে ভরতি করা হয় হাওড়ার গোলাবাড়ি এলাকার এক হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
কিছুদিন আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বিদায়ি পৌর বোর্ডের প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারী। তাঁকে ভরতি করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। এবার কোরোনায় আক্রান্ত হলেন গৌতম চৌধুরি। হাওড়া পৌরনিগমের শেষ পৌর বোর্ডের 11 নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি ছিলেন তিনি। মেয়র পরিষদ ছিলেন মেয়র রথীন চক্রবর্তীর নেতৃত্বাধীন পৌরবোর্ডের। জানা গিয়েছে, গৌতমবাবুর মা-ও কোরোনায় আক্রান্ত হয়েছেন।
হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা এমনিতেই লাফিয়ে বাড়ছে। শেষ মেডিকেল বুলেটিনে অনুযায়ী, জেলায় আক্রান্তের সংখ্যা 1870। গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 72 জন। গতকাল একদিনে জগৎবল্লভপুর থানার 11 জন পুলিশকর্মী সংক্রমিত হন। যা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 66 জনের। তবে সুস্থ হওয়ার হার আগের থেকে বেড়েছে।