ETV Bharat / state

কালভার্ট তৈরি নিয়ে বচসা, উর্দি ছিঁড়ে পুলিশকে মারধরের অভিযোগ

কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে এলাকার একটি পরিবারের বচসা হয় । বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন আমতা থানার এক পুলিশকর্মী । আজ দুপুরে আমতা থানার ভাণ্ডারগাছা এলাকার ঘটনা ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Aug 22, 2019, 7:22 PM IST

উলুবেড়িয়া, 22 অগাস্ট : কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে এলাকার একটি পরিবারের বচসা হয় । বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন আমতা থানার এক পুলিশকর্মী । আজ দুপুরে আমতা থানার ভাণ্ডারগাছা এলাকার ঘটনা ।

RIDF প্রকল্পে ভাণ্ডারগাছা থেকে ঘোষপুর কাজিপাড়া পর্যন্ত দু' লাখ ছয় হাজার টাকায় ‌প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে । 90 শতাংশ কাজ হয়ে গেলেও বাকি রয়েছে কালভার্ট তৈরির কাজ । অভিযোগ, দীর্ঘদিন ধরেই কালভার্ট তৈরির কাজে বাধা দিচ্ছে স্থানী ঢোলে পরিবার । ওই পরিবারের দাবি, যেখানে কালভার্টটি তৈরি করা হবে সেখানে তাদের জমি রয়েছে । সমস্যা মেটাতে আজ দুপুরে ঘটনাস্থানে যায় আমতার BLR ও প্রশাসনের লোকজন । এলাকাবাসীদের অভিযোগ, জমির মাপ নেওয়া শুরু হলে প্রশাসনের লোকজনকে কাজে বাধা দেয় ঢোলে পরিবার । তারপরই এলাকার লোকজনের সঙ্গে বচসা শুরু হয় ঢোলে পরিবারের সদস্যদের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আমতা থানার পুলিশ । অভিযোগ, সেই সময় আমতা থানার এক কনস্টেবল অমর বেরার উপর ঝাঁপিয়ে পড়েন পার্বতী ঢোলে ও তাঁর মেয়ে প্রভাবতী । অমরের উর্দি ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর করা হয় । এলাকার লোকজন জখম কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায় আমতা হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

অমর বেরার বক্তব্য

অমর বলেন, "বচসার সময় দুই পক্ষকে থামাতে গিয়েছিলাম । সেই সময় প্রভাবতী ঢোলে ঘটনার ভিডিয়ো তুলছিলেন । বাধা দিতে গেলে আমার ইউনিফর্ম ছিঁড়ে আমাকে মারধর করেন প্রভাবতী ঢোলে, তাঁর মা পার্বতী ঢোলে সহ তাঁর পরিবারের লোকজন । আমার বুকে ও মাথায় আঘাত লেগেছে ।"

এলাকার বাসিন্দা শ্যামল পাত্র বলেন, "রাস্তার কাজ 90 শতাংশ হয়ে গেছে । শুধু কালভার্টের কাজ বাকি । এলাকায় একটি কালভার্ট ছিল । এই কালভার্ট দিয়ে সমস্ত জল বের হয়ে কান্দুয়া খালে পড়ে । সেই কালভার্ট অর্ধেক ভেঙে যাওয়ার কারণে নতুন করে কালভার্ট তৈরি করার পরিকল্পনা করা হয়েছে । কালভার্টটি তৈরি হয়ে গেলেই রাস্তার কাজ শেষ হবে । কিন্তু ‌ঢোলে পরিবারের আপত্তিতে এই কালভার্ট তৈরি করা যাচ্ছে না । ঢোলে পরিবারের দাবি কালভার্ট তৈরির জন্য তাঁদের জমি নেওয়া হচ্ছে । সেই সমস্যা সমাধানের জন্য আজ প্রশাসনের লোকজন এসেছিলেন । জমি মাপার সময় ঢোলে পরিবারের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে । বচসা থামাতে গেলে এক পুলিশকর্মীকে মারধর করে ঢোলে পরিবারের লোকজন ।"

এলাকার পঞ্চায়েত উপপ্রধান কাজি নুর ইসলাম বেগ বলেন, "ওখানে 21 ফুট সরকারি জায়গা রয়েছে । এর আগে পঞ্চায়েত থেকে মাপা হয়েছিল । সেটা মানতে রাজি হয়নি ঢোলে পরিবার । সেই জন্য‌ই প্রশাসনের পক্ষ থেকে জমি মাপার ব্যবস্থা করা হয়েছিল । সেখানেও তারা ঝামেলা পাকিয়ে পুলিশকে মারধর করে ।"

এলাকার বাসিন্দা মঙ্গলা রায় বলেন, "মোবাইলে ছবি তুলছিল প্রভাবতী ঢোলে । এই (অমর বেরা) পুলিশকর্মী তাঁকে বাধা দিতেই তাঁর ইউনিফর্ম ছিঁড়ে মারধর শুরু করে ঢোলে পরিবারের লোকজন ।" অভিযুক্ত ঢোলে পরিবারের লোকজন পলাতক । অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে পুলিশ ।

