হাওড়া, 6 মে : হাওড়ার বানিয়ারাতে ক্লাবের সদস্যদের মধ্যে হাতাহাতি ৷ বৃহস্পতিবার রাতে ডোমজুড়ের বনিয়ারা সেবক সংঘ ক্লাবের ঈদের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয় (Clash between Club Members)। ক্লাবের সভাপতির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত এগারোটার পরে মাইক বাজানো যাবে না এটা ক্লাবের সিদ্ধান্ত ছিল । তবে কাল রাতে এগারোটার পরেও মাইক বাজতে থাকায় ক্লাবের কিছু সদস্য তার বিরোধিতা করে । প্রশাসনের পক্ষ থেকেও রাত 11টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি দেওয়া হয় । এরপরই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । এই ঘটনায় কয়েকজন আহত হয় । এর মধ্যে ক্লাবের সভাপতি আবদুল আলি মিদ্দে এসে দুই পক্ষকে আটকান । শুক্রবার এই বিষয় নিয়ে কথা হবে বলে তিনি আহত এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন । এরপর যাঁরা মাইক বাজাচ্ছিলেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন দল বেঁধে এসে হাসপাতালেই চড়াও হন ক্লাবের সভাপতির উপর । হাসপাতালের ভিতরেই মাটিতে ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠছে । এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের কর্মচারীরাও । পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
হাসপাতালের রাতে কর্মরত মেডিক্যাল অফিসার ডাঃ অলভিয়া বলেন, "হঠাৎ করে একদল লোক এসে ভেতরে ঢুকে এক ব্যক্তিকে টেনে বাইরে নিয়ে যায় । তাঁকে বেধড়ক মারধর করে । হাসপাতালের বাইরেও ভাঙচুর চালায় তারা । এই ধরনের ঘটনা কোনওদিন ঘটেনি। আমি যথেষ্টই আতঙ্কিত এই ঘটনা দেখে ।" হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।
আরও পড়ুন : মোটা টাকা চাঁদা না-পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে
ক্লাবের সভাপতি আবদুল আলি মিদ্দে জানান, তাঁকে ক্লাবের সামনেই মারধর করা হয় । এরপরে তিনি হাসপাতালে আসেন প্রাথমিক চিকিৎসা করতে । এখানেও আব্বাস শেখ, আনোয়ার শেখ-সহ বেশ কয়েকজন এসে হাসপাতালের ভেতরে ঢুকে তাঁকে মারধর করে । পাশাপাশি তাঁদের বাইক ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় । তাঁর অভিযোগ, হাসপাতালে পুলিশ উপস্থিত ছিল । পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয়, অথচ সব দেখেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হামলার পর দুষ্কৃতীরা চম্পট দেয় । আহতদের মধ্যে একজনকে ম্যাটাডোর করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় ।