ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত দাসপুর

দাসপুরে তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে জখম উভয়পক্ষের বেশ কয়েকজন । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

Daspur clash
clash
author img

By

Published : Jul 4, 2020, 4:47 PM IST

দাসপুর, 4 জুলাই : ফের রাজনৈতিক সংঘর্ষে উপ্তপ্ত দাসপুর । গতকাল তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের একাধিক । আহতদের ঘাটাল হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গতকাল দাসপুরে BJP ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষেরই একাধিক কর্মী-সমর্থক জখম হন । শুক্রবার দুপুরে দাসপুর 1 ব্লকের সড়বেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের কাছে তৃণমূল ও BJP-র মধ্যে তুমুল গণ্ডগোল বাধে । একে-অপরের ওপর রড-বাঁশ নিয়ে চড়াও হয় ।

তৃণমূলের অভিযোগ, এ'দিন তাঁরা গ্রাম-পঞ্চায়েতের মধ্যে জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং করছিলেন । সেই সময় BJP-র গুণ্ডাবাহিনী গিয়ে তাঁদের উপর আক্রমণ করে । আহত হয় তাদের বহু কৰ্মী-সমর্থক ।তৃণমূল কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হিলা চালায় BJP কর্মীরা, এমনই অভিযোগ স্থানীয় তৃণমূলের l

অন্যদিকে, BJP-র অভিযোগ, গ্রাম-পঞ্চায়েতে স্মারকলিপি দেওয়ার কথা ছিল তাঁদের । যা আগে থেকে জানতে পেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর আক্রমণ করে । কিছু বোঝার আগেই লাঠি ভোজালি দিয়ে BJP কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ।

সংঘর্ষের কিছু পরে ঘটনাস্থানে আসে দাসপুর পুলিশ । আহতদের হাসপাতালে পাঠানো হয় l

দাসপুর, 4 জুলাই : ফের রাজনৈতিক সংঘর্ষে উপ্তপ্ত দাসপুর । গতকাল তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের একাধিক । আহতদের ঘাটাল হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গতকাল দাসপুরে BJP ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষেরই একাধিক কর্মী-সমর্থক জখম হন । শুক্রবার দুপুরে দাসপুর 1 ব্লকের সড়বেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের কাছে তৃণমূল ও BJP-র মধ্যে তুমুল গণ্ডগোল বাধে । একে-অপরের ওপর রড-বাঁশ নিয়ে চড়াও হয় ।

তৃণমূলের অভিযোগ, এ'দিন তাঁরা গ্রাম-পঞ্চায়েতের মধ্যে জনপ্রতিনিধিদের নিয়ে মিটিং করছিলেন । সেই সময় BJP-র গুণ্ডাবাহিনী গিয়ে তাঁদের উপর আক্রমণ করে । আহত হয় তাদের বহু কৰ্মী-সমর্থক ।তৃণমূল কর্মীদের ওপর অস্ত্র নিয়ে হিলা চালায় BJP কর্মীরা, এমনই অভিযোগ স্থানীয় তৃণমূলের l

অন্যদিকে, BJP-র অভিযোগ, গ্রাম-পঞ্চায়েতে স্মারকলিপি দেওয়ার কথা ছিল তাঁদের । যা আগে থেকে জানতে পেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর আক্রমণ করে । কিছু বোঝার আগেই লাঠি ভোজালি দিয়ে BJP কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ।

সংঘর্ষের কিছু পরে ঘটনাস্থানে আসে দাসপুর পুলিশ । আহতদের হাসপাতালে পাঠানো হয় l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.