উলুবেড়িয়া, 22 অগাস্ট : কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে এলাকার একটি পরিবারের বচসা হয় । বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন আমতা থানার এক পুলিশকর্মী । আজ দুপুরে আমতা থানার ভাণ্ডারগাছা এলাকার ঘটনা ।

RIDF প্রকল্পে ভাণ্ডারগাছা থেকে ঘোষপুর কাজিপাড়া পর্যন্ত দু' লাখ ছয় হাজার টাকায় ‌প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে । 90 শতাংশ কাজ হয়ে গেলেও বাকি রয়েছে কালভার্ট তৈরির কাজ । অভিযোগ, দীর্ঘদিন ধরেই কালভার্ট তৈরির কাজে বাধা দিচ্ছে স্থানী ঢোলে পরিবার । ওই পরিবারের দাবি, যেখানে কালভার্টটি তৈরি করা হবে সেখানে তাদের জমি রয়েছে । সমস্যা মেটাতে আজ দুপুরে ঘটনাস্থানে যায় আমতার BLR ও প্রশাসনের লোকজন । এলাকাবাসীদের অভিযোগ, জমির মাপ নেওয়া শুরু হলে প্রশাসনের লোকজনকে কাজে বাধা দেয় ঢোলে পরিবার । তারপরই এলাকার লোকজনের সঙ্গে বচসা শুরু হয় ঢোলে পরিবারের সদস্যদের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আমতা থানার পুলিশ । অভিযোগ, সেই সময় আমতা থানার এক কনস্টেবল অমর বেরার উপর ঝাঁপিয়ে পড়েন পার্বতী ঢোলে ও তাঁর মেয়ে প্রভাবতী । অমরের উর্দি ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাঁকে মারধর করা হয় । এলাকার লোকজন জখম কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায় আমতা হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

অমর বেরার বক্তব্য

অমর বলেন, "বচসার সময় দুই পক্ষকে থামাতে গিয়েছিলাম । সেই সময় প্রভাবতী ঢোলে ঘটনার ভিডিয়ো তুলছিলেন । বাধা দিতে গেলে আমার ইউনিফর্ম ছিঁড়ে আমাকে মারধর করেন প্রভাবতী ঢোলে, তাঁর মা পার্বতী ঢোলে সহ তাঁর পরিবারের লোকজন । আমার বুকে ও মাথায় আঘাত লেগেছে ।"

এলাকার বাসিন্দা শ্যামল পাত্র বলেন, "রাস্তার কাজ 90 শতাংশ হয়ে গেছে । শুধু কালভার্টের কাজ বাকি । এলাকায় একটি কালভার্ট ছিল । এই কালভার্ট দিয়ে সমস্ত জল বের হয়ে কান্দুয়া খালে পড়ে । সেই কালভার্ট অর্ধেক ভেঙে যাওয়ার কারণে নতুন করে কালভার্ট তৈরি করার পরিকল্পনা করা হয়েছে । কালভার্টটি তৈরি হয়ে গেলেই রাস্তার কাজ শেষ হবে । কিন্তু ‌ঢোলে পরিবারের আপত্তিতে এই কালভার্ট তৈরি করা যাচ্ছে না । ঢোলে পরিবারের দাবি কালভার্ট তৈরির জন্য তাঁদের জমি নেওয়া হচ্ছে । সেই সমস্যা সমাধানের জন্য আজ প্রশাসনের লোকজন এসেছিলেন । জমি মাপার সময় ঢোলে পরিবারের সঙ্গে গ্রামবাসীদের বচসা বাধে । বচসা থামাতে গেলে এক পুলিশকর্মীকে মারধর করে ঢোলে পরিবারের লোকজন ।"

এলাকার পঞ্চায়েত উপপ্রধান কাজি নুর ইসলাম বেগ বলেন, "ওখানে 21 ফুট সরকারি জায়গা রয়েছে । এর আগে পঞ্চায়েত থেকে মাপা হয়েছিল । সেটা মানতে রাজি হয়নি ঢোলে পরিবার । সেই জন্য‌ই প্রশাসনের পক্ষ থেকে জমি মাপার ব্যবস্থা করা হয়েছিল । সেখানেও তারা ঝামেলা পাকিয়ে পুলিশকে মারধর করে ।"

এলাকার বাসিন্দা মঙ্গলা রায় বলেন, "মোবাইলে ছবি তুলছিল প্রভাবতী ঢোলে । এই (অমর বেরা) পুলিশকর্মী তাঁকে বাধা দিতেই তাঁর ইউনিফর্ম ছিঁড়ে মারধর শুরু করে ঢোলে পরিবারের লোকজন ।" অভিযুক্ত ঢোলে পরিবারের লোকজন পলাতক । অভিযুক্তদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে পুলিশ ।

