ETV Bharat / state

হাওড়ায় বাড়ছে দৈনিক সংক্রমণ, উদ্বিগ্ন জেলা প্রশাসন

ভোটের মুখে রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিল লেগেই আছে ৷ এর সঙ্গে বেড়ে চলেছে জেলার দৈনিক করোনার গ্রাফ ৷

কলকাতা, উত্তর 24 পরগনার পর হাওড়া, দৈনিক সংক্রমণে উদ্বিগ্ন জেলা প্রশাসন
কলকাতা, উত্তর 24 পরগনার পর হাওড়া, দৈনিক সংক্রমণে উদ্বিগ্ন জেলা প্রশাসন
author img

By

Published : Mar 28, 2021, 12:01 PM IST

হাওড়া, 28 মার্চ : হাওড়া জেলাজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ আর তা নিয়ে উদ্বিগ্ন জেলার স্বাস্থ্য বিভাগ ৷ সারা রাজ্যে কলকাতা প্রথম, দ্বিতীয় উত্তর 24 পরগনা ৷ আর তারপরেই হাওড়ার স্থান ৷ এখন হাওড়া শহর ও গ্রামীণে করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী ৷

আরও পড়ুন : এবছর কোভিডের পাশাপাশি নন-কোভিডের চিকিৎসা হবে কলকাতা মেডিকেল কলেজে

রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, গত 24 ঘণ্টায় হাওড়ায় আক্রান্তের সংখ্যা 65 ৷ যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 36 হাজার 527 জন ৷ গতকাল কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 294৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 401 জন ৷ উত্তর 24 পরগনায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 180 জন, এপর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন 1 লাখ 25 হাজার 313 জন ৷

ভোটের মুখে রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিল চলছেই ৷ চিকিৎসকরা করোনা বিধি মেনে মিটিং-মিছিল করতে বললেও তা কানে তুলছেন না প্রায় কেউই ৷ এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ ইতিমধ্যেই হাওড়ায় করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, তাই জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ৷

হাওড়া, 28 মার্চ : হাওড়া জেলাজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ আর তা নিয়ে উদ্বিগ্ন জেলার স্বাস্থ্য বিভাগ ৷ সারা রাজ্যে কলকাতা প্রথম, দ্বিতীয় উত্তর 24 পরগনা ৷ আর তারপরেই হাওড়ার স্থান ৷ এখন হাওড়া শহর ও গ্রামীণে করোনা সংক্রমণ ঊর্ধ্বগামী ৷

আরও পড়ুন : এবছর কোভিডের পাশাপাশি নন-কোভিডের চিকিৎসা হবে কলকাতা মেডিকেল কলেজে

রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, গত 24 ঘণ্টায় হাওড়ায় আক্রান্তের সংখ্যা 65 ৷ যা নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 36 হাজার 527 জন ৷ গতকাল কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 294৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 32 হাজার 401 জন ৷ উত্তর 24 পরগনায় গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 180 জন, এপর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন 1 লাখ 25 হাজার 313 জন ৷

ভোটের মুখে রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিল চলছেই ৷ চিকিৎসকরা করোনা বিধি মেনে মিটিং-মিছিল করতে বললেও তা কানে তুলছেন না প্রায় কেউই ৷ এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ ইতিমধ্যেই হাওড়ায় করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, তাই জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.