Intro:উলুবেড়িয়া- রাস্তার উপর কালভার্ট নির্মাণের জন্য মাপ যোগ নিয়ে গ্রামবাসীদের সাথে এলাকার একটি পরিবারের বচসা। বচসা থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আমতা থানার ভান্ডারগাছা এলাকায়। জানা গেছে আর আই ডি এফ প্রকল্পে এই এলাকায় ভান্ডারগাছা থেকে ঘোষপুর কাঁজিপাড়া পর্যন্ত দুই লক্ষ ছয় হাজার টাকায় ‌প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরীর কাজ চলছে। প্রায় নব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়ে গেলেও বাকি রয়েছে একটি কালভার্ট তৈরীর কাজ। অভিযোগ দীর্ঘদিন ধরেই এই কালভার্ট তৈরীর কাজে বাধা দিচ্ছে ঢোলে পরিবার। ঢোলে পরিবারের দাবি কালভার্ট তৈরীর জন্য যে পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে তাদের জায়গা রয়েছে। সেই সমস্যার সমাধানের জন্য বৃহস্পতিবার দুপুরে সেখানে হাজির হয় আমতা বি এল আর ও সহ প্রশাসনের লোকজন। এলাকাবাসীদের অভিযোগ মাপ যোগ করতে আসা প্রশাসনের লোকজনকে কাজ করতে বাধা দেয় ঢোলে পরিবারের লোকজন। তারপরেই এলাকার লোকজনের সাথে বচসা শুরু হয় ঢোলে পরিবারের লোকজনের। Body:অভিযোগে সেই সময় আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বচসা থামাতে গেলে,আমতা থানার এক কনস্টেবল অমর বেরা'র উপর ঝাপিয়ে পড়ে এই পরিবারের সদস্যা পার্বতী ঢোলে ও তার মেয়ে প্রভাবতী ঢোলে। তার ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার পাশাপাশি তাকে মারধর করে। পরে এলাকার লোকজন ও পুলিশ আহত কনস্টেবল অমর বেরাকে উদ্ধার করে নিয়ে যায় আমতা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। আহত পুলিশ কনস্টেবল অমর বেরা বলেন বচসার সময় দুই পক্ষকে থামাতে গিয়েছিলাম এবং সেই সময় প্রভাবতী ঢোলে ঘটনার ভিডিও তুলছিল। বাধা দিতে গেলে আমার ইউনিফর্ম ছিঁড়ে আমাকে মারধোর করে প্রভাবতী ঢোলে, তার মা পার্বতী ঢোলে সহ তার পরিবারের লোকজন। তার বুকে ও মাথায় আঘাত লেগেছে বলে তিনি জানান। এলাকার বাসিন্দা শ্যামল পাত্র বলেন রাস্তার কাজ নব্বই শতাংশ হয়ে গিয়েছে। শুধু এই কালভার্টের জন্য দশ শতাংশ কাজ বাকি রয়েছে। এখানে একশো বছরের পুরনো একটি কালভার্ট ছিল। এই কালভার্ট দিয়ে এলাকার সমস্ত জল বের হয় কান্দুয়া খালে। সেই কালভার্ট অর্ধেক ভেঙে যাওয়ার কারনে নতুন করে কালভার্ট তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। কালভার্টটি তৈরি হয়ে গেলেই রাস্তার কাজ সম্পন্ন হবে। কিন্তু ‌ঢোলে পরিবারের আপত্তিতে এই কালভার্ট তৈরি করা যাচ্ছেনা। ঢোলে পরিবারের দাবি কালভার্ট তৈরীর জন্য তাদের কিছু জায়গা নেওয়া হচ্ছে। সেই সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার প্রশাসনের লোকজন এসেছিলেন। সেই সময় তারা মাপ যোগ ভুন্ডুল করতে গেলে গ্রামবাসীদের সাথে বচসা বাঁধে। বচসা ছাড়াতে গেলে এক পুলিশ কর্মীকে মারধর করে ঢোলে পরিবারের লোকজন। এলাকার উপপ্রধান কাজি নুর ইসলাম বেগ বলেন ওখানে একুশ ফুট সরকারী জায়গা রয়েছে। এর আগে পঞ্চায়েত থেকে মাপ যোগ করে দেওয়া হলেও ঢোলে পরিবার সেটা মানতে রাজি হয়নি। সেই জন্য‌ই প্রশাসনের পক্ষ থেকে মাপ যোগের ব্যাবস্থা করা হয়েছিল। সেখানেও তারা ঝামেলা পাকিয়ে পুলিশকে মারধর করে। এলাকার বাসিন্দা মঙ্গলা রায় বলেন মোবাইলে ছবি তুলছিল প্রভাবতী ঢোলে। এই পুলিশ কর্মী তাকে বাধা দিতেই তার ইউনিফর্ম ছিঁড়ে তাকে মারধর শুরু করে ঢোলে পরিবারের লোকজন। পরে প্রভাবতি নিজের জামা ছিঁড়ে পুলিশের উপর দোষ চাপানোর চেষ্টা করে। তখন আমরা প্রতিবাদ করলে তারা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। যদিও অভিযুক্ত ঢোলে পরিবারের লোকজন পলাতক। অভিযুক্তদের স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করেছে পুলিশ।Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.